কেমন আছেন,
ভাল থাকেন দোয়া করি, প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন তারপর এটা ইন্সটল করে নিন তারপর
scan button এ ক্লিক করেন আপনার পিসি check শুরু হবে এভাবে
এক এক করে check হবে আর ডান পাশে প্রবলেম থাকলে দেখাবে আর না থাকলে ok লেখা আসবে । আবশেসে scan করা শেষ হলে অটোমেটিক মেসেজ আসবে আপনার পিসি তে এতো টা তা প্রবলেম পাওয়া গেছে আপনি কি প্রবলেম solve করবেন তখন ok বাটন চাপুন।
আর কোন প্রবলেম না থাকলে নিচের মতো মেসেজ আসবে
তাছাড়া আপনি এই সফটওয়্যার টি দিয়া আপনি প্রোগ্রাম uninstall , remove করতে পারবেন এবং startup এর যে কোন কাজ করতে পারবেন। আপনি চাইলে start menu থেকে যে কোন অপশন বাদ ও দিতে পারবেন। একটি কথা মনে রাখবেন আপনার কম্পিউটার চালু হবার সাথে সাথে এটি চলে আসবে। সাথে crack ফাইল ও দিয়ে দিলাম।
Download; http://www.softinfobd.com/?page_id=12
আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার একটি সফট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জুয়েল ভাই।