দেখে নিন আরও কতগুলো ইলুশন ইমেজ

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

ইলুশন ইমেজ নিয়ে বেশ কয়েকটি টিউন করেছি। আপনারা ইনুশনের সাথে আমাকে অভিনন্দিত সেদিনই করেছেন যেদিন আমার টিউনগুলো অন্তর দিয়ে গ্রহন করেছেন। ইলুশন নিয়ে টিউন করার উদ্দ্যেশ্য খুব স্পষ্ট, আর তা হলো আপনাদের মনে যাতে প্রশ্ন জাগে যে কিভাবে এগুলো তৈরি করা হয়। আসলে যে কোনো শিল্পের ট্যাকনিক্যাল বিষয় জানা থাকলে জিনিসগুলো আগের মতো অবাক ইন্দ্রীয় দিয়ে অনুভব করা যায় না ঠিকই কিন্তু সৃষ্টি সুখের নেশা প্রবল হয়। যেমন একজন মিউজিশিয়ান একটি গান শুনলে তার মাথায় কাজ করবে তাল লয় সুর ঠিক আছে কিনা। ইন্সট্রুমেন্ট গুলো কিভাবে ব্যাবহার করা হয়েছে ইত্যাদি। এদিকে খেয়াল রাখতে রাখতে গানের আবেগ তিনি পূর্ণাঙ্গ অনুভব করতে পারবেন না  কিন্তু তিনি তার সৃষ্টি নেশার মাধ্যমে দিয়ে যেতে পারেন কালজয়ী গান।

শুধু যে ছবির মধ্য ইলুশন আছে তা না গানের মধ্যেও আছে। যেমন-

"আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,

দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি"

এই রবিন্দ্র সংগিতের কথায় কেউ প্রেমিকা, কেউ ঈশ্বর আবার কেই নিজের বিবেককে কল্পনা করতে পারেন।

যাই হোক, বেশী বক বক করে যাচ্ছি। ইলুশন গুলো দেখুন এবং এই ছবি গুলোর সৃষ্টি রহস্য জানাতে যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। বুঝতে অসুবিধা হলে একটু কাছে এবং দূরে গিয়ে দেখতে পারেন।

১.

দুই ভাবে দেখা যায় একটু লক্ষ্য করে দেখুন।

২.

দুর থেকে পাহাড় মনে হলেও এখানে মোট কয়টি ঘোরা?

৩.

দূর থেকে মোনালিসা স্পট কাছথেকে সাদা কালো রেখা।

৪.

এখানে মোট কত জন ?

৫.

ভয় নেই ফ্লোরে সার্ক আঁকা।

৬.

ধাঁধায় ভরা ইন্টেরিয়র।

৭.

মোট কতটি সিংহ?

৮.

ফুল সহ টব নাকি কোনো রমণী?

৯.

ছবিটিতে কি কি দেখা যাচ্ছে?

১০.

হাত না হাতি?

১১.

এই হাতির পা কয়টি?

১২.

রমণীর মুখয়াবয়ের আড়ালে মোট কতোজন?

১৩.

মুখ মন্ডল নাকি দৃশ্য?

১৪.

ভালো ভাবে দেখুন তো গাছটির মধ্যে মোট কতোগুলো বাচ্চার ছবি আছে?

১৫.

একটু চেষ্টা করলে আপনার ছবি দিয়েও এরকম ভাবে বানানো সম্ভব।

১৬.

এই ইলুশনটি তৈরী করতে হলে আগে সমান্তরাল রেখা গুলো এঁকে দিতে হবে।

১৭.

দুর থেকে একজন মনে হলেও আসলে কয়জন মানুষ?

১৮.

মোনালিসার এই ছবিটিতে মোট কতগুলো মানুষ ও প্রাণী আছে?

১৯.

দুর থেকে টাকপড়া বৃদ্ধ মনে হলেও আসলে কি কি আছে?

২০.

ফ্লোরটি এমন কেনো?

২১.

কঙ্কাল নাকি স্মৃতি মাখানো একটি ছবি?

 ইলুশন ইমেজ নম্বর দেয়া হলো যাতে আপনারা নম্বর উল্লেখ করে টিউমেন্ট করতে পারেন। যারা আমার আগের ইলুশন নিয়ে টিউন গুলো দেখেননি দয়া করে দেখে নিবেন।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হাফ সেঞ্চুরিতে অভিনন্দন । 😀
আর টিউন ত আগের মতই ফাটাফাটি ।
ধন্যবাদ । 🙂

    @মামুন ভাই: আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে আমি কতগুলো টিউন দিতে পেরেছি তা আমার কাছে মূখ্য না। আপনার কতটুকু গ্রহণ করেছেন কিংবা উপকারে এসেছে সেটাই প্রধান লক্ষণীয়। আপনার প্রতি আমার সকল অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ!!!

অনেক ধন্যবাদ আপনাকে। এমন টিউন আরো চাই।
অভিনন্দন ৫০ তম টিউন এর জন্য

কালের কণ্ঠের সাপ্তাহিক “মগজ ধোলাই” এর কভারে এরকম ইলুশন ব্যাবহার করে। এই ধরনের জিনিস পাইলে শেষটা বুঝা না পর্যন্ত ছাড়তে ইচ্ছা হয় না। পারি আর না পারি, ধাঁধাঁ – রহস্য আমার খুব প্রিয় জিনিস…।।
🙂 আপনার টিউন নিয়ে কিছু বলতে গেলে কম হয়ে যায়, কমেন্ট করতে সাহস পাই না 🙂 Take A Bow..

৫০ তম টিউনের শুভেচ্ছা।আশা করি এগিয়ে যাবেন নিজস্ব গতিতে।
কিছু কিছু আগেই দেখেছি আর কিছু নতুন।নতুন পুরাতন মিলে এখন চোখে শর্ষে ফুল দেখছি তাকিয়ে থাকতে থাকতে।

অভিনন্দন ৫০ তম টিউন এর জন্য 😛
আশা করি আর সুন্দর সুন্দর টিউন পাব!!! 😀

অভিনন্দন ৫০ তম টিউন এর জন্য 😛
আশা করি আর সুন্দর সুন্দর টিউন পাব!!! 😀

মোঃ আসিফ- উদ-দৌলাহ্ এর টিউন সংখা ক্রিকেটিয় স্টাইল
আসিফ *৫০(৪৪)
অর্থাত্‍ আসিফ ভাই ৪৪ বলে (পড়েন দিনে) ৫০ রানে (পড়েন টিউন) অপরাজিত মানে আরো রান (টিউন) হবে । অভিনন্দন আসিফ ভাই । আর ইলুশন গুলাতো জটিল ।

অভিনন্দন ৫০ তম টিউনের জন্য……… বরাবরের মত অসাধারণ টিউন…………একটা প্রশ্ন আসিফ ভাই……নিজের ছবি দিয়ে ১৫ নং ছবিটার মত কিভাবে বানাব???

    @Mashfi sarwar: দুই ভাবে করা যাবে। তবে সহজ পদ্ধতি হল ফটোশপে একটি ছবি আর একটি স্টেপ ইমেজ (কালেকশন করে অথবা নিজে বানিয়ে) এক করে ছবিটাকে একদম জল ছাপের পর্যায়ে নিয়ে এসে দুটোকে এক করে সাদাকালো করে দেয়া। ধন্যবাদ!!!

অসাধারণ টিউন দাদা ।এর মধ্যে ২,৭ এবং ৯ এই তিনটি ছবি কথা জানাছিল বাকি গুলি অসাধারণ ।

মাথা চুলকায় কেন ?

দুর্দান্ত অর্ধশতক পূর্তিতে মারমার কাটকাট অভিনন্দন 😀 😉

Level 0

এতো কষ্ট করে tune করার জন্য ধন্যবাদ।

এবারের ছবিগুলো আগেরগুলোর চাইতে বেশি সুন্দর।আপনার ৫০তম টিউনে আন্তরিক কামনা জানাই আপনি এগিয়ে যেতে থাকুন আপন গতিতে আপন কক্ষপথে।

Level 0

শুভেচ্ছা ও অভিনন্দন অর্ধ শতকের জন্য। শতকের অপেক্ষায়।

Level 0

thanx for 50

৫০ তম টিউন এর জন্য অভিনন্দন! 😀
এইটাও দারুণ!! :mrgreen:

thank you

১৪ নম্বরটা আমার কাছে এক নম্বর লেগেছে। জটিল ছোট নবাব

এক কথায় অসাধারন। একটা প্রশ্ন এগুলো কি আপনার সংগ্রহ করা নাকি তৈরি করা?

    @এম.এইচ.রিয়াদ: ২ টি আমার। বকী গুলো কালেকশন করা। আগের পর্বগুলোর অনেক গুলো আমার তৈরী। ধন্যবাদ ও কৃতজ্ঞতা!!!
    আপনি তো আমার কাছে আমাবস্যার চাঁদের মতো!!!