LiLi USB Creator হচ্ছে একটি উইন্ডোজের লাইভ লিনাক্স ইউএসবি ডিস্ক ক্রিয়েটর । একটি অত্যন্ত কাজের একটি টুল । এটি দিয়ে Ubuntu, Fedora, Debian, Damn Small Linux, Puppy Linux সহ আরো অনেক লিনাক্স ওএসের লাইভ ইউএসবি ডিস্ক বানাতে পারবেন । অথচ এটি মাত্র ১.৭ মেগাবাইট ! এটি ব্যবহার করা অত্যন্ত সহজ । সবচেয়ে ভাল কথা এটা ইনস্টল করতে লাগেনা ।
১. প্রথমে ডিস্ক সিলেক্ট করুন ।
২. তারপর উৎস সিলেক্ট করুন ।
৩. তারপর ব্যবহৃত জায়গার পরিমান দিয়ে দিন ।
৪. তারপর বিদ্যুৎ চিহ্নে উপর ক্লিক করুন ।
কিছুক্ষনের ভিতরেই তৈরী হয়ে যাবে আপনার লাইভ লিনাক্স ইউএসবি ডিস্ক ।
* বর্ণনানুযায়ী এর ভিতর একটি বিশেষ Virtual machine থাকার কথা । কিন্তু আমি পেলাম না, আপনারা পেলে জানিয়েন ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
🙂