আমি টেকটিউনস এ জয়েন করেছি অনেক দিন হল। এমন কোন দিন নেই যে আমি টেকটিউনস এ আসি নাই। আমি অনেক কিছুই শিখেছি টেকটিউনস থেকে এবং এখনো শিখে যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা টিউন করবো। কিন্তু কি টিউন করবো ভেবে পাচ্ছিলাম না কারণ যারা টেকটিউনস এর সাথে সম্পৃক্ত তারা আমার চেয়ে অনেক বেশী জানেন। এবার কাজের কথায় আসি। অনেক দিন ধরেই আমি English to Bangla ভালো একটা ডিকশনারী খুজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর যাও পাচ্ছিলাম তাতেও সব word থাকেনা। আমি জানতাম Shoshi English to Bangla একটা ভাল ডিকশনারী আছে। Download করার জন্য অনেক খুজাখুজি করে যে সমস্ত link পেয়েছি তার মধ্যে কোন Direct Download link পাইনি। এমন কি আমার যে ভাইয়েরা টেকটিউনস এ এটা নিয়ে টিউন করেছেন তাদের অনেকের লিংকই ডিরেক্ট নয় বা File not found দেখায়। অনেক কষ্ট করে যে Direct link টা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। Direct Download করুণ 89.90 MB এখানে। যদি ওই link থেকে download করতে কোন problem হয় তবে চেষ্টা করতে পারেন এই Link এ... IDM ব্যবহার করলে resume সুবিধা পাবেন। IDM এর লেটেস্ট ভার্সন 6.12 না থাকলে Free Download করুণ এখানে...
আমি আজই প্রথম টিউন করলাম তাই একটু বড় হয়ে গেছে। যদি কোন ভুল করে থাকি তবে ধরিয়ে দিবেন...পরবর্তীতে শোধরানোর করার চেষ্টা করবো। আর টিউনের ভাল মন্দ জানিয়ে কমেন্ট করবেন তবে পরবর্তীতে টিউন করার জন্য উৎসাহ পাব।
আমি শ্রাবণ জলের কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয়তে রাখলাম ক্যাম্পাস এ গিয়ে ওয়াই ফাই দিয়ে ডাউনলোড করবো।