বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
মাউস? ইঁদুর? ইঁদুর সমাজকে বিশেষভাবে সম্মান জানাতেই হয়তো এতো গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার ডিভাইসের নাম হল মাউস। ভার্সিটিতে যখন ছিলাম আমাদের কম্পিউটার ল্যাবের হুইল মাউসের বল খুলে ক্যাচ ক্যাচ খেলতাম। তখন অপটিক্যাল মাউসের তেমন প্রসার ছিলো না। ২টি বাটন ছিলো। মধ্যের বাটনটি ছিলো না। এখন তো মধ্যের বাটনের কত কাজ। মাউসের মধ্যের বাটন ধরে যে কোনো লিংক এ ক্লিক করলে একটি নতুন ট্যাবে পেইজটি ওপেন হয়।
যে সফটওয়্যারটি দিচ্ছি তাতে মাউস পয়েন্টার নড়ার সাথে সাথে ইঁদুর, চিকার ডাক অর্থাৎ ক্যাচর-ম্যাচর শোনাবে। পিচ্চি সফটওয়্যার তো আর যেহেতু ফ্রি ইন্সস্টল করে দেখুন ভালো লাগবে।
সাউন্ডি মাউস সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
DownLoad এ ক্লিক করুন।
ডাউনলোড করা ফাইটির উপর ডাবল ক্লিক করুন।
লোড হচ্ছে।
Next> এ ক্লিক করুন।
ইন্সস্টল হচ্ছে।
কাজ শেষ। এবার এখান থেকে Start Only তে ক্লিক করুন।
আমার মনে হচ্ছে এই টিউনটি অনেকেই পছন্দ করবেন না। তারপরও তো একটি ফানি সফটওয়্যার!!! কেউ বানিয়েছে অনেক যত্ন করে। অনেক আশা করে। গান তো কতই শুনি সব গান কি মনে রাখি। তাই বলে যে গানটি অপছন্দের তার জন্য কি গীতিকার, সুরকারের কি মায়া কম ছিলো। সবাই চায় ভালো কিছু করতে। আমিও একের পর এক টিউন করে যাচ্ছি। ভাল মন্দের বিচারক আপনারা।
কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ব্যাফক বিনোদন । ব্যাফক মজা পাইছি ।