আসলেই জটিল একটি software your-uninstaller । আমাদের অনেক সময় virus জনতি কারনে অপ্রযোজনীয় software uninstall হতে চায় না । এর জন্য pc কে বাড়তি বোঝা টানতে হয় । এমন কি আমাদের pc slow হয়ে যায় । 'your-uninstaller' soft টির ব্যবহারে আপনার pc যে কোন program কে uninstall করতে পারবে । এতে করে একদিকে যেমন সময় বজবে অন্যদিকে uninstall ভাল ভাবে হবে । মজার ব্যপার হল এর সাথে আপনি দারুন একটি pc cleaner পাবেন । pc cleaner soft টি আমার মনে হয এক কথায় জটিল । pc সকল প্রকার আপ্রযজনীয় file কে remove করে আপনার pc কে করে তুলবে আরও দ্রূতগামী । সফ্টওয়্যার টি Download করার জন্য visit করুন http://www.brothersoft.com/ এবং Download link এর জন্য http://www.brothersoft.com/downloads/your-uninstaller.html এখানে যান ।
বি দ্র : আমার পরের টিউন টি virus coad এবং hack করতে শেখা নিয়ে । তাই এ ব্যাপারে আপনাদের অনুমতি চাই ।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ভাল পোস্ট। কিছুদিন আগে এটার দরকার ছিল আমার। আমি Ccleaner ইউজ করে সমস্যা সমাধান করেছি।