অনেকেই অনেক সময় রেপিড শেয়ার কে ফাকি দেবার জন্য অনেক ট্রিকস দিয়েছেন, আমিও ঘুরতে ঘুরতে জটিল একটি ডাউনলোডার এর সন্ধান পেয়ে গেলাম, আমি কয়েকদিন ব্যাবহার করে দেখেছি আসলেই কাজ করে সফটওয়্যারটি রেপিডশেয়ার সহ আরও বেশ কয়েকটি সাইট থেকেও ডাউনলোড করতে পারে কোন প্রকার ওয়েটিং ছাড়া
সাইটগুলো হচ্ছে
1. Rapid share
2. Megaupload
3. Megashare
4. Depositfiles
5. Vip-file
6. Badongo
7. Uploadbox
8. Uploading
9. Netload
10. Hotfile
এবং আরও কয়েকটি
এই লিংক থেকে ডাউনলোডারটি ডাউনলোড করে নিন, এবার ইনষ্টল করুন, account অপশন থেকে login এ ক্লিক করুন নতুন একটি উইনডো আসবে এবার লক্ষ করে দেখুন e-mail text box এর উপরে new user নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এবার রেজিষ্ট্রেশন করার জন্য আপনার google mail আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন কিছুক্ষনের মধ্যে আপনার gmail account এ একটি মেইল আসবে আপনি আপনার gmail account এ গিয়ে মেইল চেক করুন দেখবেন downloader software এর সাইট থেকে আপনাকে একটি মেইল করা হয়েছে মেইলটি ওপেন করে confirmation link এ ক্লিক করে রেজিষ্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করুন । এবার সফটওয়্যারটি ওপেন করে e-mail এবং password দিয়ে লগিন করুন,আর ডাউনলোড করতে থাকুন
একটা কথা বলে রাখা ভালো নতুন রেজিষ্ট্রেশন করলে ওরা ৯০ ক্রেডিট দেয় ক্রেডিট শেষ হয়ে গেলে আপনাকে আবার নতুন একটি g-mail এক্যাউন্ট দিয়ে রেজি: করে নিতে হবে
কি ভাবছেন অনেক বড় প্রসেস... আসলে তা না আমি বিস্তারিত লিখেছি বলে প্রসেসটা বড় লাগছে এখানে মাএ তিন - চারটা কাজ একবার করে দেখুনতো কতক্ষন লাগে ।
আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂