আপনি আপনার কম্পিউটারে একই ফাইল বিভিন্ন ড্রাইবে বিভিন্ন সময় স্টোর করেছেন। এখন কোন ফাইল ডিলিট করবেন তা নিয়ে দ্বিধায় পড়েছেন বা খুঁজে খুঁজে এত ফাইল ডিলিট করার ধৈর্য্য নেই আপনার। এমতা বস্থায় আপনার জন্য সমাধান হতে পারে Disk Space Fan Pro. এটি duplicate file খুঁজে বের করার পাশাপাশি আপনার কম্পিউটারের disk space analysis করেও দেখাবে। এটি দ্রুত আপনার হার্ডডিক্স ফ্রি করতে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে সাহায্য করবে।
Features:
- সকল ড্রাইভ থেকে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা।
- file name, size, date and content অনুযায়ী গ্রুপ করা।
- একই প্রকৃতির সকল ফাইলের লিস্ট তৈরি করা, যাতে করে আপনি সহযেই বুঝতে পারবেন কোন ফাইলটি আপনার ডিলিট করতে হবে।
- শর্টকাট ব্যবহার করে ডুপ্লিকেট ফাইল Deletes, moves or replaces করা।
- কোন ধরনের ফাইল হার্ডডিক্সের কতটুকু যায়গা দখল করে আছে তা দেখা।
- Unicode filename সাপোর্টেড।
তথ্য-প্রযুক্তির সর্বশেষ আপডেট পেতে নিম্মের ফেসবুক পেইজে লাইক দিন, আশা করি অবশ্যই উপকৃত হবেন।
http://www.facebook.com/techschoolbd
বি.দ্র: এই লেখাটি সর্বপ্রথম প্রকাশ হয়: http://techschoolbd.com এ।
আমি আহাদ মোশাররফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, This is Ahad Mosharraf. I'm an IT Professional. It's my pleasure to keep u updated with all the new technologies. Pls pray for me. Thanks.
দূর মিয়া File Not Found……।।