Nokia s40 এই সিরিজের হ্যান্ডসেট গুলোতে থিম তৈরী। এছাড়াও থাকছে আমার লেখা একটি কবিতা।

আজ অনেক দিন পর আবার টিটিতে লিখতে বসলাম। সময় সল্পতার কারণে নিয়মিত লেখা হয় না। কিন্তু আমি নিয়মিত টিটিতে ভিজিট করি। আজকে আপনাদেরকে আমি দেখাব কিভাবে Nokia s40 এই সিরিজের হ্যান্ডসেট গুলোতে থিম তৈরী করতে হয়। এছাড়াও থাকছে আমার বন্ধুদের নিয়ে লেখা একটি কবিতা। এর পূর্বে আমি আপনাদেরকে বগুড়া জেলার একজন প্রতারক এবং একটি ছেলের জীবন কাহিনী দিয়েছিলাম।

তাহলে শুরু করা যাক..............................আজকের টিউনটি। প্রথমত নিচের এই লিংকটি হতে সফ্‌টওয়্যারটি ডাউনলোড দিয়ে নিন।

Download it

এরপর ইন্‌স্টাল দিন। তারপর নিচের এই লোগোটি আসবে। সফ্‌টওয়্যারটি আনরেজিষ্টারেড, ১৪ দিন ট্রায়াল ভারশনে ব্যবহার করতে পারবেন।

এরপর নিচের এই চিত্রের মতো ছবিটি আসবে..............................

চিত্রে 240×320 রেজুলেশন এর একটি Nokia s40 হ্যান্ডসেটের জন্য থিম তৈরী করা হচ্ছে।

1. এখান থেকে আপনারা আপনাদের সেটের স্ক্রিন রেজুলেশন বা সাইজ সিলেক্ট করতে পারবেন।

2. এখানেই এই সফ্‌টওয়্যারটির মূল অপশন গুলো রয়েছে, এখান থেকে আপনার স্ক্রিনের ডিফল্ট স্ক্রিন, মেইন স্ক্রিন, স্ক্রিন সেভার, সাউন্ড, অ্যাপ্‌স স্ক্রিন, মিডিয়া প্লেয়ার স্ক্রিন ইত্যাদি সিলেক্ট করতে পারবেন।

3. যাদের সেটে ইনফ্যারেড ও রে‌্যামিং সার্ভিস নেই তারা IR Active and Roaming এই আইকন গুলোতে টিক চিহ্ন না দিয়ে বাকি সবগুলো আইকনে টিক চিহ্ন দিন। আর Signal এর বাটন মাঝামাঝি এবং Battery এর বাটন উপরে দিয়ে রাখুন।

4. ডান পাশ থেকে আপনার স্ক্রিনটি সিলেক্ট করুন।

এরপর আপনার থিম তৈরী করা হয়ে গেলে Save করার জন্য নিচের চিত্র গুলো লক্ষ্য করুন।

টিউনটি পূর্বে কেউ করিয়া থাকলে আমি তার কাছে ক্ষমাপ্রার্থী। আমার সাথে যোগাযোগ করতে..............................

Email ID       : [email protected]

Facebook ID : http://www.facebook.com/tigerkibria

কেমন আছো

বন্ধু তোমরা আছো কেমন

জানতে চাইনা আমি

শুধু এতোটুকুই বলার ছিলো

কি অপরাধ করেছিলাম আমি

আজ হতে পারে আছি আমি অনেক দূরে

কিন্তু মনটা কেবলি ভাবে তোমাদের নিয়ে

জানি হারানো সেই দিনগুলো ফিরে পাবো না আর

কতো সুখে ছিলাম তোমাদের সাথে নিয়ে

পড়াশুনাতে ছিলাম ভালো

সব বন্ধুর মাঝে ছিলাম শিরোমণি

সামান্য একটু ভূলের কারণে

হলাম আজ সকলে দুষ্টের মণি

জীবনে করেছি অনেক অপরাধ

তোমাদের কষ্ট দিয়ে

তারই শাস্তি পাচ্ছি আমি

নিজের জীবন দিয়ে

অতিতে যদিও করেছি তোমাদের অনেক ক্ষতি

পারিনি করতে নিঃশ্বার্থ বিনিময়ে কোনো উপকার

চাইবোনা তোমাদের কাছে কোনদিন কিছু

ক্ষমাটুকু করো দান এটুকুই আমার আবদার

Level 0

আমি tigerkibria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Download Link দিতে ভুইলা গেছেন।

Thank you the handsome vai