উইন্ডোজ এর রেজিস্ট্রির কারনে দেখা যায় অনেক সমস্যা দেখা দেয়, যেমন ইনভেলিড ও ইম্পটি রেজিস্ট্রির কারণে সিষ্টেম স্লো হয়ে যায় ষ্টার্টআপ এবং সাটডাউন সময় বেশি নেয় এবং আরও অনেক সমস্যা দেখা দেয় এসব সমস্যা থেকে রেহাই পাওয়ার আমি আপনাদের একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব, হয়ত অনেকেই সফটওয়্যারটি ব্যাবহার করেছেন যারা ব্যাবহার করেননি তারা একবার ব্যাবহার করে দেখতে পারেন সফটওয়্যারটি অনেক রেজিস্ট্রি ফিক্স করতে পারে, যেমন
1. COM/ActiveX Entries
2. Uninstall Entries
3. Font Entries
4. Shared DLLs
5. Application Paths
6. Help Files Information
7. Windows Startup Items
8. File/Path References
9. Program Shortcuts
10.Empty Registry Keys
11.File Associations
এই সফটওয়্যারটি ব্যাবহার করাও খুব সহজ, সফটওয়্যারটি ওপেন করে scan অপশনে গিয়ে start scan বাটনে প্রেস করলেই scan শুরু হবে scan শেষ হবার পর next এ প্রেস করুন এবার fix errors এ প্রেস করলেই আপনার কম্পিউটারে error রেজিস্ট্রিগুলো fix হয়ে যাবে।
এবার আসুন একটু কষ্ট করি, সফটওয়্যারটি আসলে ফ্রিওয়্যার না আমি অনেক কষ্ট করে এর crack টি সহগ্রহ করেছি। যাইহোক
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে ফাইলটি সেটআপ করুন
এবার ট্যাস্কবার এর ট্রে থেকে regcure আইকনটির ডানপাশে ক্লিক করে exit করুন
এখান থেকে crack ফাইলটি ডাউনলোড করুন
এবার crack ফাইলটি ইনষ্টলেশন ফোল্ডার যেমন C:\Program Files\RegCure এই ফোল্ডারে paste করুন( ম্যসেজ আসলে ইয়েস দিন মানে replace করুন ) ব্যাস কাজ শেষ এবার ডেস্কটপ থেকে ওপেন করে scan শুরু করুন
বি:দ: scan অপশনে গিয়ে font entries অপশনটি থেকে ঠিক চিহ্নটি তুলে দিবেন কেননা আমরা সবাই কম্পিউটারে বাংলা ইউজ করি সেক্ষেএে font entries অপশনটি ইউজ আপনার ডিফল্ট করা বাংলা ফ্রন্টটি change হয়ে যেতে পারে।
আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂