গল্প পড়তে কে না ভালবাসে, আমি নিজেও গল্প পড়তে খুব ভালবাসি। কোনো মুভি দেখার চেয়ে আমার সেই মুভির গল্পটা পড়তে বেশি ভাল লাগে। আমার মনে হয় কোনো মুভিতে যা দেখানো হয় তা হল লেখকের লেখার একটা ড্রামাটিক প্রেজেন্টেশান মাত্র, কিন্তু লেখকের লেখার আসল রস উপভোগ করতে হলে তার আসল লেখা অর্থাৎ “বই” এর বিকল্প নেই। যাক এটা আমার নিজস্ব মতামত, সবার এরকম নাও মনে হতে পারে।
এবার আসল কথায় আসি আমি কিছু বিখ্যাত ওয়েস্টার্ন গল্পের বাংলা অনুবাদ ই-বুক আপনাদের সাথে শেয়ার করছি। এটা হয়ত লেখকের আসল লেখা নয় (বাংলা অনুবাদ মাত্র) তা সত্তেও আমাদের পক্ষে এগুলি পড়াই বেশি সহজ, কারন এতে দাঁতভাঙ্গা ইংলিশের ভয় নেই আর বাংলায় হবার কারনে সবাই পড়তে পারবে ও সহজে বোধগম্য হবে।
সমস্ত বই গুলি PDF ফরম্যাটে রয়েছে। আপনাদের কাছে যদি কোনো PDF রীডার না থাকে তাহলে নীচের দুটি সফটওয়্যারের মধ্যে যেকোনো একটা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
এবার আপনাদের কাছে বই গুলি শেয়ার করছি, বইয়ের কভার পেজে বা বইয়ের নামে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
এগুলির সাথে সাথে একটা ফ্রেশ বাংলা প্রেমের গপ্লও দিলাম পড়ে নিন মন ভাল হয়ে যাবে।
আজ তাহলে আসি, বই গুলি ডাউনলোড করে পড়ে ফেলুন। পড়া হয়ে গেলে আওয়াজ দেবেন আরো নতুন কিছু নিয়ে হাজির হব। সবাই ভাল থাকবেন।
বিঃদ্রঃ – লেখাটি প্রথমে কাজিরহাটে প্রকাশিত, সময় পেলে ঘুরে আসতে পারেন ভালো লাগবে।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
Foxit Reader কিন্তু অনেক হাল্কা । দেখতে পারেন । ফ্রি ভার্সনও আছে।