আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আমাদের তৈরী বংলা টাইপিং টিউটর সফটওয়্যারটি আপনাদের জন্য সম্পূর্ন ফ্রি ডাউনলোড সবসময় এর জন্য উন্মুক্ত করে দিলাম। এক দিকে উন্মুক্ত করে দিয়ে যেমন আনন্দ পাচ্ছি তেমনি কিছু কষ্টও রয়েছে। আমাদের দেশে অনেক মেধাবি ছাত্র/ছাত্রী, জ্ঞানী গুনিজন রয়েছে, কিন্তু এদের বিকশিত করার মত কোন প্রকার সুব্যবস্থা নেই। আর আপনি একটা সফটওয়্যার তৈরী করে তা অনলাইনের মাধ্যমে বিক্রি করার মত পরিবেশও এখনো গড়ে উঠেনি। আরো সময় লাগবে।
যেমন আমাদের এই সফটওয়্যারটি আমরা দুজন মিলে তৈরী করে ছিলাম ২০০৬-২০০৭ এর দিকে। এবং এটা বাজারজাত করার জন্য শুরু করলাম মাকেটিং, প্রথমেই আগারগাও আইডিবি ভবন নিয়ে গেলাম। আমি ২০০০ সাল থেকে ২০০৭ পর্যন্ত কম্পিউটারের উপর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সিডি আকারে বের করেছি। সে সুবাদে ইচ্ছে হলো বংলা টাইপিং টিউটর সফটওয়্যার বের করি। কিছুদিন মাকেটিং করার পর এরপর আমাদের দেশে বরাবরের মত যেটা হয় কপি করা, নয়তো বিক্রি হয়নি পড়ে আসুন, আপনার সফটওয়্যার রেখে যান বিক্রি করে টাকা দিব ইত্যাদি। এভাবে চলতে থাকলে ব্যবস্যা টিকিয়ে রাখটা মুশকিল হয়ে যায়। তবে আমাদের এই সফটওয়্যারটি কপি করে বিক্রি করে কোন দোকানি লাভবান হতে পারেনি, করন এটি এমন ভাবে সুরক্ষিত যা আপনি সংগ্রহ করলেও চালাতে পারবেন না আমাদের ছাড়া। একারনে আমাদের এটি অন্যান্য বাংলা সফটওয়্যারের মত পাইরেসি হয়নি। তাই এর সুরক্ষার জন্য় আপনাদেরকেও কিছু পথ অবলম্বন করতে হবে।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমার ব্লগে থেকে গিয়ে ডাউনলোড বাটনে কিল্ক করুন।
এরপর সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে আমার কাছে [email protected] মেইল করুন আমি আপনাদের পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে জানিয়ে দিব। যদি আপনার সিরিয়াল নাম্বারের আগে ( - ) মাইনাস চিহ্ন আসে তাহলে আমাকে (-############) লিখে মেইল করুন আমি অনুরুপ মেইল আপনাকে পাঠিয়ে দিব্। আর মাইনাস ছাড়া সিরিয়াল নাম্বার আসে তাহলে মাইনাস ছাড়া পাঠাবেন যেমন: (############) । মনে রাখবেন এটা শুধু একবার ব্যবহার করার জন্য, প্রতি বার ইনষ্টল এরপর আপনার কাছে নতুন সিরিয়াল আসবে আর আমি আপনাকে নুতুন পাসওর্য়াড দিব। কেউ যদি খুব জরূর মনে করেন তাহলে আমার ব্লগে মোবাইল নম্বর রেয়েছে ফোন করতে পারেন।
ইনশাল্লাহ সবাই ভলো থাকবেন, সে আসাকরে আমি আমার টিজ টি সম্পন্ন করছি.
মাহমুদুল ইসলাম (মামুন)
ওয়েব ডেভলোপার
আমি Mamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hum vi daki hoy ki na………….