LiLi USB Creator ফ্রি লাইভ লিনাক্স ইউএসবি ক্রিয়েটর

LiLi USB Creator হচ্ছে একটি উইন্ডোজের লাইভ লিনাক্স ইউএসবি ডিস্ক ক্রিয়েটর । একটি অত্যন্ত কাজের একটি টুল । এটি দিয়ে Ubuntu, Fedora, Debian, Damn Small Linux, Puppy Linux সহ আরো অনেক লিনাক্স ওএসের লাইভ ইউএসবি ডিস্ক বানাতে পারবেন । অথচ এটি মাত্র ১.৭ মেগাবাইট ! এটি ব্যবহার করা অত্যন্ত সহজ । সবচেয়ে ভাল কথা এটা ইনস্টল করতে লাগেনা ।

১. প্রথমে ডিস্ক সিলেক্ট করুন ।

২. তারপর উৎস সিলেক্ট করুন ।

৩. তারপর ব্যবহৃত জায়গার পরিমান দিয়ে দিন ।

৪. তারপর বিদ্যুৎ চিহ্নে উপর ক্লিক করুন ।

কিছুক্ষনের ভিতরেই তৈরী হয়ে যাবে আপনার লাইভ লিনাক্স ইউএসবি ডিস্ক ।

* বর্ণনানুযায়ী এর ভিতর একটি বিশেষ Virtual machine থাকার কথা । কিন্তু আমি পেলাম না, আপনারা পেলে জানিয়েন ।

ডাউনলোড ।

কার্যপদ্ধতি জানতে পারেন ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম… ভায়া কাজে আসবে। কারন আমি বর্তমানে উবুন্টু ৯.১০ ফাইল সাইজ ৩.৮৫ GB ডাউনলোড করছি

    খাইছে … কী করবেন!

    লাইভ সিডি থেকে নামিয়ে তারপর যা দেয়া আছে তার অতিরিক্ত দরকারী সফটগুলো এ্যাপট-গেট বা সিনাপটিক থেকে ইনস্টল করলেই বরং কম ডাউনলোড দরকার হত মনে হয়। আর কয়েকদিন পর পর বিভিন্ন আপডেট আসে … এতে ডিভিডির রিপো মোটামুটি ব্যাকডেটেড হয়ে যায়।

    তবে রিমোট এলাকায় (যেখানে ইন্টারনেট নাই বা কষ্টকর) সেখানে প্রাথমিকভাবে কিছুটা কাজে লাগবে।

Thanks. আগে Unetbootin ছাড়া আর কোনো কিছুর নাম জানতাম না।

Level 0

ধন্যবাদ আপনাকে

প্রিয়তে রাখলাম।