কতগুলো জিফ এনিমেশন :: ও এনিমেশন সম্পর্কে কিছু কথা

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

কয়েকটি এনিমেটেড জিফ ছবি দিলাম। ছবি গুলো যে অনেক বেশী আনকমন তা বলবো না। ছবি গুলো দেয়ার মূল উদ্দ্যেশ্য হলো যারা এনিমেশন নিয়ে টুকটাক টুকটাক কাজ করে কিংবা কাজ জানে না কিন্তু আগ্রহ আছে তার যেন ছবি গুলো দেখেন। জিফ এনিমেশন ব্যাপক চাহিদা সম্মন্য একটি কাজ। আর এই এনিমেশন গুলোর টেকনিক্যাল ব্যাপার নিয়ে আমাকে নিঃসংকচ ও অকপটে প্রশ্ন করলে আমি উত্তর দেবার চেষ্টা করবো। এনিমেশন বা মাল্টিমিডিয়া বেইজড কাজ করার ক্ষেত্র কাজ জানার প্রয়োজন আছে তার চেয়েও বড় প্রয়োজন আইডিয়া ও কাজটি করার আগেই মনের কল্পনায় ছবিটিকে দেখা। আর আগ্রহ না থাকলে এনিমেশন তৈরি করার আগেই এনিমেশনটি মনের আয়নায় দেখবেন কিভাবে?

কৃতজ্ঞতা প্রকাশ করছি সে সব গুণীজনদের যারা এই জিফ এনিমেশন গুলো তৈরি করেছেন।

দেখুন তাহলে-

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

কিছু জিফ এনিমেশন ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারলাম না। জিফ এনিমেশন তৈরি করা তেমন একটা কঠিন না। তবে যিনি জানেন না তার জন্য তো কঠিনই বৈকি। মাল্টিমিডিয়া জগতে কাজ করার জন্য প্রথম গুন হল যা চোখে বাজে তা নিয়েই মনের মধ্যে প্রশ্নের জগরণ। এরপর সফটওয়্যারের সরনাপন্য হয়ে শিখে নেয়া। বড় বড় এনিমেটররা শুধু নিজের প্রবল ইচ্ছে শক্তির বলেই সাফল্য শিখরে উঠতে পেরেছেন। মাল্টিমিডিয়া জগতের কাজগুলো যেহেতু সবপ্রকার মানুষ পরম মমতায় দেখে ও উপলব্ধি করতে পারে। সুতারং কাজে হাজার সমালোচনা আসেও ফিরে আসা চলবে না।

আর একটির কথা এই পোষ্টটির মধ্যে আমি আরো কিছু আবলোড করবো তবে আজকে না।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি এখন দেখি ভাল ভাল টিউন করেন।

ভাই চ্রম মজা পাইছি, আরও কিছু শেয়ার করেন। আর ৮ নম্বর জিফটা মনে হয় কাজ করছে না, একটু চেক করে দেখেন তো?
অসাধারণ টিউনের জন্য অসংখ্য ধইন্ন্যা। 😀 :mrgreen:

    @নিওফাইটের রাজ্যে: অবশ্যই করবো। শুধু মজা পেলেই হবে না। এই গুলো তৈরি করার কৌশল নিয়ে খুব শিঘ্রই টিউন করবো। তখন কিন্তু নিজেকেও করতে হবে। শুধু ৮ নয় আরও কয়েকটি দিতে চাচ্ছিলাম। কিন্তু দিতে পারলাম না। ধন্যবাদ । আপনার টিউমেন্ট দেখলে ভালো লাগে।

৮ নম্বরটা কাজ করছে না মনে হয়।অনেকগুলো ভালো লেগেছে,শুভকামনা

সুন্দর 🙂