ব্যবহার করুন অসাধারণ একটি ডাটা রিকভারি সফটওয়্যার (EASUS)

মাঝেমধ্যেই আমরা পিসি সংক্রান্ত বিভিন্ন ঝামেলার কারণে আমাদের মূল্যবান ডাটা কম্পিউটার থেকে হারিয়ে ফেলি।উইন্ডোজ রি-ইন্সটল বা কোনো ফাইল ভুল করে ডিলিট করে দেয়ার মাধ্যমেও আমরা হারিয়ে থাকি আমাদের ডাটা। অনেক সময় ভাইরাসের কারণেও এমনটি ঘটে থাকে। তখন মাথায় হাত দেয়া ছাড়া অন্য কিছু করা থাকে না। তবে যারা এডভান্স ইউজার তারা এমন সমস্যাকে এখন আর সমস্যাই মনে করেন না। আমি নিজেও একবার ডাটা হারিয়ে ভয়ানক বিপদে পরে গিয়েছিলাম। পরে সন্ধান পাই EASEUS Data Recovery Wizard সফটওয়্যারটির। এটি একটি অসাধারণ সফটওয়্যার। কাজে না লাগালে আপনি বুঝতে পারবেন না এটি আপনার জন্য কত মূল্যবান।

এটায় আপনি ডাটা উদ্ধারের জন্য তিনটি অপশন পাবেন। যথা: ডিলিটেড ফাইল রিকভারি, কমপ্লিট রিকভারি এবং পার্টিশন রিকভারি। নামেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অপশনটি কোন কাজ করে। ডিলিটেড রিকভারি দিয়ে আপনি ডিলিট করা ফাইল উদ্ধার করতে পারবেন। কমপ্লিট রিকভারি দিয়ে হার্ডডিস্কের পুরো বা নির্দিষ্ট একটি পার্টিশনের সবগুলো ফাইল উদ্ধার করতে পারবেন। পার্টিশন রিকভারি দিয়ে পারবেন হারিয়ে যাওয়া পার্টিশন উদ্ধার করতে।

 সতর্কতা: সেট আপ ফাইলটি ইন্সটলের সময় খেয়াল রাখবেন যে পার্টিশন থেকে ডাটা উদ্ধার করবেন সেই পার্টিশনে সফটওয়্যারটি ইন্সটল না করে অন্য যে কোনো পার্টিশনে ইন্সটল করবেন। ফাইল উদ্ধারের সময়ও যে পার্টিশনের ফাইল সেই পার্টিশনে সেভ না করে অন্য কোনো পার্টিশনে উদ্ধার করা ফাইলগুলো সেভ করবেন।

আপনাদের জন্য দিয়ে দিলাম প্রফেশনাল ফুল ভার্সন। এটি দিয়ে আনলিমিটেড ফাইল উদ্ধার করতে পারবেন। সফটয়্যারটির মেয়াদও আজীবন। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে : Downlaod From Here

ভালো লাগলে জানাবেন। এটিতে কাজ না হলে তাও বলবেন। আপনাদেরকে আরো দুটি ভালো ফুল ভার্সন ডাটা রিকভারি সফটওয়্যার উপহার দেব ইনশাআল্লাহ।

Level 0

আমি তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই তানভীর , আপনি বলেছিলেন আমি ওই কমেন্ট করার পরও আমার ধর্মকে নিয়ে কেউ কোন কথা বলেনি । আসলে আমি কোন ধর্মের অনুসারী না । হিন্দু ধর্মের প্রতিই আমার রাগ আনেক বেশী কারণ আমি হিন্দু ঘরের সন্তান হয়ে হিন্দু ধর্মের পাশবিকতা সম্পর্কে জানি । কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আমি সহ্য করতে পারি না । আর আমি এ অবস্থাতে এসেছি শুধু মাত্র ধর্মের কিছু নৃসংস নিয়ম বেড়াজাল ও কু প্রথা থেকে মুক্তি পাবার জন্য । আর আমি যদি আপনাদের মনে কোন আঘাত দিয়ে থাকি তার জন্য আন্তরিক ভাবে দুখখিত । নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন । আশা করি এরপর আর আপনার ও আমার মধ্যে কোন ভুল বোঝা বুঝি থাকবে না ।

Level 0

@অরিন্দম পাল: আপনার ঠিক এই রকম একটি উদার এবং নরম মনের থেকে উঠে আসা পোস্টের অপেক্ষাতেই ছিলাম। পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছেন এই জন্য নয়। বরং ভুল বোঝাবুঝির অবসানের জন্য। আমি আপনাকে অন্য আর দশজন মানুষের মতো ভুল বুঝতে চাইনি বলেই মনে অনেক শান্ত রেখে আপনার ভিতরের মানবিক অনুভূতিটুকু জাগাতে চেয়েছিলাম। আমি যদি আপনাকে পাল্টা আঘাত করে কতগুলো গালি সহকারে চরম মন্তব্য করতে শুরু করতাম, আপনি নিশ্চয়ই নিজেকে গুটিয়ে রাখতেন না! আসলে বেশির ভাগ মানুষ ধর্মপ্রিয় কিন্তু ধর্মের নিয়মগুলো ঠিকমতো মেনে চলে না। ইসলাম আমাকে ধৈর্য ধরতে এবং বিনীত হতে শেখায়। আপনি যে মত ও পথের অনুসারীই হোন না কেন, আপনিও মানুষ আমিও মানুষ। সেই হিসেবে আমরা কেন পরস্পর পরস্পরকে বুঝতে চেষ্টা করব না? আপনার রিপ্লাইয়ের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বন্ধু হয়ে থাকবেন সেই প্রত্যাশায় রইলাম।