এক জীবনে ম্যাগাজিন হয়তো কম পড়েন নাই। সেখানে এটা আরেকটা মাত্র ম্যাগাজিন। এরকম ভাবলে ভাবতে পারেন। তবে আমি বলবো অন্য কথা, এই ম্যাগাজিনে আপনি একটু হলেও ব্যতিক্রমতার ছোয়া পাবেন। কবিতা, গল্প, জোকস, প্রযুক্তি, ব্লগার রিভিউ, সফলতার গল্পগাথা সবকিছুর মিশেলে দারুন এক টোটকা। যা আত্মস্থ করতে আপনার মোটেও কষ্ট হবে না। তৃপ্তির ঢেঁকুর তোলাটাই হয়তো বাকি থাকবে তখন।
আপনি হয়তো তথ্যপ্রযুক্তি নির্ভর লেখা চাচ্ছেন, সমাধান ঘাসফুল। আপনি চাচ্ছেন সাহিত্যের নির্মল স্রোতে ভাসতে, এখানেও সমাধান ঘাসফুল। হয়তো চাচ্ছেন অনুপ্রেরনাদায়ী দায়ী লেখা যা আপনার স্বপ্ন বাস্তবায়নে জোর ধাক্কা দিতে সক্ষম। সেখানেও সমাধান ঘাসফুল। আমরা আসলে একের ভেতর পরিমিত আকারে সবকিছুর উপস্থাপন করতে চেয়েছি, যেন সেটা হয় সবার ভালোলাগার এবং ভালোবাসার।
মূলত সুডোব্লগকেভিত্তি ধরে এই ম্যাগাজিনের প্রতিষ্ঠা। অক্টোবরে প্রথম সংখ্যা প্রকাশের পর এটি দ্বিতীয় সংখ্যা। প্রকাশিত হচ্ছে সুডোল্যাবের ব্যানারে। সম্পাদকমন্ডলীর বিচক্ষন দৃষ্টির আলোকে ব্লগ থেকে বাছাইকৃত সেরা গল্প, কবিতা,একজন ব্লগারের নিজস্ব কথন, কিছু প্রয়োজনীয় প্রযুক্তিবিষয়ক টিপস, থাকছে আপনার সাস্থ্যসচেতনার সময় উপযোগী প্রচেষ্টা, শিকড় থেকে শেখরে উঠার গল্প, সায়েন্স ফিকশন আকারে চমৎকার লেখনি এগুলোর সমন্বয়েই গড়ে উঠেছে একটা “ঘাসফুল”।
সব পরিশ্রম আর স্বপ্নের ভেলায় মাটি ফুঁড়ে অঙ্কুরিত হচ্ছে এই “ঘাসফুল” এবার শুধু আপনার ভালোলাগার আড়ালে পরিচর্যাটুকু বাকি। পাঠকের পাঠ্যতুষ্টির যাবতীয় রসদই ঘাসফুলে আছে বলে আমরা বিশ্বাস করি। সে বিশ্বাসের পালে হাওয়া যোগাতে চাই আপনারও উপস্থিতি।
তাই, আশা করি ঘাসফুলের জেগে উঠার স্বপ্নে আপনিও আমাদের সাথে থাকছেন।
ঘাসফুল ডাউনলোড লিঙ্ক : http://ghasful.seudolab.com/
আমি Mehedi44। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই হবে আশা করি। ধন্যবাদ এমন উদ্যোগের জন্য । চালিয়ে যান। আল্লাহ হাফেজ।