আপনি কি Skype এর ভিডিওটি রেকর্ড করতে চান? খুবই সহজ।

আশা করছি সবাই ভাল আছেন। এটা আমার জীবনের প্রথম টিউন। সবার ভাল লাগবে এই প্রত্যাশায় টিউন টি করছি।

আমরা কারো সাথে দূরে video call করার সময় অনেকেই Skype দিয়ে call করি। কারন free video call করার জন্য এটা অনেক ভাল মানের একটা software. তবে কারো হয়তবা ইচ্ছা হতে পারে তার প্রিয়জনের video টি record করে রাখার।

তাই আমি আজ আপনাদের কে দিব এমন একটা software যা দিয়ে আপনি আপনার প্রিয়জনের video বা audio বা তার সাথে নিজের video বা audio record করে রাখতে পারবেন। তাছারা এর মাধ্যমে auto reply বা auto call recording ও করা যায়। 🙂

Software টির নাম Evaer.

প্রথমে   এই     link থেকে software টি download করে  install করে নিই।

চলুন এবার দেখে নেই কিভাবে evaer কাজ করে ..................

প্রথমে skype ওপেন করলে উপরের window টি দেখা যাবে।

এরপর skype এ উপরের massage টি আসলে allow acess এ click করুন।

কিছুক্ষন পর উপরের window টি দেখা যাবে।

তার মানে evaer এখন skype video record করতে প্রস্তুত।  record button এ press করলেই record শুরু হয়ে যাবে।

এবার দেখে নেই এতে কি কি option আছে।

option এ click করলেই উপরের window টি আসবে।

১। General:

  Automatically record calls: এখানে মার্ক করলে আপনার call টি  স্বয়ংক্রিয় ভাবে record হবে।

  Manually record calls: এখানে মার্ক করলে আপনার call টি কেবল মাত্র record button এ press করলে record হবে।

২। Video recording mode:

আপনি কিভাবে video টি record করতে চান, তা এখান থেকে নির্ধারণ করুন।

৩। Audio settings:

এখান থেকে recorded vedio  তে কার voice record হবে তা নির্ধারণ করা যাবে।

এছারা আপনি startup এ evaer icon এ right click করে auto reply option টি  নির্ধারণ  করতে পারেন।

ভাল লাগলে জানাবেন।

ধন্যবাদ।

Level 0

আমি shuvo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Excellent work bardy.

ভাল লেগেছে। ধন্যবাদ।

Level 0

Khub sundor post vaia…thanks a lot

অনেক ভালো পোষ্ট। ভাল লেগেছে। আমার Skype id=emrul.ptk

Level 0

@shuvo ভাই কাজের সফটওয়্যার কিন্তু এটা ট্র্যায়াল ভার্শন 🙂

>>> নীচের লিঙ্ক থেকে কীজেন ডাওনলোড করে ফুল ভার্শন করে নিন http://dl.dropbox.com/u/60744371/software/Evaer.keygen.zip

    Level 0

    @অপু: ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর পোষ্ট । চালিয়ে যান।

খুব ভাল হয়েছে আমি রেকর্ড করতে পারব। my id suman.sikder

khub valo jinis.
Thanks.

মজার জিনিস তো।খুব সুন্দর ভাবে উপস্থাপন এর জন্য অসংখ্য ধন্যবাদ।,

ধন্যবাদ …যার সাথে কথা বলব সে কি বুঝতে পারবে??

Level 0

nice job!expecting more new post.

    Level 0

    @smrity: thanks a lot. তোমার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগল। আশা করছি next আরও ভাল post দিব। আবার ও ধন্যবাদ।

Level 0

সুন্দর হয়েছে।ধন্যবাদ///*

    Level 0

    @marahim: আপনাকে ও ধন্যবাদ।

Level 0

it works.wow!!!

Level New

ভাল একটা সফট, ধন্যবাদ।

Can anybody give me the full version or its activation key?..needs very urgently

full versioner key ta den na please……………amar khub dorkar….