ইন্টারনেটের ব্যবহার নিয়ন্ত্রনে রাখুন (আনলিমিটেড নেট ইউজারদের প্রবেশ নিষেধ !)

আমাদের দেশের নেটের যে স্পিড , তাতে ইন্টারনেটের স্পিড নিয়ন্ত্রনের প্রশ্নই আসে না । কিন্তু আপনি যদি ওয়াইমেক্স বা জিপিআরএস ব্যবহারকারী হন, যাদের ইউসেজ লিমিট আছে তাদের জন্য এটি দরকারী হতে পারে । এই টিউনে দুটি তেমনি দুটি টুলের কথা বলব । এগুলো আপনার ইন্টারনেটের স্পিড নিয়ন্ত্রন করবে । অর্থাৎ আপনার ডাউনলোড স্পিড যদি 512Kbps হয় তাহলে আপনি চাইলে তা 256Kbps বা তারও কম করে রাখতে পারবেন ।

Shunra Nimbus: এটি ব্যবহার করা অনেক সহজ । ইনস্টলের পর এটি চালু করে ব্যান্ডউইড সিলেক্ট করুন ও play চাপুন ব্যাস । এটি 14.4, 28.8, 33.6, 56.0, 64.0, 128.0 ও 256.0. কিলোবিটের স্কেল সাপোর্ট করে ।

ডাউনলোড

Traffic Shaper XP: এই টুলটি ব্যবহার করা একটু কঠিন । ইনস্টলের পর এটি চালু করে Add Rule দিন । তারপর Network Adapter, IP, port, Upload/download, speed ইত্যাদি দিয়ে OK করুন । এর বিশেষ বৈশিষ্ট হল এটি বন্ধ করে দিলেও এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে ফলে স্পিড ও Rule অনুযায়ীই নিয়ন্ত্রীত হয় ।

ডাউনলোড

সূত্র Howgeek.

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks ..আমি আগে ব্যবহার করতাম । ভালই .

আমি বাসায় ফিরে যাচ্ছিলাম, আপনার (আনলিমিটেড নেট ইউজারদের প্রবেশ নিষেধ !) টিউন দেখে এই স্ক্রিনশট দিয়ে যেতে ইচ্ছে হলো, এইটা আমার অফিসের স্পিড – http://img32.imageshack.us/img32/857/rianetspeed.jpg দেখুন ছবিটা।

    আমারটা দিলে ভয় পেয়ে যাবেন । দেশে আর জীবনেও ফিরবেন না । তাই দিলাম না । (*এর জন্য আমাকে ধন্যবাদ দিতে পারেন ।)

    রিয়া আপনি কোন ধরনের ইন্টারনেট ইউজ করেন? জি পি নাকি???

    রিয়া আপু এই ধরনের ছবি দেওয়া ঠিক না। মানুসিক নিজ্রাতন হয় বৈকি। 😛

Level 0

@রিয়া
ওরে…. বাবা…..
download speed 368.5 KBps…..?
জীবনে প্রথম দেখলাম।
ধন্যবাদ শেয়ার করার জন্য… দেখেই শান্তি

Load speed besi holei to valo …komanor dorkar ki????????????????????

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাব এ প্রায় ৪০০ থেকে ৫০০ KB\sec ডাউনলোড স্পীড পাই। নিজস্ব server থাকার কারনেই তা সম্ভব হয়েছে। তবে বাসায় নেটের সামনে বসলে প্রচন্ড ঘুম পায়।