বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমি আনন্দে আত্মহারা হয়েছি যখন দেখেছি আমার টিউন হট টিউনসে জায়গা করে নিয়েছে। জায়গা করে নিয়েছে বললে ভুল হবে আসলে আপনদের নির্বাচিত মনোনয়নই আমার “ফেসবুকে কুড়িয়ে পাওয়া” নামের টিউনটিকে হট টিউনস এ নিয়ে গেছে। আপনারাই আমাকে জায়গা করে দিয়েছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সত্যি বলতে কি ঐ ছবিগুলো অনেক আবেগ মেশানো। যারা ঐ ছবিগুলোর কারিগর তাদের শ্রম বৃথা যায়নি। আমাকে হটে তুলে দিয়ে ঋণী করে দিলেন। আপনাদের নিত্যনতুন টিউন উপহার দেবার মায়াডোরে আমাকে বেঁধে দিলেন।
যাই হোক আজ নিয়ে এসেছি কতগুলো ফ্রেম। আর ফ্রেমে কিভাবে ছবি বসাতে হয় তা সহযে তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় যারা ফটোশপ জীবনে চালায় নি। তারাও সামান্য চেষ্টায় এই সহজ কাজটি রপ্ত করতে পারবে। বক বক অনেক করেছি এবার সহজ কাজটি ও ফ্রেম গুলো দেখা যাক।
1. ফটোশপে গিয়ে ফ্রেমটি ওপেন করুন।
2. লেয়ারে গিয়ে ফ্রেমটি অর্থাৎ ব্যাকগ্রউন্ড লেয়ারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ডুব্লিকেট লেয়ার (Duplicate Layer) এ ক্লিক করুন।
3. ডুপ্লিকেট লেয়ার (Duplicate Layer) এর এই ডায়ালগ বক্সটি ওকে (OK) করুন।
3. Indicates Layer visibility অর্থাৎ চোখের মত দেখতে Background এর চোখটি উঠিয়ে দিন। Indicates Layer visibility এর কাজ হল লেয়ারটিকে অদৃশ্য করে দেয়া।
4. কপি করা লেয়ারটি সিলেক্ট করে টুলবার থেকে ম্যাজিক টুল (কী বোর্ড শর্টকাট “W”) ফ্রেম এর উপর গিয়ে ফ্রেম এর এক যে অংশটি মুছে দিতে চান তার উপর ক্লিক করুন। এবার কী-বোর্ড থেকে Delete চাপুন। লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন।
5.এখন আপনি ফ্রেম এর মধ্যে যে ছবিটি বসাতে চান সেটি ওপেন করে ফ্রেম এর উপর মাউস দিয়ে টেনে ছেড়ে দিন (ড্রাগ করুন)। ব্যা হয়ে গেলো ফ্রমে ছবি বসানো। এবার আপনার পছন্দ মত ফরমাটে সেইভ করুন তবে PSD ফরমাটে সেইভ করে রাখলে শুধু ছবিটা বদল করলেই হলো। অর্থৎ রেডিমেট হয়ে গেলো।
আমার কথা বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করুন। কারণ শত ব্যাস্ততার মাঝেও অনেক দ্রুত টিউন টি লিখেছি। আপনারা প্রশ্ন করলে আমি খুশি হবো।
আমার অফুরন্ত কালেকশন থেকে কয়েকটি ফ্রেম আপনাদের উদ্দেশ্যে দিলাম অনূগ্রহ করে দেখুন-
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
৩৭।
৩৮।
৩৯।
একটা ঘটনা শুনুন, ২০০৬ইং সালের কথা আমি কিছু দিনের জন্য বেকার হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা কাজ পাই। কাজটি হলো বিয়ের ভিডিও এডিটিং। এখনও করি কিংবা শিখাই শখের বসে। তবে স্টিল ফ্রেম, ভিডিও ফ্রেম, ভিডিও ফুটেজ, ভিডিও এডিটিং এর সফটওয়্যার ও প্লাগইনস সংগ্রহের নেশা আজো অটুট।
আপনাদের প্রয়োজন হলে নিঃসঙ্কোচে বলবেন। আমার লক্ষাধিক কালেকশন থেকে আপনাদের কিছু দিতে পারলে আমি ধন্য হব। আমি জানি কোনো কিছু দিলে কমে না। তার বড় প্রমাণ আপনাদের দ্বারা আমাকে বরণ করে নেয়া।
বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট গুলো দেখতে এখানে ক্লিক করুন। আমাদের টিটি আছে ১৫ নম্বরে।
আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরনা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
দারুন ফ্রেম । ধন্যবাদ আসিফ ভাই । এই বিষয়ের উপর পরবর্তী পোস্ট তাড়াতাড়ি চাই ।