স্লো পিসির এক্সট্রিম স্পীড পেতে চান?? তাহলে আপনার জন্যই এই টিউন, এসে গেছে “PC Tools Performance Toolkit”, দ্রুত ডাউনলোড করে নিন $39.99 USD মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি একদম ফ্রী তে…!!!

আশা করি সবাই ভালো আছেন। নিয়মিত বিরতির পর আবারো আপনাদের কাছে ফিরে আসলাম, আবার আপনাদের ভালোবাসা কুড়াতে।

দেখতে দেখতে যে টেকটিউনসে "২বছর ৩মাস " পার করে ফেলেছি তার খেয়ালই নেই। সবসময় মনে হয় এই তো সেদিন ই জয়েন করলাম.........

সময় এবং সুযোগের অভাবে তেমন টিউন করা হয়ে উঠে না কিন্তু আমি আপনাদের সবসময়ই ভালো ভালো সব টিউন উপহার দিতে চেস্টা করি, , জানিনা সেই চেস্টা কতটুকু সফল হয়। আজ আপনাদের উপহার দিব একটি গুরত্বপুর্ন সফটওয়্যার যেটি আশা করি সেটি আপনাদের সবারই কম বেশি কাজে লাগবে।

আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় ফাইল এবং রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়। এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম। অনেক আগে থেকেই আমি এটি ইউজ করি। কিছুদিন আগে এটির নতুন এবং আপগ্রেড ভার্সন বের হয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এবং পিসিও হয়ে উঠে সুপার ফাস্ট। সফটওয়্যারটির নাম

"PC Tools Performance Toolkit"

সফটওয়্যারটির আগের ভার্সন নিয়ে একটি টিউন করেছিলাম, কিছুদিন আগে এটির নতুন ভার্সন এসেছে। এটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগের ভার্সনের তুলনায় এটিতে আর অনেক সুবিধা যুক্ত করা হয়েছে, যা আসলেই অনেক কাজের।

আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই।

স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বুটিং টাইম বেশি লাগা ইত্যাদি ইত্যাদি, এটি দিয়ে পিসির চমৎকার টিউন আপ ও করা যায়। চলুন এক নজরে দেখে আসি সফটওয়্যারটির রিভিউ,

১. সফটওয়্যারটির মেইন মেনু এটি। আপনার পিসির হেলথ সহ কিছু ইনফর্মেশন শো করবে, যেমন লাস্ট বুট টাইম, এইচডিডি ইনফর্মেশন ইত্যাদি।

২. জাস্ট "1 click optimization" ক্লিক করুন। অটোমেটিক সব এরর রিমুভ করবে।

৩. এছাড়া ম্যানুয়ালি আপনার রেজিস্ট্রি ক্লিন করতে পারবেন, রেজিস্ট্রি কমপ্যাক্ট করতে পারবেন, ডিস্ক ভালোভাবে ডিফ্র্যাগ করতে পারবেন, আরো পারবেন উইন্ডোজ এর স্টার্ট আপ টাইম কমানো এবং উইন্ডোজ ওপ্টিমাইজ করে এর গতি খানিকটা বৃদ্ধি করতে।

৪. পারবেন বিভিন্য প্রাইভেসি এবং প্রাইভেসি থ্রেট অথবা হার্মফুল ট্রেসিং ক্লিন করতে, এছাড়া এইচডিডি ব্লিচ করা এবং কোন ফাইলকে পারমানেন্ট ভাবে ডিলিট করাও যাবে।

৫. এই টুলের সাহায্যে পারবেন ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনতে, আরো পারবেন ডুপ্লিকেট ফাইল ডিলিট করতে। এছাড়াও ড্রাইভ রিপেয়ার এবং রেজিস্ট্রি ব্যাকআপ এবং তা, পরে রিস্টোর করতেও পারবেন।

৬. সেটিং মেনুর সাহায্যে অ্যাপ্লিকেশান টিকে মনের মত টিউন করে নিন, এতে অটো কেয়ার সুবিধাও আছে।

তো এক নজরে দেখে নিন সফটওয়্যারটির অফিসিয়াল ফিচার...................

PC Tools Performance Toolkit Features:

  • Clean and Compact Registry. Speed up your PC by cleaning and repairing errors.
  • Defragment Disks. Optimize and defrag drives for faster access.
  • Optimize Windows®. Speed up Windows with PC Tools’ preset optimizations.
  • Boost Windows Startup and Shutdown. Speed up your startup and shutdown times.
  • Find Duplicate Files. Remove duplicate files to improve drive performance.
  • Clear Cookies and Browser History. Erases Internet activities from your browsers.
  • Clear Browser Passwords and Form Data. Erases saved passwords and form information.
  • Clear Temporary and Deleted Files. Free up hard drive space by clearing unused files.
  • Clear Recent File History. Erases your recently opened files lists.
  • Shred Files. Permanently shreds files and folders from your computer.
  • Bleach Disks. Permanently wipes your deleted files, making them unrecoverable.
  • Recover Lost Files. Find and recover music, photos and documents.
  • Repair Drives. Analyze and repair your drives.

এই হল সফটওয়্যারটির মোটামুটি রিভিউ...........................................

তো আর দেরি কেন??? এক্ষুনি ডাউনলোড করে ফেলুন $39.99 USD মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি, একদম বিনা মুল্যে.......

প্রথমে নিচের লিঙ্ক থেকে ট্রায়াল ভার্সন টি ডাউনলোড করুন, পাসওয়ার্ড দিনঃ arizday

এরপর নিচের লিঙ্ক থেকে crack  ফাইল ডাউনলোড করে নিন, কিভাবে crack  করবেন তার ইনফর্মেশন নোটপ্যাডে দেওয়া আছে.....................

*** crack করা এবং সিরিয়াল দেওয়ার সময় অবশ্যই এন্টিভাইরাস ডিজেবল এবং নেট কানেকশন অফ করে নিবেন................

***অফটপিকঃ আমি জিপির নেট ইউজ করি, মিডিয়াফায়ারে ফাইল আপলোড করতে পারছিনা। ১০০% আপলোড হওয়ার পর ইনভ্যালিড ফাইল দেখায়, কারনটা কি কেউ বলতে পারবেন? তাছাড়া আগের টিউন গুলোতে যেসব ফাইল মিডিয়াফায়ারে আপলোড করেছিলাম সেগুলি সব ডিলিট হয়ে গিয়েছে, ফাইল শেয়ারিং এ মিডিয়াফায়ারের বিকল্প আছে কি???

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুত্তুম পেলাচ 😉
এইবার পড়ি 🙂

আপনার আগের লিঙ্কগুলো মিডিয়াফায়ার আইন ভঙ্গ করার কারণে ফাইল মুছে দিয়ে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে।
এইযে ক্র্যাকের মিডিয়াফায়ার লিঙ্ক।
ধন্যবাদ 🙂

    ফাইলের নামটা চেঞ্জ করে আপলোড করলাম নইলে আমার অ্যাকাউন্টও সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে 😉 😆 😀

    @নিওফাইটের রাজ্যে: আবারো অনেক ধন্যবাদ তোমাকে কস্ট করে ক্র্যাক ফাইলটি মিডিয়াফায়ারে আপলোড করে দেওয়ার জন্য। সবার সুবিধা হবে,

বারাবরের মতোই অসাধারন টিউন !!

টিটিতে আপনি হাসান-জোবাইর, শুভ্র আকাশ ,নিওফাইটের রাজ্যে , প্রবাশী ইত্যাদী ভায়েরা হলো ১ম শ্রেনীর টিউনার আপনার কাছে জানতে চাইবো এত্তোদিন পর আপনার টিউন পাচ্ছি কেন ?? ১ম শ্রেনীর টিউনারদের টিউন না পেলে কেমন যেন শুন্যতা অনুভব করি ! 🙂

ভালো থাকবেন।

সুন্দর টিউন আমি অবশ্য Advanced system care 5.2 PRO ব্যাবহার করছি। আপনি মিডিয়া আগুনে না দিয়ে http://jumbofiles.org/ Upload দিতে পারেন Dropbox অনেক ভাল সাথে সাথে ডাউনলোড শুরু হয় লিঙ্ক ক্লিক করলে।

মাঝে আমিও কিছু দিন টিটি তে ছিলাম না , ব্যস্ততার কারনে , ৪ মাস পরে এসেই আপনার টিউন খুঁজেছি , না পেয়ে হতাশ ও হয়েছি ! এতদিন ছিলেন কই ? সফটের জন্য অসংখ্য ধন্যবাদ ! আর একটা অনুরোধ – মাসে পারলে অন্ততঃ দুইটা করে টিউন উপহার দিবেন । কারন আমি একটা কথা বিশ্বাস করি – –আর যাই হোক Quality matters … 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

ভাই, পারলামনা আপনার রেজিষ্ট্রেশন করতে। চায় ৮ বাক্স নাম্বার দিয়া রাখছেন ৯ বাক্স পরিমান। যেহেতু আমার স্বার্থ সিদ্ধি হলো না তাই আপনার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা Pending রাখলাম।

ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে এতো সুন্দর টিউনের জন্য হিংসা হচ্ছে। যারা ১ম শ্রণীর টিউনার তাদেরকে প্রাণঢালা অভিনন্দন।
সাহায্য: কিভাবে IP Address দিয়ে কারো PC হ্যাক করা যায়? যদি SOFT লাগে তবে কেউ লিংকটা দিবেন কি?

রেজিষ্ট্রেশনে ক্লিক করলে যে বক্স আসে তাতে প্রথমে লাইসেন্স নাম এবং ২য় লাইনে আসে লাইসেন্স কী যেখানে ৮টি ঘর আছে। কিভাবে রেজিষ্ট্রেশন পূর্ণ করবো বুঝতে পারছিনা। তাহলে কি এত সুন্দর একটা টুলস ব্যবহার করতে পারবো না?

    @স্বার্থপর: আপনি ক্র্যাক ফাইল দুটো ইন্সটলেশন ফোল্ডারে পেস্ট করেছিলেন?? প্রথম ৮টি দিয়ে দেখেন তো কি হয়…….. নেট কানেকশন অফ রাখবেন সিরিয়াল দিবার সময়।

Level 0

vai,shuvo, crack pc tools নামের যেই .rar file সেইটা winrar দিয়ে open হয় না,কি করব তাড়াতাড়ি বলেন plz

অনেক ভালো লাগ্লো । ধন্যবাদ

ধন্যবাদ ভাই 🙂

😀

শুভ্র আকাশ অবশেষে ফিরে এলেন তাহলে কি যে ভালো লাগছে 😛 😀 ভাবছিলাম আর্মস নিয়ে টিউন শেষে আপনি বুঝি আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন আর্মস ডিলার হিসেবে 😉 । এবার তাহলে টিউন পড়া শুরু করি

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ফায়ার আর্মসের টিউন সামনে আরো আসছে, সাথে যোগ হবে মিলিটারি ভেইকেল, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, আর্মড কার নিয়ে মেগা সিরিজ টিউন সুতরাং সাথেই থাকুন…………………. অনেক ধন্যবাদ।

Level 0

vaia, crack file gulo system folder a copy korar por software ta open korle dekhay, “Error while unpacking program, code LP5. Please report to author.” software chalu hoy na ! ki korbo help me,r ami win XP chalai.

    Level 0

    @nashid: আপনার সাথে আমি একমত আমারও একই রকম দেখায়।

Level 0

ভাই,আমি update ও PT software ২টি কপি করে pc tools folder এ রেখেদিয়েছি, কন্তু যখন performance toolkit ওপেন kori তখ error মেসেজ দেখাই,কি করব,একটু তাড়াতাড়ি বলুন।
ppppppplllllllllllllllllzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz…………………………….

Error……..মেসেজ

Level 0

এটা কি advance system cleaner থেকে ভালো ??

রেজিষ্ট্রেশনে ক্লিক করলে যে বক্স আসে তাতে প্রথমে লাইসেন্স নাম এবং ২য় লাইনে আসে লাইসেন্স কী যেখানে ৮টি ঘর আছে। কিভাবে রেজিষ্ট্রেশন পূর্ণ করবো বুঝতে পারছিনা। তাহলে কি এত সুন্দর একটা টুলস ব্যবহার করতে পারবো না? i have used 1st 8 keys bt it is not working

plz solve the problem urgenrly………

উপরের সবাইকে বলছি, সেটআপ ফাইল মডিফিকেশনের কারনে এই সমস্যাটি হয়েছে।

আপনারা কস্ট নিচের লিঙ্ক থেকে সেটআপ ফাইল ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/?vm3ccp8pr7e0g8e

পাসওয়ার্ডঃ arizday

লিঙ্ক আপডেট করে দেওয়া হয়েছে।

ক্র্যাক করা এবং সিরিয়াল দেওয়ার সময় অবশ্যই এন্টিভাইরাস ডিজেবল এবং নেট কানেকশন অফ করে নিবেন…………….

Level 0

এন্টি ভাইরাস কিভাবে ডিসাবেল করে?

আর ভাইয়া,আমি মনে হয় রেজিস্ট্রি ক্লীন আপ করেছি,তাই সম্ভবত পিসি চালু হবার পর ডেস্কটপ এর আইকন ১০/১৫ সেকেণ্ড পর আসে,তখন মাউস এর রাইট বাটন কাজ করে না। এছাড়া স্টার্ট মেনু এর মধ্যে থাকা শর্টকার্ট আইকন গুলোও আসে না(লিস্ট ফাঁকা) আমাকে দয়া করে এর সলুশন দান,তাড়াতাড়ি plzzzzzzzzzzzzzzz……………………….

Level New

set up file install er shomoy error dekhai 🙁

Level 0

vai, ei fileo eki jinis ,erro dekhay ! annoyed !!

Level 0

Koto taka behuda jol e falailam…Sesh boyose asol jiniser sondhan pailam…Amra dui jon ek rokom onuvuti…thanks

Comments are closed.