ভিসতার প্রচলনটা আমাদের মাঝে এখনো তেমন একটা হয়নি। কারন হিসেবে এক একজন একেক রকম কথা বলে। কেউ বলে সিকিউরিটি নাই, তো কেউ বলে ফিচার পাওয়া যায়না, এক্সপি তে অভ্যাস হয়ে গেছে। আবার কেউ কেউ সেন্টিমেন্টাল কারণও শোনায়। বলে, এক্সপিটা না কি আপন আপন লাগে!
যাই হোক, যে টুলটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হল ভিসতা ইউটিলিটিস যার সাহায্যে আপনি ভিসতার সকল ফিচার, প্রোগ্রাম এবং গেমস এ ও একই জায়গা থেকে সরাসরি এবং খুবই সহজে এক্সেস করতে পারবেন। এই ইউটিলিটি ভিসতা ইউজারদের সিস্টেম কনফিগারেশন, সিকিউরিটি এবং পারফরম্যান্স করতে সাহায্য করবে।
অনেক সময় ভিসতার কন্ট্রোল প্যানেলে কিছু কিছু কম ব্যবহার করা ফিচার খুজে পাওয়াটা দুঃস্কর হয়ে পরে। ভিসতা ইউটিলিটি একই ধরনের ফিচারগুলোকে একই গ্রুপে অন্তর্ভূক্ত করে বিভিন্ন গ্রুপে সুবিন্যস্ত করে থাকে। যার ফলে ফিচারে এক্সেস পাওয়াটা আরো সহজ হয়ে পরে।
এই এ্যাপ্লিকেশানটি ভিসতার ফিচারগুলোকে ৯টি ক্যাটাগরিতে বিন্যস্ত করে
. সিস্টেম ইউটিলিটি
. পারফরমেন্স
. সিকিউরিটি
. ডিস্ক
. ফাইল
. নেটওয়ার্ক
. গেমস এবং মিডিয়া
. সাধারন ফোল্ডার এবং অন্নান্য ইউটিলিটি
যখন আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরির গ্রুপকে ওপেন করবেন তখনই ওই ক্যাটাগরির অন্তর্ভূক্ত সব ফিচার আলাদা আলাদা ট্যাবে ওপেন হবে (উইন্ডোর উপরিভাগে)। এইটুলটি আপনাকে এক জায়গা থেকে সব ফিচারে এক্সেস করা ছারাও আপনাকে দিচ্ছে রেডিমেড কিছু এমএস ডস কমান্ড যেমন - NTFS কনভার্টার, ক্যাব ফাইলস মার্কার এবং আরো অনেক সিম্পল কিন্তু প্রয়োজনীয় কমান্ড।
ভিসটা ইউটিলিটি নিজেও এই টুলের সিস্টেম ট্রে থেকে এক্সেসিবল এবং এবং হাউড টু ট্রে বাটনে ক্লিক করে সাথে সাথে ই তা হিডেন করে ফেলতে পারবেন। আবার সিস্টেম ক্লকের পাশে ভিসটা ইউটিলিটি আইকনে ক্লিক করে আপনি এর কমপ্লিট কনটেক্সট মেনু ওপেন করতে পারবেন। এবং এই এক্সেসিং আপনি চাইলে আপনার পিসির যে কোন স্থানে থেকেই করতে পারবেন।
আশা করি ভিসতা ইউজারদের কাজে আসবে।
ডাউনলোড ভিসতা ইউটিলিটি
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য। মনে হয় কাজে আসবে। আর ভিসতা আমার কাছে একেবারে খারাপ লাগেনি।