বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
বাংলা লেখার গুরুত্ব সম্পর্কে আমি একটি টিউন দিয়েছিলাম। আমি আসলে সবসময় বাংলার পক্ষপাতি। আমার টিউন গুলো আপনাদের সাড়া পেয়ে প্রাণ লাভ করে।
আমার প্রাণপ্রিয় টেকটিউনসে অল্পকিছুদিনের ব্যবধানে অনেকগুলো টিউন হয়েছে শুধুমাত্র ফ্রি এসএমএস পাঠানো নিয়ে। অনেক সুন্দর ব্যাপার।
জানেন! আমার একসময় প্রচুর এসএমএস লেখার অভ্যেস ছিলো। তখন এসএমএস চার্জ ছিলো ২টাকা ৩০ পয়সা। সারাদিন মোবাইল টিপে এসএমএস লিখতাম।
আজ যে টিউনটি দিচ্ছি তা হলো কয়েকটি এসএমএস। ইংরেজী থেকে বাংলা করেছি। বাংলা করার কারণ হালের বেশীরভাগ মোবাইলেই বাংলা সাপোর্ট করে। আর এই এসএমএস গুলো থেকে আপনার যদি একটিও ভালোলাগে এবং কাউকে পাঠাতে এসএমএস পাঠাতে ইচ্ছে হয় দয়া করে বাংলাটি পাঠাবেন। সহজ ব্যাপার। শুধু ফ্রি এসএমএস এর সাইটে গিয়ে বাংলা এসএমএসটি কপি করে ম্যাসেজ বক্সে পেস্ট করে সেন্ড করে দিবেন। প্রথমে ইংরেজীটা দিতে না চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়ে দিলাম।
তারপর মাথায় আসলো আমার “ফেসবুক থেকে কুড়িয়ে পাওয়া” নামের টিউনটির সাফল্যের কথা। ব্যাস এসএমএস এর লেখা গুলো বিজয়তে কনভার্ট করে ফটোশপে গিয়ে পিকচার ফাইল আকারে দিয়ে দিলাম (ফটোশপে বাংলা ইউনিকোড এখন পর্যন্ত সাপোর্ট করে না)। যাতে আপনাদের ভাল লাগলে ফেসবুক বন্ধুদের মাঝে ছবির কথাগুলো শেয়ার করতে পারেন।
আপনাদের ভালোলাগলে দয়া করে কমেন্ট করবেন। কোনোটি খুব বেশী ভালোলাগলে নম্বর উল্লেখ করে দিবেন। আপনাদের ভালোলাগলে আমি এসএমএস এর উপর ধারাবাহিক ভাবে অনেক গুলো টিউন করে যাবো। আর অন্যান্য ধারাবাহিক টিউনগুলোও যথারীতি চালিয়ে যাবো।
তাহলে দেখা যাক প্রথম পর্বের এসএমএস ও ছবি গুলো-
১.
অনেক মানুষ তোমার জীবনে
আসবে ও যাবে ,
কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুর
স্মৃতিচিহ্নই অন্তরে স্থায়ী হবে।
Most people walk in
And out of your life,
But only Friends leave
Footprints in your heart.
২.
পৃথিবীতে সব চেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব,
যদি ভালো বন্ধু হয় তাহলে
সেখানে অশ্রুর কোন ঠাই নেই।
Friendship is the best thing
In the world,
As there is no scopes for tears
If your friend is good.
৩.
প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে,
বুদ্ধিমান বোকা হয়ে যায়।
If cute in love becomes fool,
Fool becomes cute.
৪.
ভালোবাসতে শেখো,
ভালোবাসা দিতে শেখো,
তা হলে তোমার জীবনে-
ভালোবাসার অভাব হবে না।
If you learn how to love
And give love other
Your will not fall
In want of love.
৫.
যখন অন্ধকার তোমাকে আঘাত করবে
তুমি সবকিছু দেখে ভীতু হও।
তখন তুমি তোমার পাশে তাকিয়ে দেখ,
তোমার সত্যিকারের বন্ধু
সেখানে থাকবে।
When it hurts to look dark.
And you’re scared to look ahead.
You can look beside you
And your best friend
Will be there.
৬.
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন।
Joy of love
Remains few moments
But ache of love
Remains of whole life.
৭.
প্রেমের অনেক সময় যুক্তিবাদী মানুষকে
যুক্তিহীন করে দেয়,
আর যুক্তিহীন মানুষকেও
যুক্তিবাদী করে তোলে।
Love Makes a rationalist to
Irrational is many times
and irrationality to rationalist.
৮.
প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য,
মৃত্যুকে দেয় মহিমা,
কিন্তু প্রবঞ্চিতকে দেয় কি?
তাকে দেয় দাহ!
Loves gives assets to life,
Greatness to death,
But what does it give to deceive?
It gives pain him.
৯.
একমাত্র প্রেমিক-প্রেমিকরাই
অলস মধুর সময় কাটাতে পারে।
Lovers can pass the time-
Idly and beautifully.
১০.
প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে
কেউ শিল্পী হতে পারে না,
বড়জোর বিয়ে করতে পারে।
Any one can’t be a artist
Becoming winner in the field of love.
At best, he can marry.
১১.
দুর্বল মানুষ যদি সংগঠিত হয়
তখন তারা ক্ষমতাবান।
Even weak men when united
Are powerful.
১২.
যে ব্যক্তি পরিবর্তনকে বেশি ভয় পায়, সে সব চেয়ে অসুখী
It the most unhappy people
Who most fare change.
১৩.
লোকে তোমাকে সমালোচনার অনুরোধ করলেও
মূলত তারা শুধুমাত্র প্রসংশাই শুনতে চায়।
People ask you for criticism
But they only want praise.
আপনারা আবার ভেবে বসবেন না যে আপনাদের অনুরোধ আমি ভুলে গেছি। প্রফেশনাল ভিডিও এডিটিং এর উপর চেইন টিউন শিঘ্রই শুরু করবো। রেডি হয়ে থাকুন। ইলুশন পিকচার তৈরি করার টিউনটিও যথা শিঘ্র পোষ্ট দিবো।
টিউনটি ভালোলাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। দেখবেন নিজের মধ্যে এক ধরনের পরিতৃপ্তি অনুভূত হচ্ছে। ভালো কিছু দেয়ার মাঝে বাঁধ ভাঙা আনন্দ।
আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
আমার টিউনটি কি আপনাদের পছন্দ হচ্ছে না। আপনাদের কমেন্ট আমার কাম্য।