কার কার লাগবে IDM এর নতুন ভার্সন Internet Download Manager 6.12 Final Build 23 ?

IDM ব্যবহার করে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া গেলেও টেকটিউনসে খুঁজে পাওয়া যাবে না। আর যদি দুই একজন পাওয়াও যায় তাহলে আমি বলব তাদের আইডিএম সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। বলা বাহুল্য যে, IDM হচ্ছে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল একটি ডাউনলোড ম্যানেজার যার কোন বিকল্প নেই। ......  থাক ওসব কথা, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তবে নতুন করে এটুকু বলতে পারি যে, IDM তাদের ল্যাটেস্ট ভার্শনটিতে কিছু নতুনত্য এনেছে। যেমনঃ

What's new in version 6.12 Final Build 23?

(Released: Oct 26, 2012)

  • Fixed a critical bug in IE integration module
  • Improved Chrome and Opera integration
  • Fixed crashing in Chrome IDM integration module

What's new in version 6.12 Final Build 22?

(Released: Oct 10, 2012)

  • Added support for Firefox 18

তাই চলে এলাম নতুন ভার্শনটি আপনাদের সাথে শেয়ার করতে।

  • প্রথমেই ডাউনলোড করে নিন এখান থেকে। তারপর zipped ফাইলটি আনজিপ করুন। ( আনজিপ করার সফটওয়ার না থাকলে WinRAR এর ল্যাটেস্ট ভার্শনটিও ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। ) আনজিপ করা হলে এবার IDM টি ইনস্টল করুন।
  •  নতুন ভার্শনটি ইনস্টল করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই পুরাতন ভার্শনটি আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার জন্য Revo ব্যবহার করুন এবং ইনস্টল শেষ হলে পিসি রিস্টার্ট দিন। অন্যথায় আপনার নতুন IDM এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
  • নতুন আইডিএম টি ইনস্টল করা শেষ হলে এবার আসুন Patch ফাইলটি দিয়ে আইডিএম টির রেজিস্ট্রেশনের কাজটি সেরে ফেলি।
  • আপনার আইডিএমটি যদি চালু থাকে সেটি বন্ধ করুন। তারপর Patch ফাইলটি কপি করে আইডিএম এর ইনস্টলেশন ডিরেক্টরীতে পেস্ট করুন। ইনস্টলেশন ডিরেক্টরী খুলতে চাইলে নিচের ছবিটি দেখুন।

  • Patch ফাইলটি ডিরেক্টরীতে পেস্ট করা হলে সেটি রান করুন। তারপর Patch এ ক্লিক করুন।

  • তারপর আপনার First Name & Last Name লিখে Patching সম্পূর্ণ করুন। ব্যাস, আপনার আইডিএমটির রেজিস্ট্রেশন হয়ে গেছে। চাইলে IDM ওপেন করে Help → About IDM এ চেক করতে পারেন।

আশা করছি, নতুনদের ভালই লেগেছে আমার টিউনটি। আর আপনাদেরও যদি ভাল লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগের ফেইসবুক পেইজটিতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন।

Level 0

আমি Muhammad Ibrahim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

good job.

Level 0

VAI ami ahgar idm ta unistall krci.. ahgar idm taka key r reg krta bltce …help plzzzzzzzzzzzzzzzzzzz