আসসালামু আলাইকুম!
আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন অপারাটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর একটি কমন প্রব্লেমের সলভ নিয়ে।
উইন্ডোজ ৮ এ প্রথমেই নতুন ব্যাবহার কারিরা হতাশ হন টাস্কবারে Start Menu এর অনুপস্থিতি দেখে। অনেকেরই আবার প্রথম প্রথম কম্পিউটার Shutdown বাটনটি পর্যন্ত খুজে পেতে সমস্যা হয়েছে এর অভাবে। উইন্ডোজ ৮ কে নিয়ে আমার বিরক্তিকর অভিজ্ঞতার সূচনা হয় টাস্কবারে Start Menu এর অভাব কে নিয়ে। আর তাই আমার মত যারা উইন্ডোজ ৮ এ আগের উইন্ডোজ এর মত টাস্কবারে Start Menu কে ফিরে পেতে চান তাঁদের জন্যেই নিয়ে হাজির হলাম আজকের টিউনটি।
ক্লাসিক সেল উইন্ডোজ ৮ এর জন্য ডেভোলপ করা একটি ফ্রি ও ওপেনসোর্স Start Menu । এটিতে উইন্ডোজ ৭/ভিস্তা, এক্সপি, ২০০০/৯৮ এর Start menu এর মত থিম রয়েছে। এছাড়াও রয়েছে কাস্টমাইজ করার সুবিধা।
বিখ্যাত উইন্ডোজ কাস্টমাইজিং টুল নির্মাতা Stardock এর তৈরি অসাধারণ একটি Start menu। এটিতে এক্সট্রা অনেক অপশন আছে যা আপনাকে উইন্ডোজ ৮ ব্যাবহারে সাছন্দ এনে দেবে। এটি একটি পেইড টুল ($5) এবং এর ৩০দিনের ট্রায়াল ভার্সন নেট থেকে নামাতে পারবেন। উইন্ডোজ ৮ এর জন্য এটিই সবচেয়ে সেরা বিকল্প Start menu ।
আপনার যদি Classic Shell ভাল না লাগে এবং Start 8 লাইসেন্স বা ট্রায়াল ইউজ করতে না চান তবে বিখ্যাত IOBit সফটওয়্যার ফামেলির StartMenu8 ই হবে আপনার জন্য সেরা বিকল্প Start Menu। বাক্তিগত ভাবে আমি এটাকেই বেশী পছন্দ করি। এটা আপনাকে দিবে আপনাকে একদম হারানো 😆 Windows 7 এর Start Menu ব্যাবহারের অনুভূতি।
আজকে তাহলে এই পর্যন্তই, আগামী টিউনে দেখাব কিভাবে নিজেই Windows 8 এর জন্য Start Menu তৈরি করবেন ।
Start Menu গুল ব্যাবহার করলে অনুভূতি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভাল লাগলে টিউনটি প্রিয় টিউনসে যুক্ত করে রাখতে পারেন।
আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ আপনাকে 🙂