নিয়ে নিন ভিডিও ফ্রেম ::: (পর্ব-৩)

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমার দেয়া ফ্রেমগুলোর প্রতি আপনাদের ব্যাপক আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আমি মজা পেয়েছি আমার কাছে আপনারা নিয়মিত ভিডিও এডিটিং  নিয়ে টিউন করার জন্য। হুঁম্ আমি কথা দিচ্ছি প্রোফেশনাল ভিডিও এডিটিং নিয়ে আমি চেইন টিউন করে যাবো। একজন শিল্পী স্টেজে গান গাওয়ার পর অডিয়েন্সরা যদি ওয়ানমোর ওয়ানমোর করে যদি চিৎকার করলে শিল্পী মন যেমন আনন্দে আত্মহারা হয় আমিও তেমনি আনন্দিত ও অভিভুত। আমি অবাক হই আমার এই সামন্য টিউনগুলোকে আপনার অসামান্য করে তুলেন দেখে। আসলে আপনাদের জন্যই আমার সাধনা।

যা হোক, আমি একটা সমস্যায় পড়ে গেছি আপনারা আমার গ্রাফিক্স ও ভিডিও এডিটিং ভান্ডার থেকে নিতে চাচ্ছেন আমিও দিতে চাচ্ছি কিন্তু সমস্যা হল ভিডিও ফুটেড এবং ভিডিও ফ্রেম এর সাইজ নিয়ে। কিভাবে দিবো ভেবে পাচ্ছি না।

শুধুমাত্র আপনাদের জন্যই আমি অনেকগুলো ছোট ছোট ভিডিও ফ্রেম ও ভিডিও ব্যাকগ্রউন্ড এক করে ইউটিউবে দিয়ে দিয়েছি। যারা ভিডিও এডিটিং জানেন কিংবা শিখতে আগ্রহী তাদের ফ্রেমগুলো কাজে আসবে।

তাহলে আর দেরী কেনো ঝটপট লিংক টি জেনে নিন। পছন্দ হলে সংগ্রহে রাখুন। এগুলো আমার অনেক কষ্ট করে তৈরী করা।

ভিডিও ফ্রেম গুলো দেখতে এখানে ক্লিক করুন।

টিউনটির উদ্দ্যেশ্য যাতে বৃথা না যায় তার জন্য ফ্রেম এ্যাড করা। টিটিতে পিএসডি সাপোর্ট করে নি বলে জেপিজি দিলাম। যতগুলো ফ্রেম এখন পর্যন্ত দিলাম তার সবগুলোরই পিএসডি আমার কাছে আছে। আপনি আপনার পছন্দের ফ্রেম গুলো জানালে আমি ই-মেইলে দেয়ার ব্যাবস্থা করছি। তবে ডিভিডি কিংবা কোনো পোর্টেবল মেমরীতে নিতে পারলে অনেকগুলো একসাথে দেয়া যেতো। ফ্রেমগুলো দেখুন-

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

” This Video Has Been Removed ” Lekha Show Kortece….! Ki Korum…??

Level 2

আসিফ ভাই, ভিডিও এডিটিং কবে থেকে শুরু করবেন তা কি জানতে পারি। কারন আর যে অপেক্ষা সহ্য হচ্ছে না।

আপনার যা আছে আমাকে দিবেন হার্ডডিক্সে

Level 0

kisu nai to………

প্রোফেশনাল কাজ এবং এডিট করার ভিডিওর সাইজ বেশ বেশী হয়। আমি যে ভিডিওটি ইউটিউবে দিয়েছিলাম তার সাইজ ছিলো ৯০০মেগা বাইট এর কাছাকাছি। সময় লেগেছিলো ৫ ঘন্টা। পরিশ্রম বৃথা গেল। যা হোক, সময় নিয়ে ছোট ছোট ভিডিও ফাইল ইউটিউবে আবলোড করে দেব ইনশআল্লাহ।

টিউনটি যাতে বৃথা না যায় এজন্য কিছু ফ্রেম দিয়ে দিচ্ছি।

না দেবার তো কোনো কারণ দেখছি না @ আব্দুর রব

Level 0

ভাই কি লিঙ্ক দিলেন কাজ করেনা এই রকম দেখায় This video has been removed because it is too long.

ডাউনলোড ???