ধটপট নিয়ে নিন মাত্র ২.২৬ মেগা বাইটের একটি পিয়ানো!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

যারা আমার মতো মিউজিক ভালোবাসেন। তাদের জন্য এই টিউনটি উৎসর্গ করলাম। পিয়ানোটি দেয়ার মূল আমার আগের টিউনটিতে টকইট ফান সফটটি দিয়েছিলাম আর আপনারা তা সাদরে গ্রহণ করে নিয়েছিলেন।

যে কোনো বাদ্যযন্ত্র শিখতে হলে সারগাম জানা জরুরী। এই পিয়ানোটি বাজিয়ে দেখুন। আর নিজেকে কল্পনা করুন অনেক বড় একটি পিয়ানোর সামনে বসে আছেন। সুরের মধ্যে হারিয়ে যাবার মজাই আলাদা।

এই উপমহাদেশে সবচেয়ে ভাল বাশীঁ বাজান চৌরাসিয়া। আমার খুব প্রিয় একজন মিউজিক কম্পোজার হলেন এ,আর, রহমান (আল্লারাখা রহমান)। যিনি বর্তমানে পৃথিবীর একজন অন্যতম সেরা মিউজিক কম্পোজার। তার নাম ছিলো দিলীপ। মাত্র ১২বছর বয়সে তামিল সিনেমায় মিউজিক ডিরেকশন দিয়েছিলেন।

যা হোক, এই টিউনটি আপনাদের ভালো লাগলে মিউজিক্যাল ইন্সস্ট্রুমেন্ট সংক্রান্ত বেশ কয়েকটি টিউন করা যেতে পারে। এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে নিঃসংকোচে আমাকে জানাবেন।

পিয়ানো টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Download বটন এ ক্লিক করুন।

ডাউনলোড হয়ে গেলে ইন্সস্টল করুন। Next এ ক্লিক করুন।

I Agree তে ক্লিক করুন।

Install এ ক্লিক করুন।

Finish এ ক্লিক করলেই কাজ শেষ।

ডাউনলোড আ ইন্সস্টল ঠিক ভাবে করতে পারলে আপনি এরকম একটি ইলেকট্রিক পিয়ানো উপহার পাবেন। ব্যাস এবার মেতে উঠুন সুরের ভুবনে।

একটা মজার তথ্য-

বাংলা গানের দুই কিংবদন্তি হেমন্ত মুখপাধ্যায় আর কিশোর কুমারকে বলা হয় ওস্তাদ ছাড়া শিল্পী। তারা যদি ওস্তাদ ছাড়া এত বড় শিল্পী হতে পারে তাহলে আপনি আমি কেনো ওস্তাদ ছাড়া বথরুম সিঙ্গারও হতে পারবো না। সুতারং ধর্য্য ধরে পিয়ানো বাজানো প্রাকটিস করুন। কে জানে আপনার সুপ্ত মনে কোন সুর লুকিয়ে আছে।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank you!!

বরাবরের মতই চরম টিউন ।

আপনার লিখার ধরনে পরিবরতন এসেছে কিছুটা,এতে টিউন আর ভাল লাগছে।আপনি নিয়মিত টিউন করে জাচ্ছেন সেজন্য শুভেচ্ছা।

    @Ochena Balok: ভাই আমার আগের টিউনটি কি দোষ করেছিলো? আমি তো আপনাদের প্রয়োজনের কথা ভাবি। বড় আপন ভেবে বললাম। ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: ব্যক্তিগত অভিমত থেকে বলব টিউনটা ভাল ছিল এবং এর চেয়েও খারাপ টিউন দেখা যায় যেগুলো পেন্ডিং হয় নি।তবে এটাও সত্যি এত বর একটা সাইটে সবসময় সূক্ষ্ম আর নির্ভুল বিচার করা কঠিন তাই পেছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যান।একটা টিউন পেন্ডিং হয়েছে আরও ১০ টা টিউন উপহার দিন।আপনার টিউন কোয়ালিটি খুব ভাল তাই কোয়ান্টিটি বারলে সমসসা নেই।আপনার পথচলার জন্য আমার কাছ থেকে আশা থাকলো

        @Ochena Balok: আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশী গুরুত্ব দেই। সময় পেলে আরও অনেক কিছু দিতাম। দিয়েও যাবো। তবে দুঃখ লাগে যখন আপনারা কমেন্ট করেছিলেন। তখন আমি অফ-লাইনে ছিলাম। হয়তো কিছু টেকনিক্যাল বিষয় যোগ করে দিতে পারতাম। আমি টেকটিউনস কমিউনিটির প্রয়োজনের কথা অনুভব করি। আমি টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। ধন্যবাদ

Level 0

Download A73 Piano Station
Free, fully functional 20-use trial
ফাইনাল কি করে করবো?

Level 0

trial ভার্সন ক্যান ফুল ভার্সন কই

ফুল ভার্সন করতে নিচের সিরিয়াল ব্যাবহার করুন। ধন্যবাদ
Name: http://www.serialnews.com
Serial: 52194-15220-86353-78565-70382

100 মে.বাইট সাইজের পিয়ানো ডাউনলোড করার পর সিরিয়ালটা পাইলাম

    @Emrul islam: এখন পিয়ানো বাজিয়ে টেকটিউনস এর সবাইকে গান শুনাবেন। নইলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। প্রায় ৬ লক্ষ লোককে মিষ্টি খাওয়ানোর চেয়ে গান শুনানো সহজ। আপনার জন্য প্রাণঢালা শুভকামনা।

Level 0

উপরে একটা সিরিয়াল দেখলাম । এটা কি পিয়ােনোর সিরিয়িাল ।