উইন্ডোজ ৮ টাস্কবারের জন্য মেট্রো ইন্টারফেসের বিকল্প ৩ টি Start Menu

আসসালামু আলাইকুম!

আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন অপারাটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর একটি কমন প্রব্লেমের সলভ নিয়ে।

উইন্ডোজ ৮ এ প্রথমেই নতুন ব্যাবহার কারিরা হতাশ হন টাস্কবারে Start Menu এর অনুপস্থিতি দেখে। অনেকেরই আবার প্রথম প্রথম কম্পিউটার Shutdown বাটনটি পর্যন্ত খুজে পেতে সমস্যা হয়েছে এর অভাবে। উইন্ডোজ ৮ কে নিয়ে আমার বিরক্তিকর অভিজ্ঞতার সূচনা হয় টাস্কবারে Start Menu এর অভাব কে নিয়ে। আর তাই আমার মত যারা উইন্ডোজ ৮ এ আগের উইন্ডোজ এর মত টাস্কবারে Start Menu কে ফিরে পেতে চান তাঁদের জন্যেই নিয়ে হাজির হলাম আজকের টিউনটি।

১. ক্লাসিক সেল (Classic Shell)

ক্লাসিক সেল উইন্ডোজ ৮ এর জন্য ডেভোলপ করা একটি ফ্রি ও ওপেনসোর্স Start Menu । এটিতে উইন্ডোজ ৭/ভিস্তা, এক্সপি, ২০০০/৯৮ এর Start menu এর মত থিম রয়েছে। এছাড়াও রয়েছে কাস্টমাইজ করার সুবিধা।

ডাউনলোড

২. স্টার্ট ৮ (Start 8 )

বিখ্যাত উইন্ডোজ কাস্টমাইজিং টুল নির্মাতা Stardock এর তৈরি অসাধারণ একটি  Start menu। এটিতে এক্সট্রা অনেক অপশন আছে যা আপনাকে উইন্ডোজ ৮ ব্যাবহারে সাছন্দ এনে দেবে। এটি একটি পেইড টুল ($5) এবং এর ৩০দিনের ট্রায়াল ভার্সন নেট থেকে নামাতে পারবেন। উইন্ডোজ ৮ এর জন্য এটিই সবচেয়ে সেরা বিকল্প Start menu

ডাউনলোড

৩. আইওবিট স্টার্টমেনু ৮ (IOBit StartMenu8)

আপনার যদি Classic Shell ভাল না লাগে এবং Start 8 লাইসেন্স বা ট্রায়াল ইউজ করতে না চান তবে বিখ্যাত IOBit সফটওয়্যার ফামেলির StartMenu8 ই হবে আপনার জন্য সেরা বিকল্প Start Menu। বাক্তিগত ভাবে আমি এটাকেই বেশী পছন্দ করি। এটা আপনাকে দিবে আপনাকে একদম হারানো 😆 Windows 7 এর Start Menu ব্যাবহারের অনুভূতি।

ডাউনলোড

আজকে তাহলে এই পর্যন্তই, আগামী টিউনে দেখাব কিভাবে নিজেই Windows 8 এর জন্য Start Menu তৈরি করবেন ।

Start Menu গুল ব্যাবহার করলে অনুভূতি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভাল লাগলে টিউনটি প্রিয় টিউনসে যুক্ত করে রাখতে পারেন।

Windows 8 সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান পেতে সরাসরি চলে আসুন ফেসবুকে জানালা ৮ গ্রুপে।

Level 0

আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ আপনাকে 🙂

ধন্যবাদ

nayem vai nice tune..
1.ayta setup dela ke metro start menu thakbe naki chole jabe iktu janaben… ?

2. kevabe metro start menu on/off korajai janle janaben?

3. kevabe windows start hoar sathe sathe metro menu na ashe shora shori desktop asbe janle iktu janaben?

    Level 0

    @আরিফ: আপনি যে সকল অপশন চাইলেন সব গুলই ৩ টা স্টার্ট মেনুর সেটিংস্‌ এই আছে । Stardock Start 8 এ সহজেই ফাংসন গুল বুজতে পারবেন

Thank You

ধন্যবাদ আপনাকে, IOBit StartMenu8 টা ইন্সটল করলাম। ভাল লাগছে।

nayem vi apnar kotha moto aske sharadin net ghete.. stardock 8star ar active vrshn. bar kora cholaitasi… but ami tune korte parina .. soft upload o korte janina.. karo jodi upokare ahse tay.. link ta dilam.. ata torrent link >>> http://thepiratebay.se/torrent/7779693/Stardock_Start8_Patched … thx for ur nice tune..

    Level 0

    @সাইফুল ইসলাম: @আরিফ: ধন্যবাদ আপনাকে, আমিও ওখান থেকেই ডাউনলোড করসিলাম কিন্তু পাইরেতেড সফটওয়্যার শেয়ার করিনা বলে সরাসরি লিঙ্ক দেই নাই। ভাইরাস থাকলে অনেকে মন খারাপ করে তাই :p

Start8 by Sartdock এর ফুল ভার্সন এর লিংক https://rapidshare.com/files/3481684795/Stardock%20Start8%20Full%20(v.1.0).rar

খুব ভালো লাগ্লো

আমি এটা নিয়ে টিউন করতে চেয়েছিলাম ..কিন্তু আপনি টিউন করে ফেললেন :'( :'( যাই হোক আমি এতো সুন্দর করে লিখতে পারতাম না 😀

    Level 0

    @সাকিব: ধন্যবাদ আমার আগে টিউন না করার জন্য :p

Level 0

ami win8 pro install koresi kintu start up sound, logoff sound, shut down sound,volume adjust sound kisu paina….problem ta ki aktu doya kore janben?