আমরা অনেকেই ক্যাসপারস্কাই এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি ব্যাবহার করি, কিন্তু দেখা দায় ট্রায়াল ভার্সন এর মেয়াদ শেষ হয়ে গেলে হয় নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হয় অথবা নতুন লাইসেন্স key নেটে খুজতে হয়, তারপরও দেখা যায় নতুন key কয়েকদিন পরেই ব্লাকলিষ্ট হয়ে যায়, এ সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে একটি সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেটা আপনার ট্রায়ালের মেয়াদ শেষ হয়ে গেলে খুব সহজেই আপনার ট্রায়াল রিসেট করতে পারবে। প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ট্যাস্কবার থেকে ক্যাসপারস্কাই ওপেন করুন, এবার সেটিং এ ক্লিক করুন, সেটিং থেকে অপশন এ যান এবার ডানদিকে Enable self-defense অপশনটির উপর থেকে ঠিক চিহ্নটি উঠিয়ে দিন এপ্লাই এবং ওকে দিয়ে বেরিয়ে আসুন। এবার ট্যাস্কবার থেকে ক্যাসপারস্কাই আইকনের উপর ডান বাটনে ক্লিক করে exit করুন, এবার ডাউনলোড করা সফটওয়্যারটি ওপেন করুন trail reset বাটনে ক্লিক করুন কিছুক্ষন অপেক্ষা করুন প্রসেসিং কম্পলিট হবার পর ক্যসপারস্কাই ওপেন করুন এবার license অপশন এ যান marge/delete বাটনে ক্লিক করে active trial version এ ক্লিক করুন কিছুক্ষন পরেই দেখতে পাবেন আপনার ক্যাসপারস্কাই এর মেয়াদ আবার ৩০ দিন হয়ে গেছে।
আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙁