পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আশা করছি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে আমি আমার দেখা সেরা মিডিয়া প্লেয়ার টি শেয়ার করব। এই মিডিয়া প্লেয়ার টির নাম QQ player। এই প্লেয়ার টির মাধ্যমে আপনি যেকোনো ফরম্যাটের ভিডিও এবং অডিও ফাইল চালাতে পারবেন। খুবই চমৎকার একটি মিডিয়া প্লেয়ার। এতে রয়েছে আরও জটিল কিছু ফিচার। এখানে আপনি সাউন্ড ১০০০ পর্যন্ত করতে পারবেন। যাদের Laptop এ সাউন্ড কম তাদের জন্য এই প্লেয়ারটি বেশি উপকারী হবে। ভিডিও চলন্ত অবস্থায় আপনি তার থেকে ছবি ক্যাপচার করতে পারবেন। তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন। নিচে কিছু screenshot দেওয়া আছে। এই সফটওয়্যার মাত্র ২৩ MB
আমি এই টিউনটি আগে হয়েছে কিনা তা অনেক খুজে দেখেছি পাইনি। কেউ যদি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই সাইটে আমি একজন ছাত্র। তাই এখানে এসেছি শিখতে এবং যা জানি তা শেয়ার করছি... সময় ফেলে ঘুরে আসতে পারেন আমার ব্লগে
আমি সাইফুল্লাহ আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এরকম অনেক প্লেয়ার ডাউনলোড দিছি কিন্তু ছাড়া একটাতেও শান্তি পাই না 🙁 । দেখি এটা টেস্ট করে 🙂
ভাই hahaisoft universal player ইউজ করে দেখেন এর মত user friendly প্লেয়ার আর নাই। তবে subtitle load e problem kore.