মজার এসএমএস :: পর্ব-২ :: না দেখলে মিস!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

এক বিদেশি ভদ্র লোক বাংলাদেশে এসেছেন। একটি দোকানের সাইনবোর্ডে লেখা হার্ডওয়্যার স্টোর। তিনি ঐ দোকানে গিয়ে দোকানদার কে জিজ্ঞেস করলেন হার্ডডিস্ক আছে কিনা। দোকানদার বললেন- “ স্যার হার্ড ডিস্ক নেই, তবে হার্ডবোর্ড আছে।”

আমরাও এধরনের ভুল করে থাকি। বলি একটা আর বুঝি একটা। দেখুন না আজ বাংলাদেশের মানুষের কাছে আউটসোসিং এর ধাণরানাটাই নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু ভুয়া এমএলএম কোম্পানীর জন্য। আর প্রচন্ড খারাপ লাগে যখন দেখি আমাদের টিটিতে হঠাৎ হঠাৎ কিছু পোষ্টের আগমন দেখে। তবে টিটিকে ধন্যবাদ জানাই কিছুক্ষনের মধ্যে সেই টিউনটিকে ব্যান্ড করে দেয়। এ সর্ম্পকে পরে বিস্তারিত একটা টিউন করবো।

আমার টিউনটি আবারও এসএমএস নিয়ে। আগের এসএমএস টিউনটিতে আপনাদের তেমন সাড়া পাইনি। কারণ টিউনটি হয়তো আপনাদের ভাল লাগেনি। যা হোক হাল ছাড়ি নি। তবে আপনাদের উদ্দ্যেশ্যে এসএমএস টিউনটি করতে গিয়ে ও আপনাদের প্রতিক্রিয়ায় আমি বুঝতে পারলাম আক্ষরিক নয় ভাবানূবাদই হলো আসল।

আমি কি আপনাদের স্মৃতিতে স্থায়ী হতে পারবো। মানুষের মজার স্মৃতি অনেক কিছুর সাথা বাঁধা পরে থাকে। যেমন অনেকদিন পর একটি প্রিয় গান শুনলে মনে হয় নতুন অবস্থায় যখন শোনা হয়েছিলো তখনকার স্মৃতি গাঁথা হয়ে গেছে। তাই তো নজরুলের অভিশাপ কবিতায় আছে “গাইতে গিয়ে বন্ধু যখন আসবে চোখে কন্না, মনে হবে সেই যে পথিক তার সেখানো গান না।”

দয়া করে আপনাদের মতামত জানাবেন ভালোমন্দ যাই হোক না কেনো। তাহলে দেখুন এসএমএস গাঁথা-

১.

আসল প্রেমিকের পরিচয়,

কান্ড জ্ঞান না থাকা।

Who shows the power of judgment, is not lover at all.

২.

প্রকৃত ভালবাসা কখনও

আশা আকঙ্খাকে প্রভাবিত করে না।

Which does not deceive

mental hope desire is a real love.

৩.

কোনো পুরাতন ভুল নতুন সত্যের

চেয়ে অনেক বেশি জনপ্রিয়।

An old error is always

more popular then a new truth.

৪.

তোমার বয়স কতো সেটা বড় কথা নয়,

যদি আকাঙ্ক্ষাকে সৃজনশীল রাখতে পারো,

তবেই তারুন্যকে ধরে রাখতে পারবে।

No matter how old you get,

If you the desire to be creative,

You are keeping the man-child alive.

৫.

মানুষ হাত দিয়ে নয়

মন দিয়ে ছবি আঁকে।

A man paints with his brains

not with his hands.

৬.

অবাধ্যতাই যৌবনের আনন্দ।

The joy of the youth is to disobey.

 

৭.

অন্ধকারে সব নারীই রূপসী।

When the candles are out

All women are fair.

৮.

ধনীদের একটি জিনিসই আমার পছন্দ,

তা হচ্ছে টাকা।

The only thing I like about

Rich people is heir money.

৯.

জ্ঞাণীদের কাছ থেকে অজ্ঞরা যতটা না শেখে,

অজ্ঞদের কাছ থেকে জ্ঞাণীরা বেশী শেখে।

Wise men learn more from fools

than fools wise men.

১০.

এমন কোনো প্রতিভাবান পাবে না

যার মধ্যে পাগলামির ভাব নেই।

There is no genius free from

tincture of madness.

 

একটি মজার জিনিষ দেখুন। শুধু গুগলে গিয়ে Do a barrel roll লিখে সার্চ দিন। কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি সব টিউন করে বুঝি না, ভাই এটা টেকটিউন এর জন্য

আমি যে টিউনগুলো দেই সব টিটি কমিউনিটির সবার উদ্দ্যেশ্যেই। আপনি আমার অন্যান্য টিউনগুলোও দেখুন। মন্তব্য করুন। আশা করি আপনার ধারণা পাল্টে যাবে। @ মানাযির আহসান

আপনার লেখার মান খুব ভাল। পোস্টটি টেক সম্মন্ধীয় না হলেও এর কিছু উক্তি আমার কাছে চরম লেগেছে!

@ সাগর সুর অনেক ধন্যবাদ। দেখুন ভাই টিটিতে প্রতিদিন ৬লক্ষের কাছাকাছি ভিজিটর। আমি স্পষ্ট ভাবে জানি সবা রুচি এক না। আমি আমার কয়েকটি টিউনে নতুনত্বের স্বাদ দিতে চেয়েছি। কখনও প্রচুর সাড়া পেয়ে হট টিউনসে স্থার পেয়েছি আবার কখনও কখনও তেমন সাড়া পাই নি। আমি খুশি হই আমার টিউন আপনাদের ভাল লাগলে। তো আমার খুশির জন্য হলেও আমি আপনাদের মনের মত করে লিখতে চাই।

আসলে নানা রকম মানুষ নানা মন্তব্য করবে।নিরাশ হবার কিছু নেই।আপনাকে স্বাগত জানাই যে আপনি টিউনের ধারা অব্যাহত রেখেছেন যা অনেকেই পারে না।২/৪টি টিউনের পর যাদের আর দেখা পাওয়া যায় না।
আপনাকে অনেক ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমাদের মাঝে বিলানোর জন্য।

@ প্রবাসী ভাইয়া , রবিন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম কে “বসন্ত” কবিতা উৎসর্গ করে স্বাগত জানিয়েছিলেন। আপনার দ্বারা আমাকে গ্রহণ করে নেয়ায় আমি আনন্দে আত্মহারা। আপনার মতো মানুষের নজরে পড়ে আমি সত্যিই নিজেকে কিছুটা ভালভাবে মুল্যায়ন করতে পারছি। বিশ্বাস করুন আমি দেয়ার মাঝে আনন্দ পাই। গাছের পাপিয়া পাখি আনন্দে গান গায়। যখন কোনো বাজ পাখির খুরধার ঢোকরে পাপিয়া ব্যাথা পায় তখনো গান থামে না। আমি আপনার মত মানুষের পরামর্শ সব সময় কামনা করি। @ প্রবাসী ভাইয়া

৭ আর ১০ নম্বর টা ভালো লেগেছে।অনুবাদের হাত আগের চাইতে ভালো লাগছে।শুভকামনা রইল

@ Ochena Balok আগের টিউনটিতে শুধুমাত্র আপনার কমেন্ট পেয়েছিলাম। যদি আগের চেয়ে ভালো হয়ে থাকে তার জন্য আপনার অবদান আছে। গিটারের তার কে আঘাত না করলে সুর তোলা যায় না। মানুষের নিজের সমস্যা নিজে বুঝতে না পরা চিরন্তণ। আপনার জন্য শুভকামনা @ Ochena Balok

Koyekta Valo Lagce Carry On Guru… 😀

Level 0

7 নাম্বার টা xoss

ধন্যাবদ @Rafi Tithon @Moniirr

ভালো লাগল

ধন্যবাদ @ জুয়েল ভাই