“আনডেলা” ব্যবহার করে ডিলেট হওয়া ফাইল রিকভার করবেন যেভাবে

হইত কোন ভুল বশত আপনার কিছু গুরূত্বপূর্ণ ফাইল ডিলেট করে ফেলেছেন আবার রিসাইকল বিনও খালি করে ফেলেছেন। ফাইলগুলো আপনার দরকার! কিভাবে এই ফাইলগুলো রিকভার করবেন? অনেকে হয়তো জানেন কিভাবে করবেন এবং কিন্তু অনেকে হয়তো জানেন না।

যারা জানেন না তাদের আশা করি কাজে লাগবে পোস্টটি। মুছে যাওয়া ফাইল রিকভার করার অনেক সফটওয়্যার রয়েছে। তবে আমার কাছে "আনডেলা" নামক এই সফটওয়্যারটি ব্যবহার করা অনেক অনেক সহজ লেগেছে। খুব ছোট সাইজের একটি সফটওয়্যার এবং খুব সহজে রানও হয় পিসিতে।

যেভাবে কাজ করবেন আনডেলা দিয়ে-

ধাপ ১ :

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে। এবং ইন্সটল করুন।

ধাপ ২ :

সফটওয়্যারটি ওপেন করে বাম পাসের লিস্টের my computer এর যে কোন ড্রাইভ নির্ধারণ করে scan করুন। আপনার কাঙ্খিত মুছে যাওয়া ফাইল এর বাটনে ছেক দিয়ে recover এ ক্লিক করুন।

(আপনি যদি নির্দিষ্ট কোন ফরমেটের ফাইল খুজে থাকেন সেক্ষেত্রে শুধু তা নির্দিষ্ট করে খুজতে পারবেন। এজন্য উপরের মেনুবার থেকে file>option এ গিয়ে আপনার কাঙ্খিত ফাইল এ চেক দিতে হবে। যেমন - JPEG ফাইল হলে তার আগে চেক দিয়ে নির্ধারন করে দিতে হবে।)

ধাপ ৩ :

রিকভার করা ফাইলটি কোথায় সংরক্ষণ করবেন তা নির্ধারণ করে দিন। এবং ok বাটনে ক্লিক করুন।

নির্ধারিত ড্রাইভে গিয়ে দেখেন রিকভারকৃত ফাইলটি সংরক্ষিত হয়েছে।

পোস্টটি লিখেছেনঃ টিউটোহোস্টে সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন। পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি মজা ! কি মজা ! কি মজা ! এইবার ফাইল ডিলেট হইলেও সমস্যা নাই । আনডেলা দিয়া আবার ফিরায়ে আনমু ।

টিউটির জন্য টিউনার কে অনেক ধন্যবাদ ।

সফটটা পাইয়া এখন শুধু শান্তি শান্তি লাগতাছে 🙂 আপনাকে ধন্যবাদ

Level 0

sukria

মারাত্তক একটা উপকার কইরলেন। আফনারে অনেক ধইন্যা বাদ।