একটি অসাধারণ ফাইল Manager & Duplicate finder.

আপনি আপনার কম্পিউটারে একই ফাইল বিভিন্ন ড্রাইবে বিভিন্ন সময় স্টোর করেছেন। এখন কোন ফাইল ডিলিট করবেন তা নিয়ে দ্বিধায় পড়েছেন বা খুঁজে খুঁজে এত ফাইল ডিলিট করার ধৈর্য্য নেই আপনার। এমতা বস্থায় আপনার জন্য সমাধান হতে পারে Disk Space Fan  Pro. এটি   duplicate file খুঁজে বের করার পাশাপাশি আপনার কম্পিউটারের disk space analysis করেও দেখাবে। এটি দ্রুত আপনার হার্ডডিক্স ফ্রি করতে  অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে সাহায্য করবে।


Features:
- সকল ড্রাইভ থেকে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা।
- file name, size, date and content অনুযায়ী গ্রুপ করা।
- একই প্রকৃতির সকল ফাইলের লিস্ট তৈরি করা, যাতে করে আপনি সহযেই বুঝতে পারবেন কোন ফাইলটি আপনার ডিলিট করতে হবে।
- শর্টকাট ব্যবহার করে ডুপ্লিকেট ফাইল Deletes, moves or replaces করা।
- কোন ধরনের ফাইল হার্ডডিক্সের কতটুকু যায়গা দখল করে আছে তা দেখা।
- Unicode filename সাপোর্টেড।

Download Link

তথ্য-প্রযুক্তির সর্বশেষ আপডেট পেতে নিম্মের ফেসবুক পেইজে লাইক দিন, আশা করি অবশ্যই উপকৃত হবেন।

http://www.facebook.com/techschoolbd

বি.দ্র: এই লেখাটি সর্বপ্রথম প্রকাশ হয়: http://techschoolbd.com এ।

Level 0

আমি আহাদ মোশাররফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, This is Ahad Mosharraf. I'm an IT Professional. It's my pleasure to keep u updated with all the new technologies. Pls pray for me. Thanks.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দূর মিয়া File Not Found……।।

ভাল একটা পোস্ট , ভাল লাগলো ভাই।

@ Hasan Rintu, bro don’t be angry! given link is working so check it again. Anyway I attached a new link considering your trouble. Try now… best of luck.

Level 0

কত বড় ঠক..
এইখান থেকে ঐখানে..
ঐখান থেকে সেইখানে..
সিহ…

@ Socrates, your name stands for a standard! but i’m shocked at your fool comment. anyway for your kind information techtunes doesn’t support that file sharing portal where the file is uploaded. অন্যের পোস্ট নিয়ে সমালোচনা করার আগে নিজে অন্তত একটি পোস্ট পাবলিশ করেন তারপর অন্যের পোস্ট নিয়ে সমালোচনা করবেন। ধন্যবাদ।

এটি একটি তীব্র সমালোচনার মতো কাজ আপনি করেছেন। এটা টেকটিউনস্ এখানে ব্যাসায়িক মানষিকতা নিয়ে টিউন করা ঠিক না। আপনি যদি পারেন তো সোজা মিডিয়া ফায়ারে ফুল ভার্সন আপলোড করে লিংক দিন না পারলে পরিষ্কার ভাবে বলুন যে সফট দেয়াটা আপনার পক্ষে সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি শুধু সফটটির রিভিউ দিয়েই মান সম্পন্ন টিউন করতে পারতেন। তাতে আপনি সম্মানিত হতেন। কিন্তু সফট এর নাম করে নিজের ব্লগের লিংক দেয়া টা সরাসরি টেকটিউনস এর নীতিমালা বিরুদ্ধ কাজ যা আপনি করেছেন। তা আপনার ব্লগ থেকেও যদি কেউ ডাউনলোড করতে পারতো তবু হয়তো কিছু বলতোনা সেখানে গেলে দেখা গেল আপনি এমন হোস্টিং সাইটের লিংক দিয়েছেন যেখানে 30সেকেন্ড বসে থেকে স্কিপ এ্যাড চাপার পর বলে ফাইল নট ফাউন্ড তখন তো আপনি নিজেকে নিন্দার পাত্র মানবেন নাকি। আর আমার কথা হলো মডুরা সব কোথায় এসব দেখার কি কেউ টেকটিউনস এ নেই নাকি

@ মোহাম্মদ খালিদ হোসাইন সফট্ওয়্যার ডাউনলোড করে আবার আপলোড করার মতো এতো সময় হয় না ভাই, আপনারা যারা শুধু পোস্ট দেখেন কিন্তু পোস্ট করেন না তাদের হয়তো অগাধ সময় থাকে। কিন্তু যারা নিয়মিত পোস্ট করেন তারাই জানেন একটা পোস্ট করতে কত সময় লাগে। তাই আমি যে ভাবে লিংক পাই সেভাবেই শেয়ার করি। এতে যাদের ভাল লাগবে তারা ডাউনলোড করবে, তাদেরকে স্বাগতম। আমি যদি কাউকে আমার ব্লগে নিয়ে তার কোন উপকার করতে পারি তাহলে সেটা নিশ্চই কোন অপরাধ নয়। এরকম শত শত পোস্ট আছে টেকটিউনসে যেখানে অন্য ওয়েব সাইটের পরিচিতি দেয়া হয়েছে। আপনার পূণঃবিবেচনা ও কমেন্টস এর অপেক্ষার রইলাম। ধন্যবাদ

আহাদ মোশারফ ভাই আমি আপনার সাথে সম্পূর্ন একমত যে একটি টিউন করতে একজন টিউনারকে প্রচুর সময় শ্রম ও মেধা ব্যয় করতে হয় এবং আরও একটি কথা বিনা সংকোচে স্বীকার করি যে আমি টেকটিউনস থেকে শুধু দু হাত পেতে নিতে পারি বিনিময়ে দিতে পারিনি কিছুই। আসলে ভাই সমস্যা অন্য সাইটের লিংক শেয়ার করেছেন সেজন্য হয়তো আপনাকে কিছুই বলতামনা যদি শেষ পর্যন্ত সফটি ডাউনলোড করতে সক্ষম হতাম তাহলে সকল দুঃখ ঘুচে যেতো। কিন্তু অন্য সাইটে গিয়েও অনেক ঘুরানোর পরও যখন সেই সফটওয়্যারটি দেয়া হয়না এবং মুখের উপর বলে দেয় যে ফাইলটি নেই তখন আমার মতোই প্রত্যেকেই মনঃক্ষুন্ন হবেন আর আমি তাই হয়েছি। আমি নিজে কখনো টিউন করিনি (আসলে টিউন করার মতো জ্ঞান আমার নেই) তাই টিউন কিভাবে করতে হয় সে বিষয়ে আমি আপনাকে জ্ঞাণ দিতে পারিনা তবে শুধু এটুকো বলতে চাই, আপনি যা নিয়েই টিউন করেন না কেন তা কিন্তু আমাদের সবার উপকার করার ইচ্ছে নিয়েই করেন এখন আপনার করা টিউন থেকে শেষ পর্যন্ত আমরা যদি উপকৃত না হয়ে উল্টো হয়রানির স্বীকার হই সেটা নিশ্চয় আপনি নিজেও কামনা করেন না। তাই যে লিংকটি শেয়ার করছেন , শেয়ারের পূর্বে অন্তত নিজে একটি বারের জন্য হলেও নিশ্চিত হয়ে নিন যে আপনার লিংকটি কার্যকর রয়েছে। তাহলে আমাদের এই ভোগান্তির শিকার হতে হবেনা। শেষে আমার কোন কথায় যদি কষ্ট পেয়ে থাকেন সে জন্য আমি দুঃখিত 😥 😥 😥 😥 । কারণ টিউনারাইতো টেকটিউন্স এর প্রাণ আপনারা সুন্দর সুন্দর টিউন করেন বলেই তো আমার মতো ভিজিটরেরা ভীড় করি কিছু পাবার আশায়। আশা করি আগামী টিউনগুলোতে আামদের প্রতি আরেকটু সদয় হবেন।
বিঃদ্রঃ এই সফটটি আমার খুবই দরকার তাই যদি কেউ পারেন তো দয়া করে সফটটির ফুলভার্সনের কার্যকরি লিংক দিন । ধন্যবাদ।

কত বড় ঠক..
এইখান থেকে ঐখানে..
ঐখান থেকে সেইখানে..
সিহ…

@ মোহাম্মদ খালিদ হোসাইন ভাই আমার দেয়া দুটি লিংকই আমি চেক করে দিয়েছি। এবং আমি সবসময় তাই করি। আপনার টিম ভিউয়ার থাকলে আপনি আমাকে আপনার কম্পিউটারে এক্সেস দেন আমি তার প্রমান দিব। ভাই lumfile ফাইল server থেকে ডাউনলোড কিভাবে করতে হয় তা একটু গুগল করে নিন। তাছাড়া আমিতো আপনাদের জন্য দুটি লিংক দিয়েছি এর পরও যদি না পারেন তাহলে আপনার email address আমাকে দেন আমি আপনাকে সফট্ওয়্যারটি মেইল করে দিব। ধন্যবাদ।