সর্ব প্রথম কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি আমাদের সৃষ্টিকর্তার কাছে। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি টেকটিউনস কে। তারপর টিউনারদের যারা জুমলা এবং ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন টিউন করেছেন। যাইহোক, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব। তার আগে কিছু কথা বলে নেই। এ সাইটি তৈরী করতে যত কিছু জানতে হয়েছে তার ৯০ % টেকটিউনস্ থেকে আর বাকিটা আমার পরিশ্রম বলতে পারেন। টেকটিউনস্ থেকেই শিখেছি ফ্রিল্যান্সিং। তারপর শুরু হলো অনলাইন ইনকাম। কিভাবে টাকা উত্তোলন করব সেটাও টিটি থেকে। অতঃপর ডোমেইন কিনলাম অনলাইনে, এটাও জানলাম টিটি থেকে। সবশেষে হোষ্টিং, ওটাও হলো টিটি এর একটি স্পন্সর টিউন থেকে। এখন বাকি থাকে সাইট ডেভেলোপিং। এটা করলাম নিজে নিজে। কিন্তু শিখেছিতো টিটি থেকেই 😆
সাইট টি হচ্ছে http://www.mybd24.com সাইটটির যাত্রা শুরু গত মাস থেকে। এ সাইট থেকে আপনারা রিজুম সাপোর্ট সহ Movie Download করতে পারবেন। সাইটটিতে অনেকগুলো ক্যাটাগরি আছে। সাইটটিতে আপনারা যে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করতে পারেন।
জুমলাতে যারা নতুন সাইটটি যদি আপনাদের ভাল লাগে এবং আপনারা যদি চান কিভাবে সাইট টি তৈরী করা হয়েছে বা কিভাবে আপনারা এ ধরনের সাইট তৈরি করবেন তবে আমি শিঘ্রই এ ব্যপারে টিউন করব। এটা নির্ভর করবে আপনাদের উপর, কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ফেজবুক পেজে লাইক করতে পারেন আপডেটের জন্য।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com
টুপ করে নিজের সাইট এর বিজ্ঞাপন দিয়ে দিলেন, তাতে আমার কিছু যায় আসেনা। কিন্তু খুব খারাপ লাগলো যখন দেখলাম আপনি বললেন যে
সাইটটি যদি আপনাদের ভাল লাগে এবং আপনারা যদি চান কিভাবে সাইট টি তৈরী করা হয়েছে বা কিভাবে আপনারা এ ধরনের সাইট তৈরি করবেন তবে আমি শিঘ্রই এ ব্যপারে চেইন টিউন করব। এটা নির্ভর করবে আপনাদের উপর, কমেন্ট করে জানিয়ে দিন।
আপনি এটা নিয়ে টিউন করলে কি আর লিখবেন? লিখবেন যে প্রথমে জুমলা ইন্সটল করুন, দেন একটা ক্রেক থিম ডাউনলোড করে ইন্সটল করুন, দেন পোস্ট করা শুরু করুন। হয়ে গেলেন ডেভেলপার 🙁 হাইরে আল্লাহ । কই জাই
আরেকটা কথা আপনার হোস্টিং ব্যবহার করিনি দেখে মন খারাপ করেছেন কি?
আপনার কি এমন ই মনে হচ্ছে নাকি? আর আমার কথাটা কি সম্পূর্ণ ভুল?
ভাই Jism 2 লিঙ্ক এ ক্লিক করলাম দেখি লিঙ্ক নেই। আমার ব্লগ এ যান সব ধরনের মুভি,গেম,সফটওয়্যার,মিউজিক, আপস, এবং আর কিছু। http://vison21.blogspot.com/ । ধন্যবাদ। লিঙ্ক আপডেট করেন।