সহজেই সি ড্রাইভের বেকআপ নিন ও রিস্টোর করুন ।

আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজকে আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করব তার নাম হল Drive SnapShot. এই সফটওয়্যারটির সাহায্যে আপনি C drive-এর হুবহু ইমেজ নিতে পারবেন অথাৎ আপনার C drive-এর বেকআপ নিতে পারবেন। এর মাধ্যমে operating system চালু অবস্থায় বেকআপ নেয়া যায়।
এক নজরে এর ফিচারগুলো দেখে নিই-

Features:
• Create Disk Image Backups, while running Windows
• There is no restart (to DOS) necessary. Never.
• Continue your work, while the Backup is in progress
• The new Snapshot technology ensures, that all data are consistent, and reflect the PC's data at the start of backup. There are no difficulties with opened files. Never.
• This enables a very fast and easy way to backup servers and other computers, that must run 24 hours a day.
• Easy Use and Restore of single Files or directories
• Drive Snapshot creates a virtual drive, containing all your drives data. You may use, compare, or restore these files directly from the Disk Image file.
• This works with any program of your choice, including (of course) the Windows Explorer
• Complete Restore of a disk in case of Disaster
• If a disk is restored to it's original state, it will be exactly the same as at the time of Backup - byte for byte.
• Restoring a system partition will require DOS; other drives can be restored using

 Windows:
• Compatible to all Windows file systems (FAT16, FAT32, NTFS)
• Compatible to all Windows RAID Methods
• Very easy and comprehensive command line interface
• This makes automation of regular tasks a breeze.

Homepage - http://www.drivesnapshot.de/

আসুন এবার দেখে নিই এর কাযপদ্ধতিগুরলো-

ডাউনলোড: সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিই এবং সাথে দেওয়া কীজেন দিয়ে রেজিস্টার করে নিই।

বেকআপ নেয়ার পদ্ধতি:-

১) সফটওয়্যারটি ওপেন করে নিচের (১)নং ছবির মত “Backup Disk To File”-এ ক্লিক করি।

২)এবার (২)নং ছবির মত যে ড্রাইভ-এর বেকআপ নিবেন তা সিলেক্ট করে (৩)নং ছবির মত Next-এ ক্লিক করি।

৩) এবার বেকআপটিকে যেখানে সেভ করবেন তা (৪)নং ছবির মত ব্রাউজ করে দেখিয়ে দিয়ে (৫)নং-এর মত start copy-তে ক্লিক করি। তাহলে আপনার বেকআপ প্রসেসিং শুরু হবে।

৪) বেকআপ প্রসেসিং শেষ হলে (৬)নং এর মত ok বাটনে ক্লিক করলেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

রিস্টোর করার পদ্ধতি:-

১) সফটওয়্যারটি ওপেন করে নিচের ছবির মত “Restore Disk from File”-এ ক্লিক করি।

২)এবার ছবির মত (১)নং-এ browse করে বেকআপ ফাইলটি দেখিয়ে দিয়ে (৩)নং-এর  মত Next-এ ক্লিক করি।

৩) এবার বেকআপ ফাইলটি যে ড্রাইভ-এ রিস্টোর করব তা ছবির (৪)নং-এর মত ড্রাইভটি সিলেক্ট করে (৫)নং-এর মত Next –এ ক্লিক করি।

৪) এরপর ২ বার yes বাটনে ক্লিক করি, ফলে কম্পিউার রিস্টাট হয়ে রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে। রিস্টোর হয়ে গেল কী-বোডের যেকোন কী প্রেস করলে কম্পিউটার পুনরায় রিস্টাট হয়ে চালু হয়ে যাবে।

প্রথম প্রকাশিত: টিউনার পেজে

আসা করি সবাই ভাল থাকবেন ।

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for share. This method is very simple.

বাহ বেশ কাজের সফট মনে হচ্ছে! দেখি ডালো মাইরা, দেখি কিভাবে কাজে লাগানো জায় 😀
ভাই একটা প্রশ্ন ছিলো – Acronis True Image আর এটার মদ্ধে তফাত কি?

Level New

Many many thanks for this small soft and it’s work!

Level 0

আমি এই টুলটা ব্যাবহার করি অনেকদিন থেকে, ভাল কাজ করে। তবে টিউনার ভাই একটা বেপার শেয়ার করতে ভুলে গেছেন হয়তো, (পয়েন্ট 5) আমি করে দিলাম।

Steps:
1. Backup Disk To File
2. Selct C drive to take a snap, NEXT
3. Type a file name (like Back up of C.SNA)
4. Advanced Options
5. Maximum image single file size is 1490MB. এটাকে বাড়িয়ে দিন যেন আপনার ব্যাকআপ ফাইল সাইজ টা যতো বড়ই হোক না কেন তা একটা পার্ট এ থাকে। আপনি চাইলে ১৪৯০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ দিতে পারেন। ছোট করতে পারেন সমস্যা নাই কিন্তূ রিসটরের সময় ডিভিডি থেকে হয়না, HDD তে থাকতে হয়, তাই আমি একটা পার্ট হিসেবে রাখতেই পছন্দ করি।
6. Start Copy

চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি সিকোএন্স পিক+keygain সহ আপলোড দিলাম।
http://www.mediafire.com/?70a78mheaenmbs3

    @Rashed.Dcc: ভাইয়া, এখানে দেখানো হয়েছে রিস্টোর করার সময় অন্য ড্রাইভে রিস্টোর করা হয়েছে। কিন্তু আমি যদি বর্তমান অপারেটিং সিস্টেম বাদ দিয়ে আগের তৈরী ইমেজ থেকে C ড্রাইভে রিস্টোর করতে চাই, তাহলে কি কোন সমস্যা হবে?

    প্লিজ জানাবেন

      @হাসানুজ্জামান রিমন: haa korte paren kono problem hobe na…
      [৪) এরপর ২ বার yes বাটনে ক্লিক করি, ফলে কম্পিউার রিস্টাট হয়ে রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে। রিস্টোর হয়ে গেল কী-বোডের যেকোন কী প্রেস করলে কম্পিউটার পুনরায় রিস্টাট হয়ে চালু হয়ে যাবে।]
      ei process ta sudo jokon apni “C drive” resote korben sudo sha ketre projjo hobe…

Level 0

ভালো হযেছে ভাই এই ভাবে টিটি তে লিখতে থাকুন আমরা আপনার সাথে আসি ইনশাআল্লাহ
http://www.techorb4u.blogspot.com সাইট তা দেখেন ভালো লাগবে ।

ভাইয়া, এখানে দেখানো হয়েছে রিস্টোর করার সময় অন্য ড্রাইভে রিস্টোর করা হয়েছে। কিন্তু আমি যদি বর্তমান অপারেটিং সিস্টেম বাদ দিয়ে আগের তৈরী ইমেজ থেকে C ড্রাইভে রিস্টোর করতে চাই, তাহলে কি কোন সমস্যা হবে?

প্লিজ জানাবেন

Level 0

রিষ্টোর ব্যবহার করে আমি ব্যবসায়িক ভাবে অনেক ক্ষতির সমুক্ষীন হয়েছি। আমার E ড্রাইভে থাকা ৩ (০৯.০৯.২০১২-১১.০৯.২০১২) দিনে তোলা
প্রায় ৭০০ ছবি মুছে গেছে।
যা আমি কোন রিকভারী ব্যবহার করে ফেরত আনতে পারি নাই।
তাই এগুলা সাবধানে ব্যবহার করবেন।

    @LR: restore ta ektu carefully kota hoi jokon apni “acronic true image or norton ghost” diya korben tokon.

Window start না হলে C drive এর backup কেমন করে নিতে হবে ? এর মাধ্যমে কি bootable disk বানানো যায় ? যদি যায় তবে, কি ভাবে জানাবেন |

    @শফিক: windows start na hole C drive-er backup nite parben na…kinto apni apnar document gula shoriya nita parben 2 bhave:
    1) Live Disk-er maddhome.
    2) Acronics True Image Software diya.

Level 0

ভাই, Backup নিতে কত সময় লাগে??????????????????????????????????????????????? যদি ১৫ জি বি হয়।

কাজের জিনিস তবে Paragon Backup & Recovery™ 2012 Free খারাপ না

Level 0

@মম: back up neyar time ta vary korte pare, amar pc te (Core2Duo 2.93, 8GB DDR3) xp 4mnt, win 7 7-8minute r win 8 13mnt time lage. @https://www.techtunes.io/tuner/momo

Level 0

existing windows corrupted hole Live CD use kore ‘C drive e’ purono store kora image restore kore nite paren. tobe live CD theke software ta other kono drive directory te install kore just installed folder theke software ta run korte hobe. then sob kaaj aager motoi. restore hye gele auto reboot nibe PC, then DONE.