অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ করাটা বড়ই ঝামেলার বলে মনে হয় অনেকের কাছে। সাধ্যের মধ্যে থাকলে কেউই এই ঝামেলায় পড়তে চায় না। তবে সেটআপ দেওয়া হয়ে গেলে শুরু হয় আরেক যন্ত্রনা। পিসিকে সেই আবার আগের কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্যে একে একে প্রয়োজনীয় সবগুলো সফটওয়্যারকে ইন্সটল করতে হয়। এত সময়ও নেয় অনেক।
এই কাজটি করতে গিয়ে নিশ্চই অনেকেই এক সাথে ব্যাচে অনেকগুলো সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? যদি প্রয়োজন বলে মনেই করে থাকেন তাহলে আমার আজকের এই টিউনটা তাদেরই জন্যে।
আপনার সময় বাঁচাতে ট্রাই করে দেখতে পারেন "নিনিট"। এখানে একই সাথে অনেকগুলো সফটওয়্যারের সমন্বয় ঘটানো হয়েছে। মালি্টপল এই সব টুল একইসাথে ব্যাচে একটি কমান্ডের সাহায্যে ইন্সটল করে নিতে পারবেন এবার। সংযুক্ত আছে ক্রোম, পিকাসা, ফায়ারফক্স, অপেরা, লাইভ মেসেজ্ঞার, ভিএলসি প্লেয়ার সহ সর্বমোট ৫৯ টি আলাদা আলাদা প্রোগ্রাম।
একে ব্যবহার করার জন্যেও আহামরি কোন টেকি হওয়ার দরকার নাই। ডাউনলোড হবার পরে সাধারনভাবেই রান করান এবং নিনিট পেজ এ গিয়ে আপনি ব্যাচে কি কি প্রোগ্রাম ইন্সটল করতে চান, এক এক বেছে নিন। বাছা বাছি শেষ হলে ইন্সটলার বাটনে ক্লিক করে নিমেষই ইন্সটল করে নিন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
হেলো টিনটিন ভাই……
আমার মনে হয় অনেক দিন পর আপনার দারুন একটা টিউন পরলাম আর না হয় আপনি অনেক দিন পর টিউন করলেন৷ তারপর ঈদ কেমন করলেন….