অ্যান্টিভাইরাস এর মেলা-২০১৩ ।। কার কার লাগবে?

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আমি আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে ভালই আছি । সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা । কিছুদিন পর-ই আসছে নতুন বছর ২০১৩ । তাই, আমি আপনাদের জন্য নিয়ে এলাম ২০১৩ সালের অ্যান্টিভাইরাস । কারন, পিসির ভাইরাস দূর করতে এন্টিভাইসের কোন বিকল্প নেই ।

  • ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩:
প্রথমেই বলছি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি এর কথা । যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় অ্যান্টিভাইরাস নামে পরিচিত । তবে এন্টিভাইরাসটি অনেক ভারী হওয়ায় যাদের পিসি হালকা স্লো করে ।
ডাউনলোড লিঙ্কঃ এখানে
লাইসেন্সঃ এখানে
  • এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩:
এভিজি অ্যান্টিভাইরাস কম্পিউটার ব্যবহারকারীদের কাছে এক সুপরিচিত নাম ।
 
ডাউনলোড লিঙ্কঃ এখানে [এভিজি ইন্টারনেট সিকিউরিটি]
ডাউনলোড লিঙ্কঃ এখানে [এভিজি ফ্রী এন্টিভাইরাস]
  • ই-সেট স্মার্ট সিকিউরিটি 6:
বর্তমানে ই-সেট এন্টিভাইরাস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । এর বিশেষ পারফরমান্স হল এটি পিসি কে স্লো করেনা ।
 
ডাউনলোড লিঙ্কঃ এখানে [৩২ বিট]
ডাউনলোড লিঙ্কঃ এখানে [৬৪ বিট]
লাইসেন্সঃ এখানে
  • অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩:
বর্তমানে অধিকাংশ লোক অ্যাভিরা ব্যবহার করে । বিশেষ করে যারা ফ্রি এন্টিভাইরাস ব্যবহার করে ।
এন্টিভাইরাসটি অনলাইনে কিংবা অফলাইনে আপডেটের পদ্ধতিটি বেশ ভালো ।
ডাউনলোড লিঙ্কঃ এখানে [অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি]
ডাউনলোড লিঙ্কঃ এখানে [অ্যাভিরা প্রিমিয়াম]
ডাউনলোড লিঙ্কঃ এখানে [অ্যাভিরা ফ্রি এন্টিভাইরাস]
  • অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি:
অ্যাভাস্ট খুবই শক্তিশালী না হলেও এটির ফ্রি ভার্সন ও সহজবোধ্য হওয়ায় এটি এগিয়ে রয়েছে।
দেশের বেশিরভাগ লোক অ্যাভাস্ট এন্টিভাইরাস ব্যবহার করে ।
 
ডাউনলোড লিঙ্কঃ এখানে [অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাস]
ডাউনলোড লিঙ্কঃ এখানে [অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি]
লাইসেন্সঃ এখানে
  • বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি ২০১৩:
এভিটেস্টের জানুয়ারী-ফেব্রুয়ারী, মার্চ-এপ্রিল, আর মে-জুন তিনটা রিভিউতেই বিটডিফেন্ডার ২০১২ আছে সবার উপরে এক নম্বরে।
 
ডাউনলোড লিঙ্কঃ এখানে
  • নরটন ইন্টারনেট সিকিউরিটিঃ
 নরটন ইন্টারনেট সিকিউরিটি সম্প্রতি বাজারে এসেছে নতুন সব ফিচার নিয়ে। নতুন এই সংস্করণের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি কাজ করে আগের সংস্করণগুলোর চেয়ে অত্যন্ত দ্রুত ।
 
 ডাউনলোড লিঙ্কঃ এখানে [নরটন এন্টিভাইরাস]
ডাউনলোড লিঙ্কঃ এখানে [নরটন ইন্টারনেট সিকিউরিটি]
  • মাইক্রোসফট সিকিউরিটি ইসেন্টিয়ালঃ
মাইক্রোসফট এর তৈরী ফ্রিওয়্যার একটি নতুন এন্টিভাইরাস।
এটি উইনডোজ ব্যবহারকারীদেরকে বেশ ভাল সুরক্ষা দিতে সক্ষম।
 
ডাউনলোড লিঙ্কঃ এখানে
আজ আর নয় । কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানাবেন । ডাউনলোড করতে সমস্যা হলে কমেন্ট এ জানান । ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ।
সময় পেলে “সহীহ বুখারী” থেকে ঘুরে আসতে পারেন ।
আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে পারেন ।

Level 0

আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক সংগ্রহ। দেখি কোনটা কাজে লাগাতে পারি।

    @earnbd: এখান থেকে ২০১৩ সালের আপডেটেড ফ্রি সফটওয়্যার নিতে পারেন ।

    @ভালো মানুষ: ভাইয়া, বিজ্ঞাপন দেওয়ার জন্য টেকটিউনস এ সুন্দর ব্যবস্থা আছে । এভাবে, টেকটিউনস এর যেখানে সেখানে বিজ্ঞাপন দিয়ে টেকটিউনস এর মান নষ্ট করবেন না ।
    -ধন্যবাদ ।

vai, avast internet security er license to dilen na!!

🙂 😀 :D) 🙁 ;( :p :@ 😮 ;? :c :v ^:^ := -:- (-3 (3 -{@ :T (y) (9) \|/

আমি Microsoft Security Essentials ব্যবহার করতাম XP-তে। কিন্তু Windows 7 আর Windows 8 -এ এটা Windows Defender নামে ডিফল্টভাবেই দেয়া থাকে। তাই এখন এটা ছাড়া আর কোন কিছুই ব্যবহার করি না। আমার পরিচিত বহু মানুষের পিসিতে আমি গত ১ বছর যাবত Microsoft Security Essentials ইনস্টল করে আসছি। আমার কাছে ভালই লাগে।

Level 0

উইন্ডোজ ৮ এ কি আলাদা কোন এন্টি ভাইরাস ব্যবহার করার প্রয়োজন আছে? নাকি windows defender এন্টি ভাইরাস হিসেবে কাজ করে?

@ Jihadur Rahman (CyberShot) : Vai Bitdefender Antivirus ta to dilen but ei tar license key ki valo kaz kore. Ami age ekbar namiychilam but dhora khaisi. So, janaien vai. Thanks.

    @MHSIMON9999: অ্যান্টিভাইরাস আসলে প্রায় সবগুলো-ই ভাল । যার কাছে যেটা ভাল লাগে । আপনার কাছে হয়তো বিটডিফেন্ডার অ্যান্টিরাইরাস খারাপ লাগতে পারে কিন্তু কারও কাছে বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস -ই বেষ্ট । আমার কাছে ই-সেট স্মার্ট সিকিউরিটি বেশি ভাল লাগে ।
    -ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

Windows defender best.

Level 0

আপনার kaspersky 2013 কিন্তু লাইসেন্স দিলেন 2012 ব্যপারটা বুঝলাম না। কাজ করবে ২০১৩ তে ও?

ভাই কেউ ক্রাকএন্টিভাইরাস ব্যাবহার করবেন না।এটি কমপিউটারের কোন নিরাপত্তা দিতে পারেনা।তার চেয়ে ফ্রি
Microsoft Security Essentials ব্যবহার করেন।এটাই বেস্ট হবে।

    @Mahfizur Rahman: আমি আপনার সাথে একমত ।
    কম্পিউটার এ ক্র্যাক ব্যবহার করা উচিৎ নয় । সেটা সফটওয়্যার হোক বা এন্টিভাইরাস-ই হোক ।
    আমি ক্র্যাক ফাইল দিয়েছি মূলত কিছু ব্যবহারকারী আমাকে ক্র্যাক ফাইল দেওয়ার জন্য বলেছিল ।

@Jihadur Rahman-@Mahfizur Rahman vhai ami OS windows xp sp2 bebohar kori. amer pc te to Microsoft antivirus install hoy na keno. somadhan ta bola deban plz

@Jihadur Rahman
ভাই E Set একটিভ করতে পারছি না, কিভাবে একটিভ করব জানালে ভাল হয়।