বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আগের ফ্রেম নিয়ে টিউনটিতে আপনাদের মন্তব্য আমাকে উদ্বেলিত করেছে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ইচ্ছে থাকা সত্ত্বেও এই টিউনটি দিতে দেরি হয়ে গেল কারণ শারিরিক অসুস্থ্যতা। আপনারা অনেকে পিএসডি ফ্রেম এর জন্য অনুরোধ করেছেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ্।
কেউ আমার কাছে চেয়েছেন ভিডিও এডিটিং নিয়ে পূর্ণাঙ্গ একটি টিউন । আমি কথা দিচ্ছি ভিডিও এডিটিং নিয়ে পূর্ণাঙ্গ টিউন করবো। কিন্তু সমস্যা হল পূর্ণাঙ্গ ভিডিও এডিটিং আসলে একটি বা দু’টো সফটওয়্যারের কাজ না। ভাল মানের একজন ভিডিও এডিটর হতে হলে অনেক অনেক সাধনা করতে হয়। সাধনা মানে প্রাকটিস। রাতের পর রাত জেগে ধর্য্য নিয়ে কাজের মধ্যে আনন্দ পাওয়া। ভিডিও এডিটিং সফটওয়্যারের এক একটি প্লাগইনস নিয়েই একাধিক টিউন করা সম্ভব।
আপনাদের আগ্রহ দেখে আমার সেই দিন গুলোর কথা মনে পড়ছে যখন এডোবি ফটোশপ-৫ এ কাজ করেছি । টেক্টট একবার এডিট করা হলে দ্বিতীয় বার করা সম্ভব ছিল না। প্রিমিয়ার-৫.২ এ .DAT ফরম্যাট কে .MPEG করা লাগতো। এমপি-থ্রী সাপোর্ট করতো না। এক ব্লু-স্কৃন এর কাজে সফল হতে আমার অনেকদিন আশায় আশায় প্রাকটিস করতে হয়েছিলো। তখোন টেক টিউনস থাকলে হয়তো আমার এত কষ্ট করে শিখতে হতো না। আমি চাই যাদের আগ্রহ আছে তারা প্রফেশনাল ভিডিও এডিটিং এ এগিয়ে যাবেই। ইত্যাদি ইত্যাদি।
যাই হোক, মন খারাপ করার মতো কিছু নেই। আপনাদের আগ্রহ থাকলে আমি ধারাবাহিক ভাবে ভিডিও এডিটিং নিয়ে টিউন করে যেতে পারি। আপনাদের সাড়া আমার কাম্য।
আপনাদের উদ্দেশে ফ্রেম পোস্ট দিলাম। ভাল মন্দ জানাবেন।
১।
২।
৩।
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
২৮.
২৯.
৩০.
৩১.
৩২.
৩৩.
৩৪.
৩৫.
৩৬.
৩৭.
৩৮.
৩৯.
৪০.
৪১.
আগের টিউনটিতে আমি ফ্রেম এ ছবি বসানোর সামান্য একটা টিপস দিয়েছিলাম আগের টিউনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
অনেক ভালো লাগলো ফ্রেম গুলো। আরও চাই। অনেক ধন্যবাদ।