স্কাইপি অফলাইন ইন্সটলার ডাউনলোড লিঙ্ক + স্কাইপি নিয়ে কিছু ফান

আসসালামুয়ালাইকুম

স্কাইপি এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। অনলাইনে ফ্রী ভয়েস বা ভিডিও চ্যাটের জন্য স্কাইপি এর মত সুবিধা সম্পন্ন বিকল্প সফটওয়্যার নেই বলেও চলে। এর পেইড সুবিধা আছে যা দিয়ে স্কাইপি ক্রেডিট লোড দিয়ে মোবাইলেও কথা বলযায়। এটি এতই জনপ্রিয় সফটওয়্যার যে টেক জায়ান্ট মাইক্রোসফট এটিকে কিনে নেয়ার লোভ সামলাতে পারেনাই। এই সম্পর্কে একটা জোকস আছে,

“শিরনামঃ স্কাইপি কিনে নিল মাইক্রোসফট।
স্কাইপি ইউজারঃ বিল গেটস মনে হয় ভুল করে এত বিশাল আমাউন্ট স্কাইপি ক্রেডিট লোড দিয়েছেন যে স্কাইপি কোম্পানি বাধ্য হয়ে গেটস কে কোম্পানি ছেরে দিয়েছে।”

আজ থেকে ৫ বছর আগেও দেশের ব্যান্ডউইথ স্পীড কম থাকায় স্কাইপি ইউজ করা কল্পনাও করা যেত না, কিন্তু এখন স্কাইপি টেকনোলজি আপডেট হওয়ায় মিনিমাম ১২৮কে.বি.পি.এস এ ভাল ভয়েস চ্যাট ও ২৫৬কে.বি.পি.এস এ ভিডিও চ্যাট এবং ১এম.বি.পি.এস এ কোন রকম বাফারিং ছাড়াই স্কাইপি ইউজ করা যাচ্ছে। ওয়াইমাক্স এর ১জিবি ১এম.বি.পি.এস স্পীড প্যাকেজে প্রায় ১২০ মিনিট পর্যন্ত ভিডিও ও ২০০ মিনিটের মত ভয়েস চ্যাট করা যায়। যাদের আত্মীয়-স্বজন বিদেশে থাকে তাঁদের জন্য স্কাইপি এর চেয়ে কম রেটে কথা বলার উপায় নেই। আমার বড় বোন দুলাভাই এর সাথে বিডি টু স্পেন ৪৫টাকা মিনিটে কল করত এর পরে আমি তাঁদের স্কাইপি ব্যাবহার করতে বললাম।

প্রেমিক-প্রেমিকাদের কাছেও স্কাইপি ব্যাপক জনপ্রিয়। এক বন্ধু পড়াশুনা করতে গেছে অস্ট্রেলিয়াতে আর ওর গার্লফ্রেন্ড গেছে নিউজিল্যান্ডে। প্রেম মানে না দূরত্ব তাই ডিনারের সমায় দুইজন এক সাথে খবার নিয়ে স্কাইপিতে বসে মাঝে শুধু আধা ঘণ্টা সময়ের ব্যাবধান।(লুল) 😀
বাংলাদেশের প্রেমিক-প্রেমিকারাও হাজার হাজার টাকা মোবাইলে লোড না করে কম টাকায় অ্যান্ডড্রয়েড মোবাইল কিনে ৩০০টাকায় ১ জিবি প্যাকেজ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলুন(যেহেতু সবার পক্ষে স্কাইপি ক্রেডিট কেনা সম্ভব না), আর পিসিতে ব্রডব্যান্ড নেট থাকলে ২৪ ঘণ্টাই কথা বলুন।(লুল) :mrgreen:
আফসোস হয় বাংলাদেশের মানুষ স্কাইপি এর এত ভক্ত বাট এই দেশ থেকে স্কাইপি এক টাকাও রেভিনিউ অর্জন করতে পেরেছে কিনা সন্দেহ।(লুল) 🙄

এবার আসি কাজের কথায় , আমাদের শখের স্কাইপি সফটওয়্যারটির ইন্সটলেশন ফাইল অনলাইন হওয়ার কারনে প্রতিবার ইন্সটল করার সময় বারবার ডাউনলোড করতে হয়। আপনারা অনেকেই হয়তো এই প্রবলেম ফেস করেছেন।
কিন্তু আমরা অনেকেই হয়তো জানিনা যে আমাদের প্রিয় সফটওয়্যারটির অফলাইন ভার্সনও কিন্তু স্কাইপি এর অফিসিয়াল রিলিজ আকারেও পাওয়া যায়। যাস্ট, এই লিঙ্কটিতে ক্লিক করুন (স্কাইপি অফিসিয়াল লিঙ্ক) স্কাইপি অফলাইন ইন্সটলার ডাউনলোড করুন, নিজে ব্যাবহার করুন বন্ধুদের সাথে শেয়ার করুন, ভবিষ্যতে আবার ইন্সটল করতে চাইলে ঝামেলা মুক্ত ব্যাকআপ রাখুন।

আজ এই পর্যন্তই, ভবিষ্যতে এরকম আরও টিউন নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই প্রত্যাশায় রইলাম।

আল্লাহ হাফেজ।

স্কাইপি টিপস:

  •  স্কাইপি এর সাথে ফেসবুক লিঙ্ক আপ করে স্কাইপি সফটওয়্যার থেকেই ফেসবুক চ্যাট/ফেসবুক ভিডিও চ্যাট এবং ফেসবুক হোমপেজ দেখতে পারবেন।
  •  যত লো রেজুলেসনের ওয়েবক্যাম তত ভাল ভিডিও চ্যাট ও কম ব্যান্ডউইথ খরচ হবে।

Level 0

আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই লাগলো ।thanks for your information.

Level 0

Thanks

thank you

আচ্ছা ভাইয়া Symphony ft10 এ Skype সাপোর্ট করবে ????

Level 0

tnx bro

ধন্যবাদ।

আফসোস হয় বাংলাদেশের মানুষ স্কাইপি এর এত ভক্ত বাট এই দেশ থেকে স্কাইপি এক টাকাও রেভিনিউ অর্জন করতে পেরেছে কিনা সন্দেহ । 😛 😛

টিউনটি ভালো লাগলো। আপনাদের জ্ঞাতার্থে, জিপি ইন্টারনেটে স্কাইপি খুব একটা ভালো কাজ করে না।

Level 0

ভাইয়া আমি স্কাইপ নিয়ে একটা সমস্যাই আছি একটু যদি সমাধান দিতেন।
আমার সমস্যাটি আমার একবন্ধুকে আমার লিষ্ট থেকে Block করে ফলেছি। কিন্তু আমার আমার বন্ধুটিকে আর ফিরিয়ে আনতে পারছিনা। আমি কি ভাবে আমার বন্ধুকে আবার ফিরিয়ে আনতে পারি?
আমার বন্ধুকে কিন্তু আমার লিষ্টে মোটেও শো-করছে না………

Level 0

ভালো টিউন। ধন্যবাদ। আমার প্রবাসী ভাই-বোন, বন্ধু, আত্মীয় ২৩ জনের সাথে যোগাযোগের মাধ্যম স্কাইপি। স্কাইপি ব্যবহার করলেও স্কাইপির লাভ আছে।

    Level 0

    @Mask: স্কাইপি ক্রেডিট না কিনলে স্কাইপি এক টাকাও রেভিনিউ অর্জন করতে পারবে না। কারন স্কাইপি কোন রকম অ্যাড পাবলিশ করে না।

Level 0

ভালো হয়েছে।টিউন করার জন্য ধন্যবাদ।