ইন্টানেট ডাউনলোড ম্যানেজার মানে আই.ডি.এম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই।
এর আগেও আপনার সাথে শেয়ার করা হয়েছে । তবে এখন যেটা এনেছি তা হলো 7.1 ফুল ভার্সন যা এখনো রিলিজ হয় নি । নতুন ভার্সনটিতে কি কি সুবিধা যোগ করা হয়েছে এখোনো সঠিক ভাবে বলতে পারছি না; তবে আমি দেখলাম এর বাটনগুলো 3D আকার করছে; যা অনেক সুন্দর দেখাচ্ছে।
সব চেয়ে বড় সুবিধা হল এটিতে কোন সিরিয়াল এর প্রয়োজন হবে না। এটি ফুল এ্যাকটিভ।
এটা ইনষ্টল করার পূর্বে যা যা করতে হবে >>
১। আগে থেকেই আইডিএম ইনষ্টল করা থাকলে তা রিমুভ করে দিন।
২। সি ক্লিনার বা অন্য কোন টুলস দিয়ে রেজিষ্ট্রি স্ক্যান করে পরিষ্কার করে ফেলুন।
৩। আপনার কম্পিউটার একবার রিষ্টার্ট দিন পরিষ্কার করার পরে
৪। এবার নতুন IDM টা ইনষ্টল করুন অন্য সব সফ্টওয়্যার এর মতোই
৫। আপডেট চাইলে ভুলেও আপডেট দিবেন না।
৬। সবশেষে আরেকবার পিসি রিষ্টার্ট দিয়ে আরামে ব্যবহার করুন
ডাউনলোড লিংক এটি প্রথমে এখানে পোষ্ট করা হয়েছে।
সবধরনের ব্রাউজারে সাপর্ট করাতে আপনাকে যে কাজটি করে নিতে হবে তা হলো
* Download মেনু থেকে Option এ ক্লিক করুন,
* সেখান থেকে General ট্যাব থেকে সবগুলো চেক বক্সে টিক দিয়ে Ok করুন।
ধন্যবাদ সবাইকে………..ভাল থাকবেন।
আমি নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা ফেক IDM না তো ? আমি আগে একবার ধোঁকা খাইছি!