চোরের চুরি করার রাস্তা সব দিক থেকে বন্ধ করে দিন। ওয়েব ক্যাম আইপি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করুন বাড়ীতে। চোর পালাবে কোথায়?

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

আসলে হেডলাইনটা ঠিক মনের মতো হয়নি আমার। আসলে এই সফটওয়্যার এর এত এত ফিচার দেখে কোনটা রেখে কোনটা বলবো তা ঠিক বুঝে উঠতে পারিনি। আমাদের মৌলিক চাহিদা অন্ন, বস্র, বাসস্থানের পরে যে বিষয়টা আসে তা হলো নিরাপত্তা। যদিও নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের উপর কিছুটা বর্তায় কিন্তু সে আশায় বসে থাকলে সেন্টু গেঞ্জিটাও চোরের হাত থেকে রক্ষা করতে পারবেন না। তাহলে কি করতে হবে? কেন নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে।

তথ্য-প্রযুক্তির এই যুগে নিজের বাড়ীর নিরাপত্তা দেয়া তেমন কঠিন কিছু না। তবে এই জন্য আপনার কিছু জিনিস পত্র লাগবে। তবে তেমন দামী কিছু না। একটা কম্পিউটার, ওয়েব ক্যাম বা আইপি ক্যামেরা আর মাইক্রোফোন ব্যাস এতেই চলবে। আপনার বাড়ী যদি অনেক বড় হয় তাহলে একাধিক আইপি ক্যামেরা বা ওয়েব ক্যাম দিয়েও নিরাপত্তার বলয় তৈরি করতে পারবেন।

জিনিস পত্রতো গুছানো হলো এখন এদের কিভাবে ফিট করবেন এই তো? হুম ঠিক এই সময়ে পর্দায় হাজির হবে iSpy নামের অপ্রতিদ্বন্দ্বি ওপেন সোর্স একটি সফটওয়্যার এর। মাত্র ১৩ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে কি করা যায় না তাই বের করা কঠিন। চলুন  অতি সংক্ষেপে কিছু ফিচার সম্পর্কে জেনে নেই। তবে হ্যা এই বর্ণনা অনেকটা বিশাল রচনার সার্মমের মতো। কারণ এত ফিচার বলে শেষ করা যাবে না।

বাড়ীর নিরাপত্তাঃ

Home Securityআপনার ওয়েব ক্যামগুলো বা আইপি ক্যামেরাগুলো জায়গা মতো ফিট করে নিশ্চিন্তে চলে যান অফিসে বা অন্য কোথাও। যেকোন সময় বাড়ীর অবস্থা চেক করতে পারবেন iSpy এর ওয়েব সাইট থেকে। জরুরি কোন ঘটনা যদি ঘটে যায় তাহলে সাথে সাথে মোবাইলে ম্যাসেজতো চলে আসছেই। আর ইন্সটান্ট ভিডিও দেখতে পাবেন ইউটিউবে অটোমেটিক!

অফিসের নিরাপত্তায় iSpy:

Office Surveillance

অফিসে যদি আপনি না থাকেন তাহলে চোরের জন্য চুরি করার সেটাই ভাল সময়। তাই বাড়ীর নিরাপত্তার

পাশাপাশি যদি অফিসেও iSpy এবং কম্পিউটার সেটিংগুলো ঠিক করে দিতে পারেন তাহলে আর পায় কে!

কর্মক্ষেত্র মনিটরিং:

Work Monitoring

আপনি যদি আপনার অফিসের কর্মচারীরা আপনার অনুপস্থিতিতে কাজ ঠিক মতো করে কিনা তা জানার জন্য চিন্তিত থাকেন তাহলে তাদের কম্পিউটারে iSpy ইন্সটল করে দিন তারপর পাসওয়ার্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভিডিও রান করে দিন ব্যস! এবার তাদের লাইভ কর্মকান্ড দেখুন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে।

অটো পদক্ষেপঃ

আপনি iSpy  সফটওয়্যারটি ব্যাচ ফাইল, কমান্ড লাইন, ওয়েব এবং মোবাইল দিয়ে যখন নিয়ন্ত্রণ

Automation

করবেন তখন আপনি যদি কোন ব্যাচ ফাইল রান করাতে চান তাহলে ইচ্ছা করলেই পারবেন। যেমন ধরুন iSpy যখন নড়াচড়া ধরতে পারবে তখনি আপনার বাড়ীর লাইটগুলো জ্বেলে দিবে অথবা কুকুরের কর্কশ শব্দ চালু করে দিবে ইত্যাদি। আর এসব কিছুই সাথে সাথে জেনে যাবেন আপনার মোবাইলে!

ভূত বা ভিনগ্রহের প্রাণী ধরতেঃ

কি শুনতে অদ্ভুত শোনাচ্ছে? তবে জেনে রাখুন ভূত ধরতে বা ভিনগ্রহের প্রাণী ধরতে iSpy

Office Surveillance

এর চেয়ে সেরা কিছু আর পাবেন না। খুব সুক্ষ্ম নড়াচড়া আর হালকা শব্দ সবই ক্যাপচার করতে পারে।

তাই অনেক মজার কিছু আশা করতেই পারেন!

পোষা প্রাণীদের চোখে চোখে রাখতেঃ

আপনার কুকুরটি যদি চিৎকার করতে থাকে তাহলে iSpy মাইক্রোফোনের মাধ্যমে তা রেকর্ড করে রাখবে। আর তখন যদি আপনার ধমকের প্রয়োজন হয় কুকুরকে থামাতে তাহলে আগে থেকে রেকর্ড করা আপনার ধমকটি সাথেই সাথেই কুকুরকে শুনিয়ে দিবে আর কুকুর হয়ে যাবে ঠান্ডা! 😛

Pet Monitoring

মেশিন মনিটরিং :

আপনার যদি কারখানা থাকে তাহলে সেই মেশিনগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা মনিটরিং করবে iSpy।

Machinery Monitoring

Wildlife Watching

প্রাণী জগত দেখুন আরো কাছ থেকেঃ

একটা ওয়েব ক্যাম রাখুন পাখির বাসায় অথবা আপনার প্রিয় কোন প্রাণীর সন্নিকটে তাহলেই তাদের দৈনিক কার্যক্রম দেখতে পাবেন যখন খুশি।

Theft Protection

চোর প্রতিরোধে iSpy:

আপনার বাড়ীতে যদি কেউ তালা ভেঙ্গে বা আপনার অজান্তে ঢুকে পড়ে আর অন্যান্য জিনিসের সাথে আপনার প্রিয় কম্পিউটারটিও চুরি করতে চায় তাহলে iSpy অটো মোশন ডিটেক্ট করে রেকর্ড করা শুরু করে দিবে যা সাথে সাথেই FTP, মেইল বা ম্যাসেজ করে চোরের ছবি পাঠিয়ে দিবে!

Theft Protection

বাচ্চাদের দেখাশুনার দায়িত্ব দিন iSpy কেঃআপনার বাচ্চাকে চোখে চোখে রাখতে iSpy কে ফিট করে দিন। যদি বাচ্চা কান্না শুরু করে দেয় তাহলেই সাউন্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে জেনে নিন আপনার বাচ্চার খিদা লেগেছে 😀

এছাড়াও আরো কত ফিচার যে আছে! বিস্তারিত জানুন এখানে।

কিছু স্ক্রিনশট দেখে নেই চলুন।






আরো অনেক ছবি আছে। সাইটে গেলেই পাবেন। এখন কথা হলো কিভাবে ক্যামেরা কনফিগার করবেন এইতো? তেমন বেশি কঠিন কিছু না। আপনার প্রয়োজনেই আপনি সব সেটিংস খুঁজে নিবেন। ধারণা পেতে দেখুন এই ভিডিও

আরো বিস্তারিত সেটিংস জানুন এখানে।

ডাউনলোডঃ

ডাউনলোড iSpy

সাইজ মাত্র ১৩ মেগাবাইট। আর পুরাই ফ্রী!

আসলে অনেক ফিচারই বাদ পড়ে গেছে। বাকিগুলো নিজে নিজে আবিস্কার করুন আর মেতে উঠুন প্রযুক্তির নিরাপত্তায়!

ধন্যবাদ সবাইকে। 🙂

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

great….and i have question kotha kon site thake aisob hd pixture collect kore.janaben..

    @mrn: এখানে এইচডি ছবি পাইলেন কই? আমিতো সফটওয়্যার নিয়ে টিউন করেছি। 😀 😀 😆
    ভাল ভাল ওয়ালপেপারের জন্য গুগলে সার্চ দিলে অনেক সাইট পাবেন। 🙂

যোবায়ের ভাই বাড়ির দারোয়ান আর অফিসে যারা চাকরি করে তারা আপনার বিরোধে মামলা করবে 🙂

চরম জিনিস দিলেন ভাই…সু্বহানআল্লাহ…।

সব টাইপের চোররে গদাম 😉
শেয়ারের জন্য ধইন্ন্যা 🙂

অচাম সালা,আপনার টিউন বরাবরের মতই এবারও ওভার বাউন্ডারি সাথে ছবিগুলোও ভালো।ওপেন সোর্স ভালো লাগে,টিউনে পিলাচ+++

Level 0

অনেক বড় একটা ধন্যবাদ ফাতাহ ভাই।

web cam দিয়ে কিভাবে system কররে আমার ঘরের দিকে নজর রাখব?

জোস! পুরাই পাঙ্খা 😀 😀

Level 0

pore kaje dibe.

Level 0

উপস্থাপনটা অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ । 😀

@hasan vi, great soft but aita chalu rakte to alws pc on thakte hobe.tyna?mane webcam chalu rakle rki? thik? net connection o to bodhoi thakte hobe phto VDO auto send korte?

চরম একখান জিনিস শেয়ার করলেন ভাই।প্রিয়তে নিলাম।আর সংগ্রহেও রাখলাম।

ভাই, ইমেইল ও এসএমএস এক্সেস পেতে তো মাসে ৫ ডলার দেয়া লাগবে।

@SHAIKH NOOR-E-ALAM: বিকল্প আরো ব্যবস্থা আছে দেখেন। 🙂

Level 0

onekdin por ekta bhalo tune ashlo 😛
chomotkar likhsen 🙂

সিকিউরিটি ক্যামেরার দিন তো শেষ হয়ে গেলো দেখতেছি।

চোরের চুরি করাতো বন্ধ করে দিলেন চোরে এখন খাইবো কি সব চোর মিলা আপনারে খাইয়া ফালাবো, হে হে হে……………………………………………………………………………………………………………..।

vai ami proti din apnader tune golo pori r eto anondo pai ja comment kore bojaite parbo na.
tobe eta sotti kotha ekdin apnader tune pora bondo hole amar rate ghom hoi na.
jobair vai khub sondor ekta tune thanx apnake.
ami ei prothom comment korlam vul hole maff korben.

আমরা আছিতো নো টেনশন মাগার চোরের কি হবে মাঠে মারা পড়বে তো বেচারা :-D:-D;-)

বাহ! দারুন তো!
ডাউনলোড করে রাখলাম, ভবিষ্যতে কামে লাগবে! 🙂
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ যোবায়ের!

পিসি বন্ধ করে রাখলে কি এই সফটওয়ার টা চলবে? স্লীপ মোড এ রাখলে? ধন্নবাদ এই পোস্ট টি করার জন্যে । বাংলাদেশ এ এরকম সফটওয়ার অনেক দরকার ।

আমি আপনাকে খুব ভালো করে চিনি। মানুষের উপকারের জন্য তো কত কিছু লিখেন, কত কিছু করেন । কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে যে ক্ষতি করতে পারেন তা তো কাউকে বলেন না. ?! এটা তো জানানো উচিত…!!
আপনি কতটা প্রতিহিংসা পরায়ন তা আমি খুব ভালো জানি।
আপনি কদিন আগে কারো ক্ষতি করেছেন। দুইটা website . একটা Hack আর একটা block করেছেন। মনে পরেছে।
আপনি নিশ্চই আমক চিনতে পেরেছেন। তবে আমি দুইটা website এর জন্য মরে যাব না. দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না। আমি হ্যাকের না, হ্যাকিং নিয়ে মাথা গামাই না। তবে আপনাকে চিহ্নিত করতে বেশিদিন সময় লাগবে না। আপনার চেয়ে বড় কেউ থাকতে পারে, যে কিনা আপনাকে চিহ্নিত করতে পারে.!!!

সিসিক্যাম বা আইপি ক্যামের বিকল্প হিসেবে ওয়েবক্যাম কিনবো। ওয়েবক্যামে মাত্র ৩২০ x ২৪০ রেজুলেসন ব্যবহার করবো।
সবচেয়ে কমদামি ক্যামেরাতেও ৬৪০ x ৪৮০ রেজুলেসন পাওয়া যায়। বেশি রেজুলেসনের ক্যামেরা কিনে অপচয় করে কোন লাভ আছে কি?
দামি ক্যামেরা কিনলে ছবি বেশী পরিস্কার পাওয়া যাবে কি? (আমি ৩২০ x ২৪০ রেজুলেসনের বেশী ব্যবহার করবো না)
কম খরচের মধ্যে কোন ক্যামেরা আমি কিনতে পারি?

which best for garments floor security system this one http://www.techlandbd.com/hikvision-ds-2ce16dot-it3-hd-cctv-camera or this
http://www.techlandbd.com/jovision-cloudsee-jvs-n4fl-hf-1-3mp-ip-camera
Please Let Me Know.
@হাসান যোবায়ের Thank you brother 🙂

tinder for pc Thanks you for sharing this.