ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৮)

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি ইদানিং ফেসবুকের উপর খানিকটা বিরক্ত। আমাদের দেশে যারা ব্যাক্তিগত ভাবে ইন্টারনেট ব্যবহার করেন তার খুব সামান্য অংশ আনলিমিটেড ইউজার। বেশীরভাগ মানুষেরই একটি নির্দিষ্ট বাজেট থাকে। আর এ কথা অস্বীকারের উপায় নেই যে ফেসবুক প্রায় সবাই ব্যবহার করেন। অনেকে আছেন যাদের জগৎ ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ। আমার রাগটা হলো ফেসবুকে ইদানিং অনেক ভারি ভারি বিজ্ঞাপনের ভির। এগুলো খুব তারাতারি মোডেম, ওয়াইম্যাক্স কিংবা মোবাইল ইন্টারনেটের লিমিট শেষ করতে ওস্তাদ। বাজে আড্ডাবাজির চেয়ে ফেসবুকে আড্ডা দেয়া ভালো। অনেক মানুষ আছে যারা ফেসবুক থেকে ইন্টারনেটে নিয়মিত থাকার অভ্যেস করেছেন। পরবর্তিতে ইন্টারনেট বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। আগে খারাপটা চেখে দেখা ভালো এতে খারাপটা হজম হয়ে যায় নতুবা খারাপের দিকে মনটা সবসময় দৌড়বেই।

ছবির সাথে কিছু কথাবার্তা যুক্ত করে দিয়েছি আপনাদের আনন্দ দেবার জন্য। অনেক অনেক টিউমেন্ট, কমেন্ট, মন্তব্য, বাণী ও কথার ফুলঝুড়ি আশা করছি।

যেহেতু এগুলো ফেসবুক রাজ্যে কুড়িয়ে পাওয়া তাই এর কোনো বাণী ও বানানের দ্বায়ভার টিউনারের না। তবে ছবি সিলেকশনের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপনাদের কোনো উপকারে লাগলে কৃতার্থ হবো।

কোন আপত্তি থাকলে অকপটে বলবেন আমি সরিয়ে নেব। "ফেসবুক থেকে কুড়িয়ে পাওয়া ছবি" আগের টিউন গুলোর মতো এই টিউনটিও উৎসর্গ করা হল সেই সব নাম না জানা মানুষদের যারা এই ছবিগুলোর স্রষ্টা।

১.

২.

কি?

৩.

আরো কিছু কি যোগ করা যেতো না?

৪.

 নিমন্ত্রনকারী  সবাইকে খিচুরী খাওয়াতে পারবেন তো?

৫.

যা নেই তা নিয়ে কবিতা লিখে লাভ কি। যা আছে তাই নিয়ে লিখুন।

৬.

দারুন বিজ্ঞাপন। আমি তো  মনের ঘর বিক্রি করতে চাই। রেখে দিয়েছি জমির মতো যদি এক বছরে  দ্বিগুন দাম হয়ে যায়।

৭.

দারুন। এই গাছটির সাথে আরও কিছু গাছ থাকলে আরো মানাতো। ড্রইং রুমে খেজুর গাছ। বাচ্চারা নিজের ঘরে বসেই গাছের উপর নাম খোদাই করতে পারতো কষ্ট করে পার্কে যেকে হতো না।

৮.

বাহ্!!! এই আহব্বানে সারা দিয়ে যদি মোমবাতি হয়ে যাই। আস্তে আস্তে মোমবাতি সমাজ হবে। সমাজে একজন প্রধান মোমবাতি হবে। সেই প্রধান মোমবাতিকে সবাই মানবে না। শুরু হবে যুদ্ধ, মারামারি, কটাকাটি, গালাগালি ইত্যাদি। তার মানে যে লাউ সেই কদু। যে বিশ সেই কুড়ি। দরকার নেই মোমবাতি হবার যা আছি তাই ভালো।

৯.

এই একটি মাত্র বিষয়ে আমার মন্তব্য ভাষা খুঁজে পায় না।

১০.

পরিক্ষিত। ভুয়া না। এটি নিয়ে টিউন করা যেতো।

১১.

যে বেচারা পোষ্টটি ফেবুতে করেছিলো তার হয়তো এরকম ব্যান্ডিস নিতে হয়েছিলো।

১২.

আমার মনে হয় কথাটি অবাস্তব নয়।

১৩.

৫ মিনিট না, উত্তর পেতে ৫০ বছর লাগলেও প্রশ্ন করা ভালো।

১৪.

আপনারা বলুন?

১৫.

'হ্যা' কিংবা 'না' কোনটা বলতে পারছি না। ভালোবাসা আসলে কি?

আগের পর্বগুলো দেখতে-

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৭) 

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৬)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৫)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৪)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৩)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-২)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-১) 

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৮ নং টা বেশ পছন্দ হলো 😛

ভাই ফেইসবুক পেজ গুলায় এই গুলা দেখতে দেখতে অস্থির!! আপনিও অস্থির না করলে পারতেন।

Level 2

চালিয়ে যান ভাই । এটার কোন শেষ পর্ব চাইনা । ধন্যবাদ

Level 0

vai a rokom jaigai faltu post na kora thaka jaina

    Level 0

    @mhasan31: asif vai aigulu post ei kore.faltu post kore

    @mhasan31: একজন ব্লগার যদি তার পাঠকদের চাহিদা এড়িয়ে যায় তিনি আর যাই হোক সফল ব্লগার নয়। এত মানুষের ভিরে আপনার মত দু’একজনের অপছন্দ হলে কিছু যায় আসে না। ধন্যবাদ!!!!

adblock plus use koren… 😉
ami toh kortasi…… techtunes er ads o dekhay na. 😉 :p

বাল্য বিবাহ এর কেস খাইবেন দেখতাসি!!
১৫ বছর এ বিয়া??? 😡

Level 0

wow, nice colection, carry on……

১১ নাম্বারটা আলাদা।এডব্লক প্লাস ব্যবহার করেন তাহলে কোন এড থাকবে না।এই লিঙ্ক থেকে ফায়ারফক্সের জন্য ( https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/ )

Level New

apnar sobgulo Facebook theke kuriye pawa tune er chorom vokto ami

I like all of the posts have been

Level 0

চালিয়ে যান ভাই

7 and 13 was really Great ^_^
Thanks for an Awesome post

৭ নং আর ১১ নং টা ভালো লেগেছে। আর বিয়েতো ভাই ২৬-৩০ মধ্যেই করব আল্লাহ্ যা রাখে কপলে ।