বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমি আপনাদের একটু পুরাতন জিনিস দেই তাই না? সত্যি বলতে কি কিছু কিছু জিনিস কোনোদিন পুরাতন হয় না। মানুষের ব্রেন বড্ড বিচিত্র। কেউ দেখে অর্ধেক গ্লাস পরিমাণ পানি ভরা আবার কেউ দেখে অর্ধেক গ্লাস খালি আছে। আমাদের দৃষ্টিভঙ্গী, স্বাদ, রুচি ও ভালোবাসার বহিঃপ্রকাশ সত্যিই স্রষ্টার অলরাউন্ড নৈপুন্যের প্রকাশ।
কেউ যুক্তি দিয়ে কথা বলে, কেউ গায়ের জোরে, কেউ হেসে, কেউ গম্ভির মুখে, কেউ যুক্তিহীন, কেউ রেগে আবার কেউ বা আবেগে কথা বলে।
একটি ধাঁধাঁ শুনুন।
এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে রাস্তায় বেড়োলেন। হঠাৎ ছেলেটি এক্সিডেন্ট করলো। ভদ্রলোক তার ছেলেকে তারাতারি হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার চমকে উঠে বললেন।– “আরে এ তো আমার ছেলে?”
উত্তরটি এখন দিচ্ছি না। আপনাদের কারও উত্তরটি জানা থাকলে টিউমেন্ট এ লিখে দিন। নতুবা টিউমেন্ট এ আমি দিয়ে দিচ্ছি।
আমার এই টিউনটি উৎসর্গ করছি ত্রিরত্ন কে আর সেই তিনজন হলেন "জ্ঞান-অন্বেষী", "Ochena Balok" এবং “নিওফাইটের রাজ্যে” । যাদের অন্যতম প্রধান কাজ আমার টিউনগুলো পড়ে ভালো সুন্দর টিউমেন্ট করা। আমার সবগুলো টিউনে এই তিনজন চমৎকার চমৎকার টিউমেন্ট করেছেন। আমি আসলে আপনাদের মায়ায় বাঁধা পড়ে যাচ্ছি।
আর বক বক করবো না দেখুন তাহলে কিভাবে ব্রেন টেস্ট করা যায়।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
brainworks.exe এক ক্লিক করুন।
ডাউনলোড করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
মাউস ক্লিক করে শুরু করে দিন। অথবা কী-বোর্ড এর যে কোনো বাটন প্রেস করলেই হবে।
আপনার নাম লিখে এন্টার দিন।
প্রতিটি প্রশ্নের সাথে A,B ও C তিনটি অপশন পাবেন আপনার কাছে যে উত্তরটি সঠিক মনে হবে তার উপর ক্লিক করুন।
মনে রাখবেন প্রশ্নের সাথে প্রতিটি উত্তরের সাথে লজিক্যাল মিল আছে। আপনার কাছে যে উত্তরটি কারেক্ট মনে হবে তাতে ক্লিক করুন।
পরীক্ষা শেষ এবার দেখুন আপনার ব্রেনের কোন অংশ ভালো কাজ করে। ইচ্ছে করলে আপনি প্রশ্ন ও উত্তরের রিভিউ দেখতে পারেন।
আপনার সম্বন্ধে কিছু কথা বলবে।
১. প্রিন্ট করে দেখতে পারেন।
২. নেক্সট দিয়ে বাকী অংশটুকু দেখুন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
মচত্কার । কাল বয়স বের করার সাইট । আজ মগজ মাপার সফট । সেই রকম ।