আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভাল আছেন। বন্ধু, ভাই ও বোনেরা আমি আজ কোন প্রযুক্তির খবর নিয়ে নয়। আমি আজ নিয়ে আসলাম আমাদের জন্যই দরকারি একটি সফটওয়্যার। আমাদের যাদের নিজের ব্যবসায় আছে তারা তাদের জন্য অনেক টাকা খরচ করে অনেক সময় ব্যয় করে রশিদ বানান বা সফটওয়্যার বানান। এতে আমাদের অনেক টাকা খরচ হয়। বন্ধুরা আমি আজ আসলাম এমন একটি সফটওয়্যার নিয়ে যা আমাদের দরকার। এর রকম সফটওয়্যার অনেকেই টাকা দিয়ে বানায়। কিন্তু আমি আজ আপনাদের টাকা ছাড়া দিব। এই সফটওয়্যার এ আপনি আপনার কাস্টমারের জন্য তার পণ্যের রশিদ বানাতে পারবেন। এতে দোকানের বা ব্যবসায়ের সুমান ও বারে। যাই হোক আমি বেশি কথা বলি আর বলবো না।
আশুন এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেই।
প্রথমেই এটিকে ডাউনলোড করে নিন। Size: 406.59KB (Password: projuktirkhela )
তারপর সেটাআপ দিয়ে নিন। এটি সেটাপ দিলে নিচের মত একটি সফটওয়্যার দেখতে পারবেন।
1. এখান আপানার দোকানের সকল পণ্যের তথ্য জমা রাখতে হবে কোড নাম্বার সহ।
২. এখান থেকে আপনি মেনি এডমিন হয়ে আপনার দোকানের কর্মচারিদের একাউন্ট খুলে দিতে পারবেন।
৩. এখান থেকে আপনি আপনার সকল রিপোর্ট দেখতে পারবেন।
৪. আপনি এখানে আপনার পণ্যের কোড চাপলে আপনার পণ্যটি আপানর রশিদ এ চলে আসবে।
৫. রশিদ তৈরি করার পর এখানে ক্লিক করলে টাকা পে এর অপশন আসবে এখান থেকে আপনি আপনার রশিদটি দেখতে পারবেন।
৬. এখানে ক্লিক করলে নতুন রশিদ তৈরি করা যাবে।
ভাল লাগলে শেয়ার করবেন।
আমি eftakher alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রযুক্তিকে ভালবাসি তাই নিত্য নতুন খোজ করি, আর এই জন্যই ব্লগিং করি আপনাদের জন্য, নিজের শিখা জিনিস গুলো শেয়ার করার জন্য। http://www.projuktirkhela.com
ভাই আপনার দেওয়া সফটওয়্যার বেশ ভালো লাগল। কিন্তু এখাতো ডলারে হিসাব করতে হয়। আমাদের হিসাব তো টাকায় এটা কি টাকায় হিসাব করা যাবে না?