আশা করছি সবাই ভাল আছেন। এটা আমার জীবনের প্রথম টিউন। সবার ভাল লাগবে এই প্রত্যাশায় টিউন টি করছি।
আমরা কারো সাথে দূরে video call করার সময় অনেকেই Skype দিয়ে call করি। কারন free video call করার জন্য এটা অনেক ভাল মানের একটা software. তবে কারো হয়তবা ইচ্ছা হতে পারে তার প্রিয়জনের video টি record করে রাখার।
তাই আমি আজ আপনাদের কে দিব এমন একটা software যা দিয়ে আপনি আপনার প্রিয়জনের video বা audio বা তার সাথে নিজের video বা audio record করে রাখতে পারবেন। তাছারা এর মাধ্যমে auto reply বা auto call recording ও করা যায়। 🙂
Software টির নাম Evaer.
প্রথমে এই link থেকে software টি download করে install করে নিই।
প্রথমে skype ওপেন করলে উপরের window টি দেখা যাবে।
এরপর skype এ উপরের massage টি আসলে allow acess এ click করুন।
কিছুক্ষন পর উপরের window টি দেখা যাবে।
তার মানে evaer এখন skype video record করতে প্রস্তুত। record button এ press করলেই record শুরু হয়ে যাবে।
option এ click করলেই উপরের window টি আসবে।
Automatically record calls: এখানে মার্ক করলে আপনার call টি স্বয়ংক্রিয় ভাবে record হবে।
Manually record calls: এখানে মার্ক করলে আপনার call টি কেবল মাত্র record button এ press করলে record হবে।
আপনি কিভাবে video টি record করতে চান, তা এখান থেকে নির্ধারণ করুন।
এখান থেকে recorded vedio তে কার voice record হবে তা নির্ধারণ করা যাবে।
এছারা আপনি startup এ evaer icon এ right click করে auto reply option টি নির্ধারণ করতে পারেন।
ভাল লাগলে জানাবেন।
আমি shuvo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Excellent work bardy.