বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
যারা আমার মতো মিউজিক ভালোবাসেন। তাদের জন্য এই টিউনটি উৎসর্গ করলাম। পিয়ানোটি দেয়ার মূল আমার আগের টিউনটিতে টকইট ফান সফটটি দিয়েছিলাম আর আপনারা তা সাদরে গ্রহণ করে নিয়েছিলেন।
যে কোনো বাদ্যযন্ত্র শিখতে হলে সারগাম জানা জরুরী। এই পিয়ানোটি বাজিয়ে দেখুন। আর নিজেকে কল্পনা করুন অনেক বড় একটি পিয়ানোর সামনে বসে আছেন। সুরের মধ্যে হারিয়ে যাবার মজাই আলাদা।
এই উপমহাদেশে সবচেয়ে ভাল বাশীঁ বাজান চৌরাসিয়া। আমার খুব প্রিয় একজন মিউজিক কম্পোজার হলেন এ,আর, রহমান (আল্লারাখা রহমান)। যিনি বর্তমানে পৃথিবীর একজন অন্যতম সেরা মিউজিক কম্পোজার। তার নাম ছিলো দিলীপ। মাত্র ১২বছর বয়সে তামিল সিনেমায় মিউজিক ডিরেকশন দিয়েছিলেন।
যা হোক, এই টিউনটি আপনাদের ভালো লাগলে মিউজিক্যাল ইন্সস্ট্রুমেন্ট সংক্রান্ত বেশ কয়েকটি টিউন করা যেতে পারে। এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে নিঃসংকোচে আমাকে জানাবেন।
পিয়ানো টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেলে ইন্সস্টল করুন। Next এ ক্লিক করুন।
I Agree তে ক্লিক করুন।
Install এ ক্লিক করুন।
Finish এ ক্লিক করলেই কাজ শেষ।
ডাউনলোড আ ইন্সস্টল ঠিক ভাবে করতে পারলে আপনি এরকম একটি ইলেকট্রিক পিয়ানো উপহার পাবেন। ব্যাস এবার মেতে উঠুন সুরের ভুবনে।
একটা মজার তথ্য-
বাংলা গানের দুই কিংবদন্তি হেমন্ত মুখপাধ্যায় আর কিশোর কুমারকে বলা হয় ওস্তাদ ছাড়া শিল্পী। তারা যদি ওস্তাদ ছাড়া এত বড় শিল্পী হতে পারে তাহলে আপনি আমি কেনো ওস্তাদ ছাড়া বথরুম সিঙ্গারও হতে পারবো না। সুতারং ধর্য্য ধরে পিয়ানো বাজানো প্রাকটিস করুন। কে জানে আপনার সুপ্ত মনে কোন সুর লুকিয়ে আছে।
কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
Thank you!!