আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে পেনড্রাইভ বা কার্ডরীডার বা অন্য কোন ধরনের USB জ্যাক ঢুকাই, অবশ্যই আমাদের কাজের জন্য। তবে ওই USB ডিস্কটা ভাইরাস Affected থাকলে তা আমাদের কম্পিউটারে চলে আসে এবং আমাদের কম্পিউটারের ক্ষতি সাধন করে। এর হাত থেকে মুক্তি পাবার ২ টি উপায় আছে।
এবার প্রশ্ন হল, এটি আপনি পাবেন কোথায়। উত্তর হল এখানে। (ডাউনলোড করুন মাত্র ৪ এম.বি.)
ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইন্সটল করার পরে দেখবেন এটি ট্রায়াল ভার্সন। এটিকে ফুল ভার্সন করার জন্য আপনাকে নিম্নলিখিত কাজ গুলি করতে হবে।
ইন্সটল হওয়ার পরে, প্রোগ্রাম টি চালালে উপরের ছবির মত ওরকম একটা উইন্ডো আসবে যেখানে License Status: Trial Version দেখাবে। এবার উইন্ডোটি বন্ধ করুন। করার পরে নিচের ছবির মত করে ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করুন।
এখন USB disc security প্রোগ্রামটা চালু করুন, দেখবেন Full Version দেখাচ্ছে। এরপর থেকে আপনার কম্পিউটারে আর কোনোদিন USB র মাধ্যমে Virus ঢুকবে না।
পোস্টটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত, কেউ গেলে লাইক দিতে ভুলবেন না যেন। আর পোস্টটি ভাল লাগলে কমেন্ট করবেন।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
শুভ্র আকাশ ভাইয়ের https://www.techtunes.io/download/tune-id/118031 এই টিউনের জন্য আমি টিউনটা করি না, তবে আপনার সিস্টেম আলাদা, আকাশ ভাইয়ের টিউনের সিস্টেম আলাদা আর আমার টাও আলাদা । তারপরেও করি না, ধন্যবাদ