এর আগে আমি ডিগসবি নিয়ে লেখেছি যা আপনাদের অনেক ভালো লেগেছে। তবে কতজন ডিগসবি এখনও ইউজ করছেন সেটাই দেখার বিষয়। সেই সংখ্যাটা অতি নগন্য এই ব্যাপারে আমি বাজি ধরতে পারি। ডিগসবি ইউজ করে মজা পাওয়া সত্বেও এর ব্যবহার ছেড়ে দেয়ার মূল কারন হচ্ছে এর প্রথম ভার্সনটি খুবই বাগি এবং মেমরি কন্সাম্পশন রেট অনেক বেশী ছিল। যার ফলে আমার মত আরো অনেকেরই পিসি স্লো ডাউন করতো।
এক সময় আমি নিজেও ডিগসবি এর ব্যবহার ছেড়ে দিলাম। তবে এটাকে আমি প্রতিদিন মিস করতাম। আমার মত আরো যারা যারা ডিগসবি কে এর বাগের কারনে মিস করতেন তাদের সবার জন্যে সুখবর! ডিগসবি তাদের নতুন ভার্সনে এই অসাধারন এ্যাপ্লিকেশানটিকে আরো অসাধারন করে তুলেছে। এতে আগের ভার্সানের শ খানেক বাগ ফিক্স করা হয়েছে এবং মেমরি কন্সাম্পশন রেট কমিয়ে আনা হয়েছে। তারা এই ভার্সানে RAM usage ৭৫% কমিয়ে এনেছে এবং পরিবর্তন আনা হয়েছে এর জিআইইউ তে যা আগের চাইতেও অনেক ইউজার ফ্রেন্ডলি। এবং আইএম লিষ্টে আরো কয়েকটি সাইটের সাথে সংযুক্ত হওয়ার অপশন বাড়ানে হয়েছ।
মোদ্দাকথা আমি আবারো ডিগসবি ইন্সটল করে সন্তুষ্ট এবং আশা করি আপনারা ও আবার ডিগসবি তে ফিরে আসবেন।
ডাউনলোড নতুন ডিগসবি
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টিনটিন ভাই, আপনার ‘হাতের মুঠোয় নিয়ে আসুন আপনার অনলাইন জীবন’ পড়ার পর থেকে ডিগসবির প্রেমে পড়ে গেছি। এটা ভবিষ্যতে নিঃসন্দেহে রাজত্ব করবে। আপনাকে অনেক ধন্যবাদ।