আসসালামুয়ালাইকুম
সবাইকে পবিত্র রমজানুল মুবারাক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর ছিয়াম সাধনার মাদ্ধমে আল্লাহর ইবাদাতে ব্যাস্ত আছেন।
আজ আপনাদের সাথে শেয়ার করবো অত্যন্ত সুন্দর একটি কাজের সফটওয়্যার।
4Dots Free PDF Password Remover হল এমন একটি পিডিএফ টুলস যেটি দ্বারা আপনি পাসওয়ার্ড প্রটেক্ট করা পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন এবং পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড রিমুভ করে নিজের ইচ্ছে মত সেটি ইডিট, প্রিন্ট এবং ডকুমেন্ট থেকে লেখা কপি করতে পারবেন। এই ফ্রি সফটওয়্যারটি টি দ্বারা আপনি আপনি বিভিন্ন ধরনের পি ডি এফ ফাইল আনলক করতে পারবেন। এছারাও আপনি জানা অজানা যে কোন পাসওয়ার্ডও রিমুভ করতে পারবেন। সফটওয়্যারটি টি সম্পূর্ণ ফ্রি। এজন্য আপনাকে কোন টাকা দিয়ে এটি কিনতে হবে না। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই চমৎকার এই সফটওয়্যারটি সম্পর্কে।
সফটওয়্যারটি ইন্সটল করার প্রক্রিয়া খুবি সহজ। প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলুড করে নিন।
ডাউনলুড হয়ে গেলে সেটাপ ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। নিচের স্কিনশট অনুযায়ী সফটওয়্যারটি আপনার কম্পিউটারে সেটাপ দিন।
Next এ ক্লিক করুন।
I Agree তে ক্লিক করুন।
Next এ ক্লিক করুন।
Install এ ক্লিক করুন।তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন।
Installation চলছে। শেষ হয়ে গেলে Next চাপুন।
এবার Finish এ ক্লিক করে ইন্সটলেশন প্রক্রিয়া শেষ করুন।
সফটওয়্যারটি সেটাপ দেবার পর রান করান। তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে এর ব্যবহার বিধি কতটা সহজ। পাসওয়ার্ড রিমুভে আপনাকে সাহায্য করতে অ্যাড ফাইল, রিমুভ ফাইল, অ্যাড ফোল্ডার এবং ক্লিয়ার ইত্যাদি বিভিন্ন ট্যাব অত্যন্ত সুন্দর আর সহজ ভাবে সাজানো হয়েছে।
সেটাপ দেয়া হয়ে গেলে সফটওয়্যারটি রান করুন। তাহলে নিচের মত আসবে।
আপনি অ্যাড ফাইল অথবা অ্যাড ফোল্ডার ট্যাবে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি অ্যাড করে নিন। ফাইল অ্যাড করার পর আপনি এর ফাইল নেম, ফাইল এর সাইজ, অপশনাল ইউসার পাসওয়ার্ড, ফাইল ডেট ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
এবার আপনার কাঙ্ক্ষিত ফাইলটির পাসওয়ার্ড রিমুভ করতে Remove Password অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে নিচের ছবির মত অপারেশন সাকসেসফুল ম্যাসেজ দেয়া হবে।
এছারাও আপনি অন্য ভাবেও কাজ করতে পারবেন। আপনি যে ফাইলটির পাসওয়ার্ড রিমুভ করতে চান সেটির উপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন। তারপর Remove PDF Password অপশনে ক্লিক করুন।
তারপর বাকি কাজ আগের মত করে সম্পাদনা করুন।
আপনি যেখান থেকে ফাইল টি ওপেন করেছিলেন ডিফল্ট আকারে ফাইলটি সেখানে সেভ হবে। আপনি চাইলে কোথায় ফাইল সেভ করতে চান সেটি নির্ধারণ করে দিতে পারেন। এজন্য change এ ক্লিক করে আপনি কোথায় সেভ করতে চান সেটি নির্ধারণ করে দিন
আপনি সফটওয়্যারটি মোট ৩৩ টি ভাষায় ব্যবহার করতে পারবেন। ভাষা পরিবর্তন করতে Language Option এ ক্লিক করুন। তারপর আপনার পছন্দের ভাষাটি নির্বাচন করুন। ডিফল্ট আকারে ইংরেজি ভাষা দেয়া থাকবে।
এরকম আরও কিছু সফটওয়্যার এর জন্য দেখতে পারেন PDFill PDF Tools, Quick PDF Tools এবং PDFAid.
ব্যবহার করুন চমৎকার এই সফটওয়্যারটি ।
অনেক ইচ্ছে করে সফটওয়্যার গুলো নিয়ে আমাদের সবার প্রিয় প্রবাসী ভাই এর মত করে সাজিয়ে গুছিয়ে টিউন করতে। কিন্তু ঘোড়ার কাজ কি আর গাধা দিয়ে হয়। তবুও চেষ্টা করলাম সহজ সরল ভাবে আপনাদের নিকট উপস্থাপন করার। কোন সমস্যা হলে মন্তব্য করে জানাবেন।
এখন প্রায় সবারি নিজের একটা করে সাইট/ব্লগ আছে। আমার শ্রদ্ধেয় আনোয়ার সাহেব (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি) ছাত্রদের সাথে ঝামেলায় জরিয়ে এক মাসের জন্য হল খালি করার নির্দেশ দিয়েছেন। তাই হল ছেরে বর্তমানে হাত-পা গুটিয়ে বাড়িতেই বসে আছি। তাই এই ফাকে আমার এবং সেই সাথে আমাদের সকলের অনেক প্রিয় প্রবাসী ভাই এর "পারিনা বলেই যে পারবোনা এমন কোন কথা নেই" এই কথাকে বিশ্বাস করে নিজের একটা ব্লগ তৈরি করলাম। আপনার হাতে সময় থাকলে আমার ব্লগটা একটু দেখে গঠন মূলক মন্তব্য করলে অনুপ্রাণিত হব।
কষ্ট করে ধৈর্য সহকারে আমার পোস্ট টি পড়ার জন্য আওনাকে অসংখ্য ধন্যবাদ।
*************
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
ঝুলিতে রাখলাম, কাজের টিউন. ধন্যাবদ