আশা করি সবাই ভালো আছেন। নিয়মিত বিরতির পর আবারো আপনাদের কাছে ফিরে আসলাম, আবার আপনাদের ভালোবাসা কুড়াতে।
দেখতে দেখতে যে টেকটিউনসে "২বছর ৩মাস " পার করে ফেলেছি তার খেয়ালই নেই। সবসময় মনে হয় এই তো সেদিন ই জয়েন করলাম.........
সময় এবং সুযোগের অভাবে তেমন টিউন করা হয়ে উঠে না কিন্তু আমি আপনাদের সবসময়ই ভালো ভালো সব টিউন উপহার দিতে চেস্টা করি, , জানিনা সেই চেস্টা কতটুকু সফল হয়। আজ আপনাদের উপহার দিব একটি গুরত্বপুর্ন সফটওয়্যার যেটি আশা করি সেটি আপনাদের সবারই কম বেশি কাজে লাগবে।
আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় ফাইল এবং রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়। এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম। অনেক আগে থেকেই আমি এটি ইউজ করি। কিছুদিন আগে এটির নতুন এবং আপগ্রেড ভার্সন বের হয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এবং পিসিও হয়ে উঠে সুপার ফাস্ট। সফটওয়্যারটির নাম
সফটওয়্যারটির আগের ভার্সন নিয়ে একটি টিউন করেছিলাম, কিছুদিন আগে এটির নতুন ভার্সন এসেছে। এটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগের ভার্সনের তুলনায় এটিতে আর অনেক সুবিধা যুক্ত করা হয়েছে, যা আসলেই অনেক কাজের।
আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই।
স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বুটিং টাইম বেশি লাগা ইত্যাদি ইত্যাদি, এটি দিয়ে পিসির চমৎকার টিউন আপ ও করা যায়। চলুন এক নজরে দেখে আসি সফটওয়্যারটির রিভিউ,
১. সফটওয়্যারটির মেইন মেনু এটি। আপনার পিসির হেলথ সহ কিছু ইনফর্মেশন শো করবে, যেমন লাস্ট বুট টাইম, এইচডিডি ইনফর্মেশন ইত্যাদি।
২. জাস্ট "1 click optimization" ক্লিক করুন। অটোমেটিক সব এরর রিমুভ করবে।
৩. এছাড়া ম্যানুয়ালি আপনার রেজিস্ট্রি ক্লিন করতে পারবেন, রেজিস্ট্রি কমপ্যাক্ট করতে পারবেন, ডিস্ক ভালোভাবে ডিফ্র্যাগ করতে পারবেন, আরো পারবেন উইন্ডোজ এর স্টার্ট আপ টাইম কমানো এবং উইন্ডোজ ওপ্টিমাইজ করে এর গতি খানিকটা বৃদ্ধি করতে।
৪. পারবেন বিভিন্য প্রাইভেসি এবং প্রাইভেসি থ্রেট অথবা হার্মফুল ট্রেসিং ক্লিন করতে, এছাড়া এইচডিডি ব্লিচ করা এবং কোন ফাইলকে পারমানেন্ট ভাবে ডিলিট করাও যাবে।
৫. এই টুলের সাহায্যে পারবেন ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনতে, আরো পারবেন ডুপ্লিকেট ফাইল ডিলিট করতে। এছাড়াও ড্রাইভ রিপেয়ার এবং রেজিস্ট্রি ব্যাকআপ এবং তা, পরে রিস্টোর করতেও পারবেন।
৬. সেটিং মেনুর সাহায্যে অ্যাপ্লিকেশান টিকে মনের মত টিউন করে নিন, এতে অটো কেয়ার সুবিধাও আছে।
তো এক নজরে দেখে নিন সফটওয়্যারটির অফিসিয়াল ফিচার...................
এই হল সফটওয়্যারটির মোটামুটি রিভিউ...........................................
তো আর দেরি কেন??? এক্ষুনি ডাউনলোড করে ফেলুন $39.99 USD মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি, একদম বিনা মুল্যে.......
প্রথমে নিচের লিঙ্ক থেকে ট্রায়াল ভার্সন টি ডাউনলোড করুন, পাসওয়ার্ড দিনঃ arizday
এরপর নিচের লিঙ্ক থেকে crack ফাইল ডাউনলোড করে নিন, কিভাবে crack করবেন তার ইনফর্মেশন নোটপ্যাডে দেওয়া আছে.....................
টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুত্তুম পেলাচ 😉
এইবার পড়ি 🙂