আমি নিজেও অনেক খুজেছি অনেকের কাছে । কিন্তু পাইনি । আমি কিন্তু আমার জন্য খুজিনি আমার কিছু বন্ধু আছে যারা স্কুল এর ফ্রী নোটপ্যাড চালায় । তারা আমাকে পাগল করে দিছে এই Chipset Driver এর জন্য । শেষে আমি খুজে খুজে বের করে তাদের দিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করতে বসলাম । চিন্তা করলাম আমার মত বিব্রতকর অবস্থায় মনে হয় আরো অনেকেই পরছে । তাই এই শেয়ার করা আবার বলতে পারেন সবাইকে জানানোর ইচ্ছা থেকেও শেয়ার এর বিষয়টা মাথায় আসতে পারে । কোথা থেকে যে শেয়ার এর কথাটা আমার মাথায় আসে আমি নিজেও বলতে পারি না । বক বক বন্ধ করে সরাসরি মূল লেখায় চলে যাই । এটা Windows XP 32 Bit সাপোর্ট করবে । তাই নিচের লিঙ্ক থেকে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন - Chipset Driver for E09EI6
ডাউনলোড লিঙ্ক - Chipset Driver for E09EI6
কারো উপকার হইলে কমেন্ট করতে ভুলবেন না।
প্রথম প্রকাশিত - টিউনারপ্রেসে
ধন্যবাদ সবাইকে ।
আমি বিস্ময় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ