সবার জন্য ১০টি Best of the Web Freeware ও OpenSource Software Download Site

আজকে আমি  আপনাদের সবার জন্য ১০টি Best of the Web Freeware ও OpenSource Software Download Site কে তুলে ধরবো, Computing এর দুনিয়ায় অভিজ্ঞ বা নবীন যাই হোন না কেন, এই Websiteগুলি আপনাদের সবারই কাজে দেবে… Except যারা খুবই বেশী “জ্ঞানপাপী” অর্থাৎ যারা এই সবগুলি Website কে চিনেন তাদের ছাড়া… 😉

ছোট-বড় জটিল কিছু Software ছাড়া (যেমন Windows, Adobe Creative Suite, Microsoft Office) আমি সবসমই Freeware, Free Webware ও OpenSource Software কে আমার পছন্দের তালিকায় রেখেছি, আর আমার Security Softwareগুলিও সবসময় থাকে Crackমুক্ত (I Use Free editions of Avast/AVG/Avira/anything else paid or just plainly free, never use “সর্ষের ভিতর ভুত”)। এই সবগুলি Website আপনাদের পুরোপুরি Crackমুক্ত কাজের জিনিস পেতে সাহায্য করবে (এই লেখাটির যেকোন পছন্দের Website Visit করতে চাইলে Siteটির নাম লেখা Sub-heading টি Click করুন) –

Download.com

Download.com

Cnet এর এই Websiteটি আমি মনে করি যারাই Internet এ ঢুকেছেন তাদের সবারই পরিচিত, না হলেই বরং অবাক হবো। সবাইই এখান থেকে Windows এর জন্য কমবেশী Software Download করেছেন, কিন্তূ জানেন কি যে এটাতে Webware এর অনেক ভালো review আর Mobile এর জন্য অনেক ভালো Software রয়েছে?? অনেকেরই চোখে পরেনি এটা আমি মনে করি। Freeware, Shareware, Adware, OpenSource Software সব ধরনের জিনিসই আছে এখানে।

Softpedia.com

softpedia

Download.com এর মতো ওতটা পরিচিত না এটা কিন্তূ ২/৩ টি নতুন জিনিসের জন্য এটা আমার Top Choice Websiteগুলির একটা। Download.com এর মতোই Freeware, Shareware, Adware, OpenSource Software সব ধরনের জিনিসই আছে এখানে, যা বাড়তি তা হলো বিভিন্ন Linux Software, Script/Batch file (PHP, DOS, Python এসব) পাওয়া যায় এখানে আর এর সবচেয়ে ভালো দিক হলো যেসব জিনিস Internet Connection ছাড়া Install করা যায় না (যেমন Yahoo! Messanger) তার Offline Version এখানে পাওয়া যায়।

Tucows.com

tucows

Download.com এর মতোই Freeware, Shareware, Adware, OpenSource Software সব ধরনের জিনিসই আছে এখানে, আলাদা করে বলার একটিই কথা একে নিয়ে তা হলো এর অনেকগুলি Mirror Server আছে যা খুবই Slow Dialup Connection এ Download করার কাজটি একটু সহজে করা যায়। জানি অনেকেই এর সাথে পরিচিত।

Sourceforge.net

SourceForge.net

OpenSource Software এর সোনার খনি বলা যায় একে, আমি জানি OpenSource Software নিয়ে আগ্রহী অনেকেই এর সাথে পরিচিত, যারা পরিচিত নন তারা ১বার ঘুরে আসুন এখান থেকে আপনার মাথা ঘুরে যাবে এর Software List দেখে। প্রায় সব OpenSource Software Developerরাই এখানে তাদের Software টি Host করে থাকেন।

Osalt.com

Osalt

খুবই পরিচিত Commercial Softwareগুলির বিকল্প OpenSource Softwareগুলির একটি ভালো তালিকা আছে এতে, সরাসরি এইখানে কিছু Host করা নাই, এই তালিকা নিয়মিতই Updated হয়।

Alternativeto.net

AlternativeTo

Osalt.com এর মতই কিন্তূ শুধু Commercial Softwareগুলির বিকল্প OpenSource Softwareগুলিই না, Freeware, Webware Alternativeগুলিরও ভালো একটি ভালো তালিকা আছে এতে।

Osload.com

OSload

খুবই পরিচিতই হোক বা অপরিচিতই হোক অনেক ধরনের OpenSource Software এখান থেকে পাওয়া যাবে। Sourceforge.net এর মতো ওতটা পরিচিত না এটা কিন্তূ আসলেই ভালো OpenSource Software Download Site এটা ।

Nonags.com

nonags

Nonags.com Siteটি দেখতে খুব একটা সুন্দর না কিন্তূ এতে অজস্র ভালোভালো Freeware আর OpenSource Software আছে, কিছুকিছু জিনিস আছে এখানে যা এখন আর Developed হয় না।

Freewarehome.com

freewarehome

খুবই সাদামাটা এই Siteটিতে অনেক ভালোভালো Freeware আর OpenSource Software আছে, Nonags.com বা Sourceforge.net এর মতো অত জিনিস না থাকলেও।

Freewaregenious.com

freewaregenious

এটি একটি ভালো Blog Site যা প্রায় নিয়মিতই ভালোভালো Freeware আর OpenSource Software review করে। মূলত Windows এর জিনিসই বেশী review করে এটি।

Level 0

আমি ToufiqKM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I just completed my Ms in MIS from Daffodil International University. উড়াল দেয়ার ধান্দাসহ ভাল কিছু করার ইছা আছে... a camera shy person.. n have only a limited number of friends coz. I have little or no enemy.. ;) I love technology and I love good tunes.. mostly English songs,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস