আসসালামুয়ালাইকুম , প্রিয় টিটি এর ভাই এরা টিটিতে এটা আমার প্রথম পোস্ট , তাই এই পোস্ট টি আগে হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
যাই হক এবার টিউনে যাই ।
ড্যান ব্রাউন এর দি ভিঞ্ছি কোড এর নাম শুনেনি এই রকম মনে হয় কম মানুষী আছে ।
ড্যান ব্রাউন একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক ।
পৃথিবী ব্যাপী আলরন তুলা দি দা ভিঞ্ছি কোড তার লেখা । এটি ২০০৩ সালে প্রকাশিত হয় এবং সর্বাধিক বিক্রিত উপন্যাস । ইতিমধ্যে এই বই নিয়ে একটি ছবিও বের হয়েছে । ইংরেজি বইটি হয়ত অনেকে পরে ফেলেছেন । কিন্তু আমার মত যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম বইটির বাংলা অনুবাদ ।
বইতি এখনি ডাউনলোড করে নিন । আর পরার পর অবশ্যই আপনার মতবাদ দিবেন ।
পোস্টটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত ।
আমি aristocrat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি ধন্যবাদ শেয়ার কয়ার জন্য।