কথা বলবে কম্পিউটার :: মাত্র ৩৪৯কিলোবাইটের সফটওয়্যার :: এক্ষুনি শুরু করুন!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

১৯৯৯ইং সাল। আব্বু একটা কম্পিউটার গিফট করলেন। নতুন এক জগৎ। নতুন উম্মদনা। সারাদিন গেম, গান, মুভি দেখে সময় কেটে যায়। তখন আমার কম্পিউটারে এই সফটওয়্যারটি ছিলো। অনেক মজা করতাম। আমি জানি যারা কম্পিউটার ব্যাবহার করেন সবাই এই সফটওয়্যারটির সাথে পরিচিত। আরপরও দিলাম। যদি এমন কেউ থেকে থাকে যার টকইট এর সাথে এখনও পরিচয় হয় নি কিংবা এর সময় ছিল বর্তমানে নাই তাদের জন্য দিলাম।

লালনের একটা গানের লিরিক-

“হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহর গো”

আমি লালনের সাথে সুর মিলিয়ে বলছি টকইট একটি হাতের কাছের সফটওয়্যার। সাইজ মাতএ ৩৪৯কিলো বাইট।

তাহলে দেরি কেন ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

Download এ ক্লিক করে ডাউনলোড করুন।

ডাউনলোকৃত ফোল্ডারটি ওপেন করুন।

TALKIT এর উপর ডাবল ক্লিক করে। টকইট ওপেন করুন।

১. Type your text hete! টেক্টট বক্সে আপনি যা শুনতে চান তা লিখে দিন।

২. Personality এর নিচে যা যা আছে তা এক একটি। এক একরকম কন্ঠ।

৩. Talk It বাটনে ক্লিক করুন। আপনি যে লেখাটি লিখেছেন সেটি কম্পিউটার বলছে কিনা দেখুন। ল্যাঙ্গুয়েজ স্পেনিশ দিলে বাংলা কথা আরও স্পষ্ট শুনাবে।

লেখার ক্ষেত্রে একদম যে সঠিক বানান লিখতে হবে এমন কোনো কথা নেই। যা লিখলে আপনার কথা আরও স্পষ্ট শুনাবে। তাই লিখুন।

আমি এই টিউনটি কেন করলাম জানেন। এই সফটওয়্যারটির সাথে আমার অনেক স্মৃতি জড়িত। ছোট্ট বেলাটা আসলে যে কি এখন বুঝতে পাড়ছি।

আপনাদের টকইট নিয়ে মজার কোনো স্মৃতি থাকলে টিউমেন্ট এর মাধ্যমে জানান।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

KHUB VALO LAGLO

HA KHUB MOJA PELAM ONEK DHNNOBAD

Level 0

save korar ki system nay

টকইট থেকে সরাসরি সাউন্ড সেভ করার কোনো সিস্টেম নেই। তবে সাউন্ড ফোর্স টাইপের সফটওয়্যার থেকে টক ইটের কথাগুলো সেইভ করা যাবে। ধন্যবাদ।

আমার আগের পিসিতে ছিল কিন্তু পরে আর এটা খুজে পাইনি আবার পাইয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

জটিল জিনিস !

মজা তো।

অফটপিকঃআপনার ব্রাউসার এ অ্যাডব্লক প্লাস ব্যবহার করুন,মিডিয়াফায়ার এর বিজ্ঞাপন গায়েব হয়ে যাবে। 😛

আমিও সফটওয়্যারটা হারিয়ে ফেলেছিলাম, আবার পেয়ে ভাল লাগল। ধন্যবাদ 🙂

আসিফ ভাই, যারা ব্লগস্পট ব্লগ নিয়ে স্প্যামিং করবে তাদের ব্লগের লিঙ্কটা এই খানে গিয়ে Provide the url … .. এর ডানপাশের বক্সে দিন তারপর submit বাটনে ক্লিক করুন। ৫/৬ টা স্প্যাম রিপোর্ট পড়লেই উনার ব্লগ হাওয়া হয়ে যাবে 😉
আমি অবশ্যই একাই ২০/৩০ টা রিপোর্ট দিতে পারি :lol:। তারপরও যারা স্প্যামিং করবে তাদের এইভাবে একটু হেল্প কইরেন। 😈 :mrgreen:

Level 0

good..

Level 0

আমিও হারিয়ে ফেলসিলাম .নামও মনে ছিল না. ধন্যবাদ দেয়ার জন্য .