যাদের আনলিমিটেড নেট আছে তারা প্রায়ই নেট থেকে নতুন নতুন মুভি নামিয়ে দেখতে পছন্দ করেন। আমিও এর ব্যতিক্রম নই। এখন প্রায় সব মুভি সেয়ারিং সাইটেই মিডিয়াফায়ারের লিংক ও সাথে কিছু মেরর লিংক দেয়া থাকে। মিডিয়াফায়ার থেকে ডাউনলোড অনেক সহজ এবং রিজিউম সাপোর্ট থাকায় বেশিরভাগই এখান থেকে ডাউনলোড করেন। তবে গত কয়েকমাস থেকে মিডিয়াফায়ার ফাইল মুছে দেয়ার আলটিমেট ওস্তাত হয়ে গেছে। ফলে এখনকার প্রায় প্রতিটি মুভি সেয়ারিং সাইটেই মিডিয়াফায়ার লিংক থাকলেও বেশিরভাগ লিংকই ডেড হয়ে যায়। এছাড়াও SOPA, PIPA, DMCA ইত্যাদির কারণে কয়েকটি দারুন দারুন ফাইল সেয়ারিং সাইট বন্ধ হয়ে গেছে (যেমনঃ Filesonic, Megaupload ইত্যাদি)। ফলে এখন মুভি সেয়ারিং সাইটগুলির এ্যাডমিনরা Jambofiles, Rapidshare, filefactory, Uploaded.to, Bzlink ইত্যাদির ফাইল সেয়ারিং সাইটগুলির প্রতি ঝুকে পড়ছেন।
এখানকার মধ্যে Jumbofiles, Rapidshare ও Bzlink থেকে ডাউনলোড সহজ হলেও স্পীড কম পাওয়া যায়। আর filefactory ও Uploaded.to এর কথা নাই বা বললাম। যাহোক এসব সমস্যা সমাধানের জন্য নেটে অনেক প্রিমিয়াম লিংক জেনারেটর পাওয়া যায়। এরমধ্যেও আবার ঝামেলা ! বেশিরভাগ সাইটের এ্যাড দিয়ে ভরা এবং ইউজার ফ্রেন্ডলি নয়।
আমারও আনলিমিটেড নেট কানেকশন থাকায় আমিও প্রায়ই মুভি ডাউনলোড করি। ফলেই আমাকেও এরকম সমস্যার মুখোমুখি হতে হয়। আমার কালেকশনে বেশ কয়েকটি প্রিমিয়াম লিংক জেনারেটর সাইট ও প্রিমিয়াম লিচিং সাইট আছে। তবে এদের মধ্যে আজকে আমার কাছে সবচেয়ে বেশি ভাললাগা সাইটটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
সাইটটির ঠিকানা http://www.presx.com . সাইটটির বয়স অবশ্যি বেশি নয়। এটাতে বর্তমানে মোট তিনটি সাইটের যথাঃ Rapidshare, uploaded.to এবং filefactory এর প্রিমিয়াম লিংক জেনারেট করতে পারবেন।
জেনারেট করবেন যেভাবেঃ
১। প্রথমে এখানে ক্লিক করে সরাসরি লিংক জেনারেটর এ যান।
২। Rapidshare, uploaded.to অথবা filefactory এর লিংক দিয়ে Generate বাটনে ক্লিক করুন
৩। নিচের Generated Links থেকে ডাউনলোড লিংকে ক্লিক করুন আর ফুল স্পীড সহ আজিবন রিজিউম সাপোর্টে ডাউনলোড করুন।
-
বিঃদ্রঃ সাইটটিতে বর্তমানে তিনটি সাইটের প্রিমিয়াম লিংক জেনারেটর আছে। আপনি চাইলে সাইটের এ্যাডমিনকে আপনার প্রয়োজনীয় অন্যান্য সাইট যোগ করার জন্য রিকুয়েস্ট করতে পারেন এখান থেকে।
-
ভাল থাকুন
হ্যাপি ডাউনলোডিং
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
owao, thanks. ami aage ”http://www.freedebrid.fr/download” ei link ta use kortam, kintu ta sobsomoy link generate kortona, tai alternative kichur khoj e chhilam. thanks again :-))