ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৫)

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

ফেসবুক আবেগ প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এ কথা অনস্বীকার্য। মানুষ যতক্ষন জেগে থাকে তাকে কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হয়। মানুষ অলস হতে পারে কিন্তু কোনো মানুষের ব্রেনই অলস না। মানুষের অনেক অনেক কথা থাকে যা পরিচিত কাউকে বলা যায় না। তাইতো অপরিচিতর খোঁজ করে মানুষ। এই অপরিচিত থেকেই বন্ধু হয়ে ওঠা আর বন্ধু এমন এক সম্পর্কের নাম যে সম্পর্কের কাছে সব সম্পর্ক হার মানে। বিশেষ করে মনের কথা খুলে বলার ক্ষেত্রে। দেখুন আমার কাছে আপনারা কত অপরিচিত ছিলেন আর আজ কতো আপন!!!

আমি যতবারই ফেসবুক থেকে কুড়িয়ে পাওয়া নামের ছবি সাঁজিয়ে দিয়েছি ততোবারই আপনারা বলেছেন আরও চাই। তারই ধারাবাহিকতায় আজও দিলাম। দয়া করে মতামত জানাবেন। অনেক ছবি ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারি নি।

কোনো ছবির ব্যাপারে কোনো রকম আপত্তি থাকলে স্পষ্ট জানাবেন। প্রয়োজনে সরিয়ে দেয়া হবে।

আর প্রতিবারের মতো এই টিউনটিও উৎসর্গ করা হলো সেই সব নাম না জানা মানুষদের যারা এই ছবিগুলোর স্রষ্টা।

দেখুন তাহলে আজকের কালেকশন ----

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

১৮.

১৯.

২০.

২১.

২২.

২৩.

২৪.

২৫.

২৬.

২৭.

২৮.

২৯.

৩০.

৩১.

৩২.

৩৩.

৩৪.

৩৫.

৩৬.

৩৭.

৩৮.

৩৯.

৪০.

৪১.

৪২.

৪৩.

৪৪.

৪৫.

৪৬.

৪৭.

৪৮.

আগের পর্ব সমূহ দেখুন :

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৪)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-৩)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-২)

ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছবি :: মন দিয়ে দেখুন!!! (পর্ব-১)

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা। 

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবগুলোই সুন্দর ! তবে ৫,১৩,২৫ এই তিন টা খুব বেশি পছন্দ হয়েছে !

সব গুলো ভালো লেগেছে শুধু ১৩ নম্বর টি ছাড়া

অসাধারন।এরমধ্যে অনেক ছবি দেখেছি আবার অনেকগুলো দেখিনি।তবে সবচেয়ে বেশী ভালো লেগেছে ৩৩ নং ছবিটি।শিউরে ওঠার মত ছবি।

    @প্রবাসী ভাই: সৃষ্টি কর্তা আপনার চোখ দুটি দিয়েছেন শুধু টেকনোলজির ভাল সৃষ্টি গুলো দেখার জন্য। ইস!!! আমি যদি এমন হতাম। আমার মন বোধহয় খানিকটা সনাতন টাইপের। আপনার জন্য শুভকামনা!!!

ভাল লাগল ধন্যবাদ আপনাকে

জটিল হইছে । আরো ছবি দেখতে চাই ।

    @জ্ঞান-অন্বেষী: আপনাকে এত পরে দেখে হেমন্তর একটি গান মনে পড়ে গেল। গানটি শুনুন-
    “কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো”…………………….আ……….আ…………..আ……….লা……….লা…………..লা………..লালালা……………

কোনগুলো ভালো লেগেছে বলব না।তবে চার ধর্মের চারটা হাত একসাথে ঐটা খুব ভালো লেগেছে।আমি আর কিছু জানি না সব সত্যের উপর একটা কথাই জানি ” ১ টাই পৃথিবী,৭টা মহাদেশ,১৯৬টি দেশের ঐ সীমানায় থাকা সাদা,কালো আর বাদামি রঙের মানুষগুলো আর তাদের আপন বিশ্বাস রাখা ধর্মের চাদরের নিচে আমাদের সবার ভিতর একটাই রক্ত,লাল।আমাদের পরিচয়টাও তাই ধর্মের উপরে ‘আমরা মানুষ’।”

    @Ochena Balok: আপনার এই টিউমেন্টে আমি চমকে উঠেছি। আপনার পছন্দের সাথে আমার পছন্দের মিল আছে।
    “বলতে পারিস জগৎ পিতা,
    ভগবানের কোন সে জাত?
    কোন ছেলের তার লাগলে ছোয়া,
    অসুচী হয় জগন্নাথ।
    ওরে ভগবানের জাত যদি নাই,
    তোদের কেনো জাতের বড়াই ।
    জাতের নামে বদজাতী সব-
    জাত জালিয়াত খেলছো জুয়া (নজরুল)”

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: শেষ করে দেই!

      “ছুলেই তোর জাত যাবে জাত নয়ত ছেলের হাতের মোয়া!” 👿

        @নিয়াজ মেহেদী খান: দারুন। কাজী সব্যসাচী (নজরুলের বড় ছেলে) চমৎকার আবৃত্তি করেছেন।
        “আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো,
        কৃষ্ণ খুঁজি মন্দিরে।
        আমি মসজিদে যাই আল্লাহর খোঁজে,
        খুঁজি না তো অন্তরে।। ” (পরীক্ষিত বালা)

          @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: রবীন্দ্রনাথের চারটা লাইন দিয়ে দিলাম যদিও পোস্টের সাথে খুব মিল নেই

          “ওগো তুমি নিরুপম,
          হে ঐশ্বর্যবান,
          তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান–
          গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
          হে বন্ধু, বিদায়। ”

          সব ধর্মের একটাই মূলকথা মানবিকতা আর বিশ্বাসটা মনে থাকাই ভালো

দারুন কালেকশান
ধন্যবাদ
আরও ভালভাল ছবি দেখতে চাই।

Level 0

darun bro.

৪০ সবচেয়ে ভালো। 😉

ধন্যবাদ

বালা অইছে

14 is awsome isss amr jodi amon akta bari thakto tomak invt kortam…:P r 24 is the best… Nyc collection asif vaia 🙂 darikore comt korlam cz of time…