প্রিয় টেক টিউনার ভাই ও বোনদেরকে পবিত্র রমাযানের শুভেচ্ছা। পবিত্র রমাযান মাস চলে আসছে, আমরা সবাই এ মাসে বেশী বেশী ইবাদত এ মগ্ন থাকবো। আর এ সময় যদি এমন একটি সফটওয়্যার পাওয়া যায় যার মাধ্যমে আমরা আমাদের ব্যস্ত সময়ে সহজেই নামাযের ওয়াক্ত আর সেহেরী ও ইফতারের সময় জেনে নিতে পারবো তাহলে কেমন হয়? আপনাদের জন্য উপস্থিত করছি ঠিক তেমনই একটি প্রয়োজনীয় সফটওয়্যার যার নাম Prayertimes। মাত্র ২৮৭ কিল্বাইটের এই সফটওয়্যারটি জাভা সাপোর্ট যুক্ত যেকোন মোবালেই ব্যবহার করা যায় এবং এটি সম্পূর্ণ ফ্রি! দেরি না করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা PrayerTimes.jar ফাইলটিকে আপনার মোবাইল এর মেমরি কার্ড এ কপি করে নিন এবং সেটাপ চালু করুন। আপনার সুবিধামত মেমরি কার্ড অথবা মোবাইলের মেমরিতে ইন্সটল করে নিন। সফটওয়্যারটি ইন্সটল হয়ে গেলে কনফিগার করার জন্য বার্তা আসবে। এখন প্রথমে আপনাকে মহাদেশ>তারপর দেশ>তারপর আপনার শহর কনফিগার করে নিতে হবে। সফটওয়্যারটি চালু হলে Options>Settings>Change City থেকেও আপনি আপনার দেশ ও শহর/বিভাগ ঠিক করে নিতে পারবেন।
এরপর বাংলাদেশের সময়ের সাথে সমন্বয় করতে Options>Settings>Prayer Method এ যেয়ে University of Islamic Sciences, Karachi সিলেক্ট করে Save করুন। আর পেয়ে যান সারা বছরের নামায, রোযা, সেহেরী ও ইফতারের সময়সূচী।
সেহেরীর শেষ সময় = ফজরের নামাযের ওয়াক্ত শুরুর সময়।
ইফতারের সময় = মাগরিবের নামাযের ওয়াক্ত শুরুর সময়।
সফটওয়্যারটির মূল ওয়েবসাইটঃ http://www.guidedways.com
লেখাটি আগে এখানে প্রকাশিত হয়েছেঃ http://islamerpoth.wordpress.com/
সবাইকে আবারো রমাযানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আগে কেউ এই সফটওয়্যারটি নিয়ে টিউন করে থাকলে তার কাছে ক্ষমা চাইছি।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://carifahmad.blogspot.com
হিহিহিহিহি